ইতিহাস একদিন সাক্ষী থাকবে!

যখন মুসলিম বিশ্বের অধিকাংশ শা'স'ক ইহু'দিদের ভয়ে মুখে কুলুপ এঁটে চুপ করে আছেন, তখন একজন ৮৬ বছর বয়সী আল্লাহভীরু নেতা—আয়াতুল্লাহ আল খামেনি—সত্যের ময়দানে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছেন, ভয়হীনভাবে মুসলিম উম্মাহর সম্মান রক্ষার জন্য সংগ্রাম করে যাচ্ছেন।

🔥 তিনি জানেন—

> "যারা আল্লাহর ওপর ভরসা রাখে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট।"
(সূরা আত-তালাক: ৩)

এই সংগ্রাম শুধু একটি জাতির নয়, এটি হক ও বাতিলের মাঝে এক চিরন্তন লড়াই। আর এই লড়াইয়ের ময়দানে আমরা সেই বিজয় প্রত্যাশা করি, যেমনটি আল্লাহ তায়ালা তাফসিরে শিরীন এর ভাষায় বলেছেন:

> "আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন, তাহলে তোমাদের কেউ পরাজিত করতে পারবে না।"
(সূরা আলে ইমরান: ১৬০)

🌙 হে আল্লাহ!
তুমি আয়াতুল্লাহ আল খামেনিকে হেফাজত করো,
তাকে শত্রুর মোকাবিলায় বিজয় দান করো,
তাকে ইসলামের পতাকা উঁচু করে রাখার শক্তি দান করো।
আমরা যেন তার সাহস থেকে শিক্ষা নিতে পারি।
আমিন🤲, ইয়়া রাব্বাল আলামিন🤲

✊ একদিন এই ভূমি থেকে জুলুম ও জালেম নিঃশেষ হবে, ইনশাআল্লাহ।
#আয়াতুল্লাহ_খামেনি #সত্যের_পক্ষের_যোদ্ধা #ফিলিস্তিন #জয়_হবে_ইনশাআল্লাহ
#muslim #islam
@highlight
ইতিহাস একদিন সাক্ষী থাকবে! যখন মুসলিম বিশ্বের অধিকাংশ শা'স'ক ইহু'দিদের ভয়ে মুখে কুলুপ এঁটে চুপ করে আছেন, তখন একজন ৮৬ বছর বয়সী আল্লাহভীরু নেতা—আয়াতুল্লাহ আল খামেনি—সত্যের ময়দানে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছেন, ভয়হীনভাবে মুসলিম উম্মাহর সম্মান রক্ষার জন্য সংগ্রাম করে যাচ্ছেন। 🔥 তিনি জানেন— > "যারা আল্লাহর ওপর ভরসা রাখে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট।" (সূরা আত-তালাক: ৩) এই সংগ্রাম শুধু একটি জাতির নয়, এটি হক ও বাতিলের মাঝে এক চিরন্তন লড়াই। আর এই লড়াইয়ের ময়দানে আমরা সেই বিজয় প্রত্যাশা করি, যেমনটি আল্লাহ তায়ালা তাফসিরে শিরীন এর ভাষায় বলেছেন: > "আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন, তাহলে তোমাদের কেউ পরাজিত করতে পারবে না।" (সূরা আলে ইমরান: ১৬০) 🌙 হে আল্লাহ! তুমি আয়াতুল্লাহ আল খামেনিকে হেফাজত করো, তাকে শত্রুর মোকাবিলায় বিজয় দান করো, তাকে ইসলামের পতাকা উঁচু করে রাখার শক্তি দান করো। আমরা যেন তার সাহস থেকে শিক্ষা নিতে পারি। আমিন🤲, ইয়়া রাব্বাল আলামিন🤲 ✊ একদিন এই ভূমি থেকে জুলুম ও জালেম নিঃশেষ হবে, ইনশাআল্লাহ। #আয়াতুল্লাহ_খামেনি #সত্যের_পক্ষের_যোদ্ধা #ফিলিস্তিন #জয়_হবে_ইনশাআল্লাহ #muslim #islam @highlight
Love
2
· 0 Comments ·0 Shares ·63 Views ·0 Reviews
Jono Sathi – Connecting Bangladesh https://jonosathi.com