রাজধানীতে ট্রাকচাপায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের


রাজধানীর উত্তরার আজমপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

শনিবার (২৮ জুন) দিবাগত রাত ৩টার দিকে আজমপুর মোড়ে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফাহিম উদ্দিন বিন আহমেদ (২২) খালাতো ভাই খাজা নাইমুল হক (৩২) ও তাদের মামা জাবেদ আলম (৬১)।

নিহত নাঈমুলের মামাতো ভাই মো শাকিল জানান, নাঈমুল পুরান ঢাকার যাত্রাবাড়ী এলাকায় থাকতো। নাঈমুলের খালাতো ভাই ফাহিম ও মামা জাবেদ খিলক্ষেত এলাকায় থাকতো। ফাহিম একটি কলেজে পড়াশুনা করতো। ফাহিমের আরেক মামা কুয়েতমৈত্রী হাসপাতালে মারা যায়। সেখানেই আসছিল তারা। রাতে আজমপুর এলাকায় রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল। এসময় একটি ট্রাক তাদের উপর উঠিয়ে দেয়।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দিবাগত রাত ৩টার দিকে আজমপুর মোড়ে সড়কে দাঁড়িয়ে ছিল তারা। এসময় একটি ট্রাক তাদের উপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যায়। অপর একজনকে হাসপাতালে নেয়ার পর মারা যায়।

ওসি আরও জানান, নিহতরা তিনজন আত্মীয়। ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

#jonosathi #verified #earnonline #freedom #ProUser #ভেরিফিকেশন #বাংলাদেশ#virel #love #romantic Jono Sathi #foryou #tranding
রাজধানীতে ট্রাকচাপায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের রাজধানীর উত্তরার আজমপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) দিবাগত রাত ৩টার দিকে আজমপুর মোড়ে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফাহিম উদ্দিন বিন আহমেদ (২২) খালাতো ভাই খাজা নাইমুল হক (৩২) ও তাদের মামা জাবেদ আলম (৬১)। নিহত নাঈমুলের মামাতো ভাই মো শাকিল জানান, নাঈমুল পুরান ঢাকার যাত্রাবাড়ী এলাকায় থাকতো। নাঈমুলের খালাতো ভাই ফাহিম ও মামা জাবেদ খিলক্ষেত এলাকায় থাকতো। ফাহিম একটি কলেজে পড়াশুনা করতো। ফাহিমের আরেক মামা কুয়েতমৈত্রী হাসপাতালে মারা যায়। সেখানেই আসছিল তারা। রাতে আজমপুর এলাকায় রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল। এসময় একটি ট্রাক তাদের উপর উঠিয়ে দেয়। উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দিবাগত রাত ৩টার দিকে আজমপুর মোড়ে সড়কে দাঁড়িয়ে ছিল তারা। এসময় একটি ট্রাক তাদের উপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যায়। অপর একজনকে হাসপাতালে নেয়ার পর মারা যায়। ওসি আরও জানান, নিহতরা তিনজন আত্মীয়। ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। #jonosathi #verified #earnonline #freedom #ProUser #ভেরিফিকেশন #বাংলাদেশ#virel #love #romantic [Jonosathi] #foryou #tranding
JonoSathi React
Like
3
· 0 মন্তব্য ·1 শেয়ার ·14 দেখেছে ·0 রিভিউ
Jono Sathi – Connecting Bangladesh https://jonosathi.com