ভাগ্য ভালো, হাসিনা পতন আন্দোলনের নেতৃত্বটা বৈষম্য বিরোধীরা দিয়েছিলো।

তাই আমরা ব্লকেড, শাট ডাউন, রিমেম্বারিং আওয়ার হিরোজ, মার্চ টু ঢাকার মতো কর্মসূচি পেয়েছিলাম।

বিএনপি এই আন্দোলনের নেতৃত্ব দিলে কী হতো?

এসব না দিয়ে কর্মসূচী দিতো গণ হিসু কর্মসূচি।

নাহিদ ইসলামের জায়গায় থাকতো দুদু।

মার্চ ফর জাস্টিসের জায়গায় আসতো হিসু ফর জাস্টিস কর্মসূচি।

বলতো, যেখানেই বাঁধা, সেখানেই হিসু করবেন। প্রস্রাবের তোড়ে হাসিনা ভেসে যাবে।

ডায়াবেটিস ওয়ালা পেট মোটা নেতাদের ডিমান্ড যেতে বেড়ে।

তবে সবচে বেশি বিপদে পড়তো মেয়েরা।

বিপদে কি আমরাও কম পড়তাম?

স্লোগান কি হতো?

প্রস্রাবের বন্যায়, ভেসে যাবে অন্যায়।

এক, দুই, তিন, চার, সবাই মিলে হিসু ছাড়।

সারা পৃথিবী এখন বাংলাদেশের এই বিপ্লবকে বর্ষা বিপ্লব বলে জানে।

বিএনপির তথা শামসুজ্জাম দুদুর নেতৃত্বে এই বিপ্লব হলে বিপ্লব নাম হতো মূত্রবিপ্লব।

যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে।
#Sadiqur Rahman Khan
ভাগ্য ভালো, হাসিনা পতন আন্দোলনের নেতৃত্বটা বৈষম্য বিরোধীরা দিয়েছিলো। তাই আমরা ব্লকেড, শাট ডাউন, রিমেম্বারিং আওয়ার হিরোজ, মার্চ টু ঢাকার মতো কর্মসূচি পেয়েছিলাম। বিএনপি এই আন্দোলনের নেতৃত্ব দিলে কী হতো? এসব না দিয়ে কর্মসূচী দিতো গণ হিসু কর্মসূচি। নাহিদ ইসলামের জায়গায় থাকতো দুদু। মার্চ ফর জাস্টিসের জায়গায় আসতো হিসু ফর জাস্টিস কর্মসূচি। বলতো, যেখানেই বাঁধা, সেখানেই হিসু করবেন। প্রস্রাবের তোড়ে হাসিনা ভেসে যাবে। ডায়াবেটিস ওয়ালা পেট মোটা নেতাদের ডিমান্ড যেতে বেড়ে। তবে সবচে বেশি বিপদে পড়তো মেয়েরা। বিপদে কি আমরাও কম পড়তাম? স্লোগান কি হতো? প্রস্রাবের বন্যায়, ভেসে যাবে অন্যায়। এক, দুই, তিন, চার, সবাই মিলে হিসু ছাড়। সারা পৃথিবী এখন বাংলাদেশের এই বিপ্লবকে বর্ষা বিপ্লব বলে জানে। বিএনপির তথা শামসুজ্জাম দুদুর নেতৃত্বে এই বিপ্লব হলে বিপ্লব নাম হতো মূত্রবিপ্লব। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। #Sadiqur Rahman Khan
Love
Like
5
· 0 মন্তব্য ·0 শেয়ার ·0 রিভিউ
Jono Sathi – Connecting Bangladesh https://jonosathi.com