Md Rasel Islam Rana - মাহফুজ আজকেই লিখলো ক্রেডিটবাজি না করতে।...

Upgrade to Pro

Pro Text Slider
আপনি কি এড দেখতে দেখতে বিরক্ত?
এখনই জনসাথীর প্রো প্যাক কিনে ফেলুন!

মাহফুজ আজকেই লিখলো ক্রেডিটবাজি না করতে।

অথচ এনসিপি অলরেডি ক্রেডিটবাজি শুরু করে দিয়েছে। এইটা ভীষণ লজ্জাজনক।

জুলাই ততক্ষণই জিন্দা ছিলো, যতক্ষণ কেউ এর ক্রেডিট দাবি করে নাই।

ক্রেডিট দাবি করার সাথে সাথে জুলাই দুর্বল হয়ে গেছে।

আজ যদি এনসিপি ইউনূসের বাসভবনের সামনে প্রোগ্রাম দিতো, কজন যাইতো?

হাসনাত আব্দুল্লাহ দলের বাইরে গিয়েই আন্দোলনের ডাক দিয়েছিলেন। আমরা সেইটাকে সাপোর্ট দিয়েছি। সবাইকে বলেছি যাওয়ার জন্য।

আমরা কি তবে এনসিপির কর্মী সমর্থক?

না তো।

তাহলে ফেসবুকে এনসিপি কেন লিখতেছে যমুনার সামনে এনসিপির নেতাকর্মীদের অবস্থান?

অথচ এখানে ইনকিলাব মঞ্চ আছে, আপ বাংলাদেশ আছে, অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন আছে, জুলাই ঐক্যের সকল সংগঠন আছে।

এনসিপির এই ছোটলোকিটা আল্লাহর ওয়াস্তে বন্ধ করেন।

আজ সবাইকে এনসিপির নেতাকর্মী বলে মজা পাইতেছেন তো? কাল সকালে দেখবেন কেউ নাই। তখন?

আল্লাহর ওয়াস্তে এই আন্দোলনটাকে ব্যানার মুক্ত রাখেন। সবাইকে ধারণ করেন। জুলাই এর মতো। আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে পারা কোন ক্রেডিটের বিষয় না। বরং আওয়ামীলীগকে এতোদিনেও নিষিদ্ধ না করতে পারা আমাদের জন্য লজ্জার।

এবার যখন সুযোগ এসেছে, সেই লজ্জার দায়টা শোধ করেন।

আগামীকাল থেকে বরং স্কুলের পোলাপাইনকে ডাকেন, মা বাবাকে ডাকেন, PUSAB কে ডাকেন, ছাত্রদলকে ডাকেন, ছাত্রশিবিরকে ডাকেন।

৩২ নাম্বার ভাঙার দিন যেভাবে সবাই মিলে এক হয়েছিলাম, আওয়ামীলীগ নিষিদ্ধের প্রশ্নেও সেভাবেই সবাইকে আবার এক হতে হবে।

বহুদিন পর আবার জুলাইকে জিন্দা করার সুযোগ তৈরি হয়েছে।

ক্রেডিটবাজির নোংরামি করে যদি এই সুযোগ হারান, তাহলে জুলাই এর সবচে বড় গাদ্দার হবেন আপনারা, কথাটা মাথায় রাইখেন।
#Sadiqur Rahman Khan
মাহফুজ আজকেই লিখলো ক্রেডিটবাজি না করতে। অথচ এনসিপি অলরেডি ক্রেডিটবাজি শুরু করে দিয়েছে। এইটা ভীষণ লজ্জাজনক। জুলাই ততক্ষণই জিন্দা ছিলো, যতক্ষণ কেউ এর ক্রেডিট দাবি করে নাই। ক্রেডিট দাবি করার সাথে সাথে জুলাই দুর্বল হয়ে গেছে। আজ যদি এনসিপি ইউনূসের বাসভবনের সামনে প্রোগ্রাম দিতো, কজন যাইতো? হাসনাত আব্দুল্লাহ দলের বাইরে গিয়েই আন্দোলনের ডাক দিয়েছিলেন। আমরা সেইটাকে সাপোর্ট দিয়েছি। সবাইকে বলেছি যাওয়ার জন্য। আমরা কি তবে এনসিপির কর্মী সমর্থক? না তো। তাহলে ফেসবুকে এনসিপি কেন লিখতেছে যমুনার সামনে এনসিপির নেতাকর্মীদের অবস্থান? অথচ এখানে ইনকিলাব মঞ্চ আছে, আপ বাংলাদেশ আছে, অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন আছে, জুলাই ঐক্যের সকল সংগঠন আছে। এনসিপির এই ছোটলোকিটা আল্লাহর ওয়াস্তে বন্ধ করেন। আজ সবাইকে এনসিপির নেতাকর্মী বলে মজা পাইতেছেন তো? কাল সকালে দেখবেন কেউ নাই। তখন? আল্লাহর ওয়াস্তে এই আন্দোলনটাকে ব্যানার মুক্ত রাখেন। সবাইকে ধারণ করেন। জুলাই এর মতো। আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে পারা কোন ক্রেডিটের বিষয় না। বরং আওয়ামীলীগকে এতোদিনেও নিষিদ্ধ না করতে পারা আমাদের জন্য লজ্জার। এবার যখন সুযোগ এসেছে, সেই লজ্জার দায়টা শোধ করেন। আগামীকাল থেকে বরং স্কুলের পোলাপাইনকে ডাকেন, মা বাবাকে ডাকেন, PUSAB কে ডাকেন, ছাত্রদলকে ডাকেন, ছাত্রশিবিরকে ডাকেন। ৩২ নাম্বার ভাঙার দিন যেভাবে সবাই মিলে এক হয়েছিলাম, আওয়ামীলীগ নিষিদ্ধের প্রশ্নেও সেভাবেই সবাইকে আবার এক হতে হবে। বহুদিন পর আবার জুলাইকে জিন্দা করার সুযোগ তৈরি হয়েছে। ক্রেডিটবাজির নোংরামি করে যদি এই সুযোগ হারান, তাহলে জুলাই এর সবচে বড় গাদ্দার হবেন আপনারা, কথাটা মাথায় রাইখেন। #Sadiqur Rahman Khan
Love
Like
34
2 Comments ·471 Views ·0 Reviews