• ওএমএস ডিলার হতে না পেরে খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়ে বৈষম্যবিরোধী নেতার তালা

    খোলাবাজারে খাদ্যশস্য বিক্রির (ওএমএস) পরিবেশক (ডিলার) নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে কুমিল্লার লালমাই উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় আহ্বায়কের নেতৃত্বে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। দুই দিন ধরে ওই কর্মকর্তার কার্যালয়ে তালা ঝুলছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার বেলা তিনটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লালমাই উপজেলা শাখার আহ্বায়ক নোমান হোসেনের নেতৃত্বে কয়েকজন ছাত্র প্রতিনিধি ও যাঁরা আবেদন করে পরিবেশক নিয়োগ পাননি, তাঁরা প্রথমে উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়ের তালা ভেঙে ফেলেন। এরপর নতুন তালা লাগিয়ে দেন। এ ঘটনার পর থেকে নিয়োগ পাওয়া পরিবেশকদের সমর্থক, বঞ্চিত পরিবেশকদের সমর্থক ও ছাত্র প্রতিনিধিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজ মঙ্গলবার বেলা আড়াইটা পর্যন্ত ওই তালা ঝুলছিল।

    #jonosathi #verified #earnonline #freedom #ProUser #ভেরিফিকেশন #বাংলাদেশ#virel #love #romantic Jono Sathi #foryou #tranding
    ওএমএস ডিলার হতে না পেরে খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়ে বৈষম্যবিরোধী নেতার তালা খোলাবাজারে খাদ্যশস্য বিক্রির (ওএমএস) পরিবেশক (ডিলার) নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে কুমিল্লার লালমাই উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় আহ্বায়কের নেতৃত্বে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। দুই দিন ধরে ওই কর্মকর্তার কার্যালয়ে তালা ঝুলছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার বেলা তিনটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লালমাই উপজেলা শাখার আহ্বায়ক নোমান হোসেনের নেতৃত্বে কয়েকজন ছাত্র প্রতিনিধি ও যাঁরা আবেদন করে পরিবেশক নিয়োগ পাননি, তাঁরা প্রথমে উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়ের তালা ভেঙে ফেলেন। এরপর নতুন তালা লাগিয়ে দেন। এ ঘটনার পর থেকে নিয়োগ পাওয়া পরিবেশকদের সমর্থক, বঞ্চিত পরিবেশকদের সমর্থক ও ছাত্র প্রতিনিধিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজ মঙ্গলবার বেলা আড়াইটা পর্যন্ত ওই তালা ঝুলছিল। #jonosathi #verified #earnonline #freedom #ProUser #ভেরিফিকেশন #বাংলাদেশ#virel #love #romantic [Jonosathi] #foryou #tranding
    JonoSathi React
    · ০ মন্তব্য ·০ শেয়ার ·৬ দেখেছে ·০ রিভিউ
  • বিশ্বের প্রাচীন কোন ১০ স্থান আজও মানুষকে বিস্মিত করে

    বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা ঐতিহ্যবাহী কিছু অসাধারণ স্থান, যা আজও মানুষকে বিস্মিত করে। ইতিহাস আর প্রাচীন সভ্যতার নিদর্শন ওই সব স্থাপনার কোনো কোনোটির স্থাপত্যশৈলী আর নির্মাণ প্রক্রিয়া এখনো রহস্যের আড়ালে রয়ে গেছে। এসব স্থানে ভ্রমণ শুধু মনের পিপাসাই মেটায় না, বরং এ যেন বহু বছর আগের সময়কে ছুঁয়ে দেখার অভিজ্ঞতা। এগুলো একদিকে ইতিহাসপ্রেমীদের কাছে আকর্ষণীয়, অন্যদিকে ভ্রমণপিপাসুদের জন্য স্বপ্নপূরণের ঠিকানা। ইউনেসকো–ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ, এমন কয়েকটি স্থানে ঘুরে আসতে পারেন আপনিও।

    #jonosathi #verified #earnonline #freedom #ProUser #ভেরিফিকেশন #বাংলাদেশ#virel #love #romantic Jono Sathi #foryou #tranding
    বিশ্বের প্রাচীন কোন ১০ স্থান আজও মানুষকে বিস্মিত করে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা ঐতিহ্যবাহী কিছু অসাধারণ স্থান, যা আজও মানুষকে বিস্মিত করে। ইতিহাস আর প্রাচীন সভ্যতার নিদর্শন ওই সব স্থাপনার কোনো কোনোটির স্থাপত্যশৈলী আর নির্মাণ প্রক্রিয়া এখনো রহস্যের আড়ালে রয়ে গেছে। এসব স্থানে ভ্রমণ শুধু মনের পিপাসাই মেটায় না, বরং এ যেন বহু বছর আগের সময়কে ছুঁয়ে দেখার অভিজ্ঞতা। এগুলো একদিকে ইতিহাসপ্রেমীদের কাছে আকর্ষণীয়, অন্যদিকে ভ্রমণপিপাসুদের জন্য স্বপ্নপূরণের ঠিকানা। ইউনেসকো–ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ, এমন কয়েকটি স্থানে ঘুরে আসতে পারেন আপনিও। #jonosathi #verified #earnonline #freedom #ProUser #ভেরিফিকেশন #বাংলাদেশ#virel #love #romantic [Jonosathi] #foryou #tranding
    JonoSathi React
    · ০ মন্তব্য ·০ শেয়ার ·২৮ দেখেছে ·০ রিভিউ
  • দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা


    অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। সাধারণ জনপনের সহযোগিতা পেলে এটিকে আরও সন্তোষজনক পর্যায়ে নিতে পারবও বলে আমি আশা করি।’

    আজ শুক্রবার বিকেলে ঢাকার ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বীর ধর্মীয় উৎসব ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা ও মাসব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। দীর্ঘদিনের বৈষম্য আর অনিয়ম দূর করে দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করাই এ সরকারের মূল লক্ষ্য।

    তিনি বলেন, সংস্কারের মাধ্যমে সব অনিয়ম ও বৈষম্য দূর করতে হবে। সংস্কারের কাজ চলমান রয়েছে। সেই জন্য সবাইকে ধৈর্য্য ধারণ করতে হবে।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল ধরে এ দেশে বিভিন্ন ধর্ম, বর্ণ, শ্রেণি, পেশার মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি রেখে একসঙ্গে বসবাস করে আসছে। রথযাত্রা হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠান হলেও এ উপলক্ষে বিভিন্ন শ্রেণি-ধর্ম-বর্ণ-পেশা-ধনী-গরীব নির্বিশেষে অনেক দর্শনার্থী আসেন এবং অনুষ্ঠানে শরিক হন। এটি এ ভূখন্ডের মানুষের অসাম্প্রদায়িক মানসিকতা ও ঐতিহ্যের প্রতিফলন।’

    #jonosathi #verified #earnonline #freedom #ProUser #ভেরিফিকেশন #বাংলাদেশ#virel #love #romantic Jono Sathi #foryou #tranding
    দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। সাধারণ জনপনের সহযোগিতা পেলে এটিকে আরও সন্তোষজনক পর্যায়ে নিতে পারবও বলে আমি আশা করি।’ আজ শুক্রবার বিকেলে ঢাকার ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বীর ধর্মীয় উৎসব ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা ও মাসব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। দীর্ঘদিনের বৈষম্য আর অনিয়ম দূর করে দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করাই এ সরকারের মূল লক্ষ্য। তিনি বলেন, সংস্কারের মাধ্যমে সব অনিয়ম ও বৈষম্য দূর করতে হবে। সংস্কারের কাজ চলমান রয়েছে। সেই জন্য সবাইকে ধৈর্য্য ধারণ করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল ধরে এ দেশে বিভিন্ন ধর্ম, বর্ণ, শ্রেণি, পেশার মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি রেখে একসঙ্গে বসবাস করে আসছে। রথযাত্রা হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠান হলেও এ উপলক্ষে বিভিন্ন শ্রেণি-ধর্ম-বর্ণ-পেশা-ধনী-গরীব নির্বিশেষে অনেক দর্শনার্থী আসেন এবং অনুষ্ঠানে শরিক হন। এটি এ ভূখন্ডের মানুষের অসাম্প্রদায়িক মানসিকতা ও ঐতিহ্যের প্রতিফলন।’ #jonosathi #verified #earnonline #freedom #ProUser #ভেরিফিকেশন #বাংলাদেশ#virel #love #romantic [Jonosathi] #foryou #tranding
    JonoSathi React
    Love
    · ০ মন্তব্য ·০ শেয়ার ·৫০ দেখেছে ·০ রিভিউ
  • ডাক বিভাগ যেন সরঞ্জামের ‘ভাগাড়’

    ডাকব্যবস্থাকে আধুনিক ও গতিশীল করতে দেশের ১৪ জেলায় মেইল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার (এমপিসি) তৈরি করেছিল বিগত আওয়ামী লীগ সরকার। এতে প্রায় ৩৬৫ কোটি টাকা ব্যয় হলেও সেন্টারগুলো অনেকটা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। চালুর তিন বছরের মধ্যে সেন্টারগুলো শতকোটি টাকা ব্যয়ে কেনা সরঞ্জামের ‘ভাগাড়ে’ পরিণত হয়েছে।

    সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, উদ্যোগ নিয়েও সব সেবা চালু না করা এবং চাহিদা না বুঝে সরঞ্জাম কেনায় সরকারের টাকা গচ্চা যাচ্ছে। উদ্দেশ্য ছিল সরঞ্জাম কেনায় বাণিজ্য করা। তা দরকার কি না, তা যাচাই করা এবং ব্যবহার নিশ্চিত করার দিকে জোর ছিল না।

    ডাক অধিদপ্তর ২০১৮ সালের জুলাই থেকে ২০২২ সালের জুন পর্যন্ত মেয়াদে ৩৬৫ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে এমপিসি প্রকল্প বাস্তবায়ন করে। এতে অবকাঠামো নির্মাণে ব৵য় হয়েছে ২৭ কোটি ৫০ লাখ টাকা। ডাক বিভাগের তথ্য অনুযায়ী, এমপিসির জন্য ২৮৯ কোটি টাকার সরঞ্জাম কেনা হয়। রাজধানীর তেজগাঁও, গোপালগঞ্জ, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম, নোয়াখালী, রাজশাহী, পাবনা, রংপুর, বরিশাল, দিনাজপুর, হবিগঞ্জ, কুষ্টিয়া ও যশোরে এই সেন্টার তৈরি করা হয়।
    #virel #love #romantic Jono Sathi #foryou #tranding
    ডাক বিভাগ যেন সরঞ্জামের ‘ভাগাড়’ ডাকব্যবস্থাকে আধুনিক ও গতিশীল করতে দেশের ১৪ জেলায় মেইল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার (এমপিসি) তৈরি করেছিল বিগত আওয়ামী লীগ সরকার। এতে প্রায় ৩৬৫ কোটি টাকা ব্যয় হলেও সেন্টারগুলো অনেকটা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। চালুর তিন বছরের মধ্যে সেন্টারগুলো শতকোটি টাকা ব্যয়ে কেনা সরঞ্জামের ‘ভাগাড়ে’ পরিণত হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, উদ্যোগ নিয়েও সব সেবা চালু না করা এবং চাহিদা না বুঝে সরঞ্জাম কেনায় সরকারের টাকা গচ্চা যাচ্ছে। উদ্দেশ্য ছিল সরঞ্জাম কেনায় বাণিজ্য করা। তা দরকার কি না, তা যাচাই করা এবং ব্যবহার নিশ্চিত করার দিকে জোর ছিল না। ডাক অধিদপ্তর ২০১৮ সালের জুলাই থেকে ২০২২ সালের জুন পর্যন্ত মেয়াদে ৩৬৫ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে এমপিসি প্রকল্প বাস্তবায়ন করে। এতে অবকাঠামো নির্মাণে ব৵য় হয়েছে ২৭ কোটি ৫০ লাখ টাকা। ডাক বিভাগের তথ্য অনুযায়ী, এমপিসির জন্য ২৮৯ কোটি টাকার সরঞ্জাম কেনা হয়। রাজধানীর তেজগাঁও, গোপালগঞ্জ, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম, নোয়াখালী, রাজশাহী, পাবনা, রংপুর, বরিশাল, দিনাজপুর, হবিগঞ্জ, কুষ্টিয়া ও যশোরে এই সেন্টার তৈরি করা হয়। #virel #love #romantic [Jonosathi] #foryou #tranding
    Like
    JonoSathi React
    · ০ মন্তব্য ·০ শেয়ার ·৪ দেখেছে ·০ রিভিউ
  • যশোরের রাজারহাটে ঈদ-পরবর্তী প্রথম হাটে চামড়ার বেচাকেনা জমেনি

    #virel #love #romantic Jono Sathi #foryou
    যশোরের রাজারহাটে ঈদ-পরবর্তী প্রথম হাটে চামড়ার বেচাকেনা জমেনি #virel #love #romantic [Jonosathi] #foryou
    Like
    Love
    JonoSathi React
    · ০ মন্তব্য ·০ শেয়ার ·৬১ দেখেছে ·০ রিভিউ
More Results
Jono Sathi – Connecting Bangladesh https://jonosathi.com