Md Rasel Islam Rana - রাত ১০ টা থেকে ইউনূসের বাসভবনের সামনে অবস্থান...

Upgrade to Pro

রাত ১০ টা থেকে ইউনূসের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন হাসনাত আব্দুল্লাহ।

কোন যদি কিন্তু তবে ছাড়াই ফুল সাপোর্ট থাকলো।

ঢাকায় যারা যারা আছেন, চলে যান।

দেখেন আব্দুল হামিদকে আসিফ নজরুল যাইতে দিছে, বশির যাইতে দিসে নাকি জাহাঙ্গীর যাইতে দিছে, আমি জানি না।

জানতে চাইও না।

মাহফুজ আলমের কোন কথাই আর বিশ্বাস করি না। সে ট্রাইবুনাল ট্রাইবুনাল খেলতে চাইতেছে, খেলুক। এতোদিন তো ঐ করে আসছে।

এই স্টেটের হেড হিসেবে আওয়ামীলীগ নিষিদ্ধ না হওয়ার একমাত্র এবং প্রধান দায়ভার ডক্টর ইউনূসের।

সো, অমুক উপদেষ্টা, তমুক উপদেষ্টার কাছে না যাইয়া হাসনাত যে ইউনূসের বাসার সামনে বসে পড়ার সিদ্ধান্ত নিসে, এইটা বেস্ট সিদ্ধান্ত।

আইন উপদেষ্টা কী বলে, স্বরাষ্ট্র উপদেষ্টা কী বলে আমরা জানতে চাই না।

আমরা চাই, প্রধান উপদেষ্টা নিজের মুখে বলুক সে আওয়ামীলীগ নিষিদ্ধ করবে কি করবে কি না।

ইউনূস নিজে যদি রাজি থাকে নিষিদ্ধে, এরপর যেই যেই উপদেষ্টা রাজি হবে না, তারে তারে টাইনা নামানো হবে।

বাট ইউনূস নিজেই যদি আওয়ামীলীগ নিষিদ্ধ করতে না চায়, তাহলে ইউনূসকেও অবশ্যই দায়িত্ব থেকে যাইতে হবে।

এইটা ক্লিয়ার কথা। কোন ভংচং নাই।

হাসনাত আব্দুল্লাহ আবেগী মানুষ। সম্ভবত আজকের এই অবস্থান কর্মসূচিতে এনসিপি নিজেও সমর্থন দেবে না।

বাট সাধারণ মানুষ আজ রাত দশটায় হাসনাতের পাশে থাকবে বলেই আমার বিশ্বাস।

এক মহা ক্ষমতাধর মানুষের বিরুদ্ধে যাইয়া হাসনাত একাই ভালো আওয়ামীলীগের ফেরত আসা ঠেকাইয়া দিছিলেন।

আজ আবারও উনি আরেক মহা ক্ষমতাধর মানুষের বিরুদ্ধে একাই দাঁড়াইতে যাইতেছেন।

এই লড়াইয়ে আমরা যেন উনার পাশে থাকি।

মহান আল্লাহ তাআলা আমাদের সহায় হোন।
#Sadiqur Rahman Khan
রাত ১০ টা থেকে ইউনূসের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন হাসনাত আব্দুল্লাহ। কোন যদি কিন্তু তবে ছাড়াই ফুল সাপোর্ট থাকলো। ঢাকায় যারা যারা আছেন, চলে যান। দেখেন আব্দুল হামিদকে আসিফ নজরুল যাইতে দিছে, বশির যাইতে দিসে নাকি জাহাঙ্গীর যাইতে দিছে, আমি জানি না। জানতে চাইও না। মাহফুজ আলমের কোন কথাই আর বিশ্বাস করি না। সে ট্রাইবুনাল ট্রাইবুনাল খেলতে চাইতেছে, খেলুক। এতোদিন তো ঐ করে আসছে। এই স্টেটের হেড হিসেবে আওয়ামীলীগ নিষিদ্ধ না হওয়ার একমাত্র এবং প্রধান দায়ভার ডক্টর ইউনূসের। সো, অমুক উপদেষ্টা, তমুক উপদেষ্টার কাছে না যাইয়া হাসনাত যে ইউনূসের বাসার সামনে বসে পড়ার সিদ্ধান্ত নিসে, এইটা বেস্ট সিদ্ধান্ত। আইন উপদেষ্টা কী বলে, স্বরাষ্ট্র উপদেষ্টা কী বলে আমরা জানতে চাই না। আমরা চাই, প্রধান উপদেষ্টা নিজের মুখে বলুক সে আওয়ামীলীগ নিষিদ্ধ করবে কি করবে কি না। ইউনূস নিজে যদি রাজি থাকে নিষিদ্ধে, এরপর যেই যেই উপদেষ্টা রাজি হবে না, তারে তারে টাইনা নামানো হবে। বাট ইউনূস নিজেই যদি আওয়ামীলীগ নিষিদ্ধ করতে না চায়, তাহলে ইউনূসকেও অবশ্যই দায়িত্ব থেকে যাইতে হবে। এইটা ক্লিয়ার কথা। কোন ভংচং নাই। হাসনাত আব্দুল্লাহ আবেগী মানুষ। সম্ভবত আজকের এই অবস্থান কর্মসূচিতে এনসিপি নিজেও সমর্থন দেবে না। বাট সাধারণ মানুষ আজ রাত দশটায় হাসনাতের পাশে থাকবে বলেই আমার বিশ্বাস। এক মহা ক্ষমতাধর মানুষের বিরুদ্ধে যাইয়া হাসনাত একাই ভালো আওয়ামীলীগের ফেরত আসা ঠেকাইয়া দিছিলেন। আজ আবারও উনি আরেক মহা ক্ষমতাধর মানুষের বিরুদ্ধে একাই দাঁড়াইতে যাইতেছেন। এই লড়াইয়ে আমরা যেন উনার পাশে থাকি। মহান আল্লাহ তাআলা আমাদের সহায় হোন। #Sadiqur Rahman Khan
Love
Like
Haha
17
1 Comments ·279 Views ·0 Reviews