• বিশ্বের প্রাচীন কোন ১০ স্থান আজও মানুষকে বিস্মিত করে

    বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা ঐতিহ্যবাহী কিছু অসাধারণ স্থান, যা আজও মানুষকে বিস্মিত করে। ইতিহাস আর প্রাচীন সভ্যতার নিদর্শন ওই সব স্থাপনার কোনো কোনোটির স্থাপত্যশৈলী আর নির্মাণ প্রক্রিয়া এখনো রহস্যের আড়ালে রয়ে গেছে। এসব স্থানে ভ্রমণ শুধু মনের পিপাসাই মেটায় না, বরং এ যেন বহু বছর আগের সময়কে ছুঁয়ে দেখার অভিজ্ঞতা। এগুলো একদিকে ইতিহাসপ্রেমীদের কাছে আকর্ষণীয়, অন্যদিকে ভ্রমণপিপাসুদের জন্য স্বপ্নপূরণের ঠিকানা। ইউনেসকো–ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ, এমন কয়েকটি স্থানে ঘুরে আসতে পারেন আপনিও।

    #jonosathi #verified #earnonline #freedom #ProUser #ভেরিফিকেশন #বাংলাদেশ#virel #love #romantic Jono Sathi #foryou #tranding
    বিশ্বের প্রাচীন কোন ১০ স্থান আজও মানুষকে বিস্মিত করে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা ঐতিহ্যবাহী কিছু অসাধারণ স্থান, যা আজও মানুষকে বিস্মিত করে। ইতিহাস আর প্রাচীন সভ্যতার নিদর্শন ওই সব স্থাপনার কোনো কোনোটির স্থাপত্যশৈলী আর নির্মাণ প্রক্রিয়া এখনো রহস্যের আড়ালে রয়ে গেছে। এসব স্থানে ভ্রমণ শুধু মনের পিপাসাই মেটায় না, বরং এ যেন বহু বছর আগের সময়কে ছুঁয়ে দেখার অভিজ্ঞতা। এগুলো একদিকে ইতিহাসপ্রেমীদের কাছে আকর্ষণীয়, অন্যদিকে ভ্রমণপিপাসুদের জন্য স্বপ্নপূরণের ঠিকানা। ইউনেসকো–ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ, এমন কয়েকটি স্থানে ঘুরে আসতে পারেন আপনিও। #jonosathi #verified #earnonline #freedom #ProUser #ভেরিফিকেশন #বাংলাদেশ#virel #love #romantic [Jonosathi] #foryou #tranding
    JonoSathi React
    2
    · 0 মন্তব্য ·0 শেয়ার ·23 দেখেছে ·0 রিভিউ
  • দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা


    অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। সাধারণ জনপনের সহযোগিতা পেলে এটিকে আরও সন্তোষজনক পর্যায়ে নিতে পারবও বলে আমি আশা করি।’

    আজ শুক্রবার বিকেলে ঢাকার ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বীর ধর্মীয় উৎসব ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা ও মাসব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। দীর্ঘদিনের বৈষম্য আর অনিয়ম দূর করে দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করাই এ সরকারের মূল লক্ষ্য।

    তিনি বলেন, সংস্কারের মাধ্যমে সব অনিয়ম ও বৈষম্য দূর করতে হবে। সংস্কারের কাজ চলমান রয়েছে। সেই জন্য সবাইকে ধৈর্য্য ধারণ করতে হবে।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল ধরে এ দেশে বিভিন্ন ধর্ম, বর্ণ, শ্রেণি, পেশার মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি রেখে একসঙ্গে বসবাস করে আসছে। রথযাত্রা হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠান হলেও এ উপলক্ষে বিভিন্ন শ্রেণি-ধর্ম-বর্ণ-পেশা-ধনী-গরীব নির্বিশেষে অনেক দর্শনার্থী আসেন এবং অনুষ্ঠানে শরিক হন। এটি এ ভূখন্ডের মানুষের অসাম্প্রদায়িক মানসিকতা ও ঐতিহ্যের প্রতিফলন।’

    #jonosathi #verified #earnonline #freedom #ProUser #ভেরিফিকেশন #বাংলাদেশ#virel #love #romantic Jono Sathi #foryou #tranding
    দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। সাধারণ জনপনের সহযোগিতা পেলে এটিকে আরও সন্তোষজনক পর্যায়ে নিতে পারবও বলে আমি আশা করি।’ আজ শুক্রবার বিকেলে ঢাকার ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বীর ধর্মীয় উৎসব ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা ও মাসব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। দীর্ঘদিনের বৈষম্য আর অনিয়ম দূর করে দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করাই এ সরকারের মূল লক্ষ্য। তিনি বলেন, সংস্কারের মাধ্যমে সব অনিয়ম ও বৈষম্য দূর করতে হবে। সংস্কারের কাজ চলমান রয়েছে। সেই জন্য সবাইকে ধৈর্য্য ধারণ করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল ধরে এ দেশে বিভিন্ন ধর্ম, বর্ণ, শ্রেণি, পেশার মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি রেখে একসঙ্গে বসবাস করে আসছে। রথযাত্রা হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠান হলেও এ উপলক্ষে বিভিন্ন শ্রেণি-ধর্ম-বর্ণ-পেশা-ধনী-গরীব নির্বিশেষে অনেক দর্শনার্থী আসেন এবং অনুষ্ঠানে শরিক হন। এটি এ ভূখন্ডের মানুষের অসাম্প্রদায়িক মানসিকতা ও ঐতিহ্যের প্রতিফলন।’ #jonosathi #verified #earnonline #freedom #ProUser #ভেরিফিকেশন #বাংলাদেশ#virel #love #romantic [Jonosathi] #foryou #tranding
    JonoSathi React
    Love
    5
    · 0 মন্তব্য ·0 শেয়ার ·40 দেখেছে ·0 রিভিউ
  • ৮৬ বছর ধরে যে বেকারিটি ঢাকাবাসীর কাছে প্রিয়

    পুরান ঢাকায় সরু গলি ধরে হাঁটতে হাঁটতে বেশ তৃষ্ণা পেল। জনসন রোডের এক দোকানে লেবু–পানিতে গলা ভেজানোর সময় চোখে পড়ল ছোট্ট দোকানটি। দেখে মনে হবে সাধারণ কোনো খাবারের দোকান, তবে মানুষের অহরহ আনাগোনা বেশ নজর কাড়ে। দোকানটির নাম ‘ইউসুফ কনফেকশনারী’ হলেও ‘ইউসুফ বেকারি’ নামেই বেশি পরিচিত। পুরান ঢাকার জনসন রোডের এই ইউসুফ বেকারির নাম বহুবার শুনলেও ঢুঁ মারার সুযোগ হয়নি। তাই যখন চোখের সমানে ঐতিহ্যের সঙ্গে উদরপূর্তির এমন দারুণ মানিকজোড় পেয়ে গেলাম, তখন ভেতরে পা না রাখলে কী হয়!

    #virel #love #romantic Jono Sathi #foryou #tranding
    ৮৬ বছর ধরে যে বেকারিটি ঢাকাবাসীর কাছে প্রিয় পুরান ঢাকায় সরু গলি ধরে হাঁটতে হাঁটতে বেশ তৃষ্ণা পেল। জনসন রোডের এক দোকানে লেবু–পানিতে গলা ভেজানোর সময় চোখে পড়ল ছোট্ট দোকানটি। দেখে মনে হবে সাধারণ কোনো খাবারের দোকান, তবে মানুষের অহরহ আনাগোনা বেশ নজর কাড়ে। দোকানটির নাম ‘ইউসুফ কনফেকশনারী’ হলেও ‘ইউসুফ বেকারি’ নামেই বেশি পরিচিত। পুরান ঢাকার জনসন রোডের এই ইউসুফ বেকারির নাম বহুবার শুনলেও ঢুঁ মারার সুযোগ হয়নি। তাই যখন চোখের সমানে ঐতিহ্যের সঙ্গে উদরপূর্তির এমন দারুণ মানিকজোড় পেয়ে গেলাম, তখন ভেতরে পা না রাখলে কী হয়! #virel #love #romantic [Jonosathi] #foryou #tranding
    JonoSathi React
    3
    · 0 মন্তব্য ·0 শেয়ার ·15 দেখেছে ·0 রিভিউ
  • চীনের দাবি অনুযায়ী, তাদের নতুন হাইপারসনিক অস্ত্রটি ঘণ্টায় প্রায় ১৫,০০০ মাইল গতিতে ছুটে যেতে সক্ষম, যা শব্দের গতির প্রায় ২০ গুণ (Mach 20)। এই অসাধারণ গতি এটিকে বিশ্বের যেকোনো প্রান্তে মাত্র ৩০ মিনিটের মধ্যে আঘাত হানার ক্ষমতা প্রদান করে। এটি একটি হাইপারসনিক গ্লাইড ভেহিকল (Hypersonic Glide Vehicle), যার নকশা অত্যন্ত উন্নত এবং এ্যারোডাইনামিক। এটি ঐতিহ্যবাহী ব্যালিস্টিক মিসাইলের মতো নির্ধারিত পথে না গিয়ে মাঝপথে গতিপথ পরিবর্তন করতে পারে, ফলে এটি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করে।

    অস্ত্রটিতে ব্যবহৃত হয়েছে উচ্চ তাপ প্রতিরোধী ম্যাটেরিয়াল ও হিট শিল্ড, যা বায়ুমণ্ডলে প্রবল ঘর্ষণেও এটিকে স্থিতিশীল রাখে। এটি সাব-অরবিটাল কক্ষপথে অল্প সময়ের জন্য যেতে পারে, যা শনাক্তকরণে আরও জটিলতা সৃষ্টি করে। অস্ত্রটি পারমাণবিক এবং প্রচলিত উভয় ধরনের ওয়ারহেড বহন করতে পারে, ফলে এটি কৌশলগত দিক থেকে অত্যন্ত বিপজ্জনক।

    এই প্রযুক্তির মূল উদ্দেশ্য হলো শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আকস্মিক এবং ধ্বংসাত্মক হামলা চালানো। এত দ্রুত আঘাত হানার কারণে প্রতিপক্ষের পাল্টা প্রতিক্রিয়ার সময় খুবই সীমিত থাকে। চীন এই অস্ত্রের উন্নয়নের মাধ্যমে তাদের সামরিক সক্ষমতা ও কৌশলগত প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। এটি আন্তর্জাতিক নিরাপত্তা ও অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলোর ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বিশ্বের অন্যান্য শক্তিশালী রাষ্ট্র ইতোমধ্যে এই ধরনের অস্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং পাল্টা প্রতিরক্ষা ব্যবস্থার দিকে ঝুঁকছে। এই হাইপারসনিক অস্ত্র ভবিষ্যতের যুদ্ধের ধরণকে আমূল পরিবর্তন করতে পারে।

    #scirovers #science #facts
    চীনের দাবি অনুযায়ী, তাদের নতুন হাইপারসনিক অস্ত্রটি ঘণ্টায় প্রায় ১৫,০০০ মাইল গতিতে ছুটে যেতে সক্ষম, যা শব্দের গতির প্রায় ২০ গুণ (Mach 20)। এই অসাধারণ গতি এটিকে বিশ্বের যেকোনো প্রান্তে মাত্র ৩০ মিনিটের মধ্যে আঘাত হানার ক্ষমতা প্রদান করে। এটি একটি হাইপারসনিক গ্লাইড ভেহিকল (Hypersonic Glide Vehicle), যার নকশা অত্যন্ত উন্নত এবং এ্যারোডাইনামিক। এটি ঐতিহ্যবাহী ব্যালিস্টিক মিসাইলের মতো নির্ধারিত পথে না গিয়ে মাঝপথে গতিপথ পরিবর্তন করতে পারে, ফলে এটি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করে। অস্ত্রটিতে ব্যবহৃত হয়েছে উচ্চ তাপ প্রতিরোধী ম্যাটেরিয়াল ও হিট শিল্ড, যা বায়ুমণ্ডলে প্রবল ঘর্ষণেও এটিকে স্থিতিশীল রাখে। এটি সাব-অরবিটাল কক্ষপথে অল্প সময়ের জন্য যেতে পারে, যা শনাক্তকরণে আরও জটিলতা সৃষ্টি করে। অস্ত্রটি পারমাণবিক এবং প্রচলিত উভয় ধরনের ওয়ারহেড বহন করতে পারে, ফলে এটি কৌশলগত দিক থেকে অত্যন্ত বিপজ্জনক। এই প্রযুক্তির মূল উদ্দেশ্য হলো শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আকস্মিক এবং ধ্বংসাত্মক হামলা চালানো। এত দ্রুত আঘাত হানার কারণে প্রতিপক্ষের পাল্টা প্রতিক্রিয়ার সময় খুবই সীমিত থাকে। চীন এই অস্ত্রের উন্নয়নের মাধ্যমে তাদের সামরিক সক্ষমতা ও কৌশলগত প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। এটি আন্তর্জাতিক নিরাপত্তা ও অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলোর ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বিশ্বের অন্যান্য শক্তিশালী রাষ্ট্র ইতোমধ্যে এই ধরনের অস্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং পাল্টা প্রতিরক্ষা ব্যবস্থার দিকে ঝুঁকছে। এই হাইপারসনিক অস্ত্র ভবিষ্যতের যুদ্ধের ধরণকে আমূল পরিবর্তন করতে পারে। #scirovers #science #facts
    Like
    Love
    6
    · 0 মন্তব্য ·0 শেয়ার ·603 দেখেছে ·0 রিভিউ
Jono Sathi – Connecting Bangladesh https://jonosathi.com