Upgrade to Pro

  • যুক্তরাষ্ট্রে যে সংঘাত থেকে শুরু হয় স্বাধীনতা সংগ্রাম

    ১৭৭৫ সালের দিকে আটলান্টিক উপকূলে উত্তর আমেরিকায় উপনিবেশগুলোয় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রবল ক্ষোভ জন্ম নিতে শুরু করে। কর আরোপে অনিয়ম, ব্রিটিশ সরকারে উপনিবেশগুলো থেকে কোনো প্রতিনিধি না থাকা, ব্রিটিশ সেনাদের দমনমূলক উপস্থিতি—সব মিলিয়ে উত্তেজনা চরমে ওঠে।

    #jonosathi #verified #earnonline #freedom #ProUser #ভেরিফিকেশন #বাংলাদেশ#virel #love #romantic Jono Sathi #foryou #tranding
    যুক্তরাষ্ট্রে যে সংঘাত থেকে শুরু হয় স্বাধীনতা সংগ্রাম ১৭৭৫ সালের দিকে আটলান্টিক উপকূলে উত্তর আমেরিকায় উপনিবেশগুলোয় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রবল ক্ষোভ জন্ম নিতে শুরু করে। কর আরোপে অনিয়ম, ব্রিটিশ সরকারে উপনিবেশগুলো থেকে কোনো প্রতিনিধি না থাকা, ব্রিটিশ সেনাদের দমনমূলক উপস্থিতি—সব মিলিয়ে উত্তেজনা চরমে ওঠে। #jonosathi #verified #earnonline #freedom #ProUser #ভেরিফিকেশন #বাংলাদেশ#virel #love #romantic [Jonosathi] #foryou #tranding
    MEDIA.PROTHOMALO.COM
    Like
    Love
    JonoSathi React
    Wow
    5
    1 Comments ·163 Views ·0 Reviews
  • আবু সাঈদের শাহাদাতবার্ষিকীতেই জুলাই সনদে স্বাক্ষরের আশা ছিল : আলী রীয়াজ


    জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, আমরা আশা করেছিলাম আবু সাঈদের শাহাদাতবার্ষিকীতেই সবাই মিলে সনদে স্বাক্ষর করতে পারবো। সেটা কতটা সম্ভব হবে তা আপনাদের ওপর নির্ভর করে। আমরা খানিকটা শঙ্কিত, সে জায়গায় যাবো না। তবে এটা বলতে পারি জুলাই মাসের মধ্যে এই প্রক্রিয়া একটা পরিণতির দিকে যেতে হবে।

    আজ রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের সপ্তম দিনের বৈঠকে তিনি আরও বলেন, আর এক দিন পর জুলাই মাস। কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আমরা আন্তরিক থাকতে চাই। জুলাই মাসের মধ্যেই যেন আমরা একটি জাতীয় সনদে উপনীত হতে পারি।

    তিনি আরও বলেন, গত সাতদিন ধরে আমরা আলোচনা করেছি। বিভিন্ন বিষয়ে অগ্রগতি হলেও সত্যি কথা হচ্ছে, আশাব্যঞ্জক অগ্রগতির ক্ষেত্রে আমরা খানিকটা পিছিয়ে আছি।

    আলী রীয়াজ বলেন, এই অগ্রগতির জায়গাটা অর্জন করা দরকার এই কারণে, আমরা কেউই চাই না আগের জায়গাটায় ফিরে যেতে। এটা আগামীকাল, আগামী দিনের বিষয় না। এটা দীর্ঘদিনের বিষয়।

    তিনি বলেন, আমাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হবো। যে ব্যবস্থা ফ্যাসিবাদী শাসনকে তৈরি করেছে, তার কাঠামোগত পরিবর্তনগুলো আমাদের করতে হবে। এই সংকল্প থেকে সব কিছু পাশে রেখে আমরা সমবেত হয়েছিলাম। আপনাদের কর্মীরা প্রাণ দিয়েছেন, নিপীড়ন সহ্য করেছেন। সেই রক্তের ওপর পা রেখে আমরা এখানে এসেছি।

    আলী রীয়াজ বলেন, কমিশন আপনাদের প্রতিপক্ষ না। কমিশন আপনাদেরই অংশ, আমরা একটা দায়িত্ব পালন করছি মাত্র। আপনাদের অবস্থানের কারণে কমিশনের নমনীয়তা প্রকাশিত হয়েছে। তার অন্যতম কারণ হচ্ছে এই, আপনারাই জনগণের প্রতিনিধিত্ব করেন। আপনাদের মধ্য দিয়েই এক সময় দেশ শাসিত হবে।

    #jonosathi #verified #earnonline #freedom #ProUser #ভেরিফিকেশন #বাংলাদেশ#virel #love #romantic Jono Sathi #foryou #tranding
    আবু সাঈদের শাহাদাতবার্ষিকীতেই জুলাই সনদে স্বাক্ষরের আশা ছিল : আলী রীয়াজ জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, আমরা আশা করেছিলাম আবু সাঈদের শাহাদাতবার্ষিকীতেই সবাই মিলে সনদে স্বাক্ষর করতে পারবো। সেটা কতটা সম্ভব হবে তা আপনাদের ওপর নির্ভর করে। আমরা খানিকটা শঙ্কিত, সে জায়গায় যাবো না। তবে এটা বলতে পারি জুলাই মাসের মধ্যে এই প্রক্রিয়া একটা পরিণতির দিকে যেতে হবে। আজ রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের সপ্তম দিনের বৈঠকে তিনি আরও বলেন, আর এক দিন পর জুলাই মাস। কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আমরা আন্তরিক থাকতে চাই। জুলাই মাসের মধ্যেই যেন আমরা একটি জাতীয় সনদে উপনীত হতে পারি। তিনি আরও বলেন, গত সাতদিন ধরে আমরা আলোচনা করেছি। বিভিন্ন বিষয়ে অগ্রগতি হলেও সত্যি কথা হচ্ছে, আশাব্যঞ্জক অগ্রগতির ক্ষেত্রে আমরা খানিকটা পিছিয়ে আছি। আলী রীয়াজ বলেন, এই অগ্রগতির জায়গাটা অর্জন করা দরকার এই কারণে, আমরা কেউই চাই না আগের জায়গাটায় ফিরে যেতে। এটা আগামীকাল, আগামী দিনের বিষয় না। এটা দীর্ঘদিনের বিষয়। তিনি বলেন, আমাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হবো। যে ব্যবস্থা ফ্যাসিবাদী শাসনকে তৈরি করেছে, তার কাঠামোগত পরিবর্তনগুলো আমাদের করতে হবে। এই সংকল্প থেকে সব কিছু পাশে রেখে আমরা সমবেত হয়েছিলাম। আপনাদের কর্মীরা প্রাণ দিয়েছেন, নিপীড়ন সহ্য করেছেন। সেই রক্তের ওপর পা রেখে আমরা এখানে এসেছি। আলী রীয়াজ বলেন, কমিশন আপনাদের প্রতিপক্ষ না। কমিশন আপনাদেরই অংশ, আমরা একটা দায়িত্ব পালন করছি মাত্র। আপনাদের অবস্থানের কারণে কমিশনের নমনীয়তা প্রকাশিত হয়েছে। তার অন্যতম কারণ হচ্ছে এই, আপনারাই জনগণের প্রতিনিধিত্ব করেন। আপনাদের মধ্য দিয়েই এক সময় দেশ শাসিত হবে। #jonosathi #verified #earnonline #freedom #ProUser #ভেরিফিকেশন #বাংলাদেশ#virel #love #romantic [Jonosathi] #foryou #tranding
    CDN.BD-PRATIDIN.COM
    JonoSathi React
    Like
    3
    ·7 Views ·0 Reviews
  • পদ্মজা উপন্যাসে মিশে আছে ভিন্ন মানুষগুলোর ভিন্ন ভিন্ন আক্ষেপের দীর্ঘশ্বাস
    #jonosathi #foryou
    পদ্মজা উপন্যাসে মিশে আছে ভিন্ন মানুষগুলোর ভিন্ন ভিন্ন আক্ষেপের দীর্ঘশ্বাস #jonosathi #foryou
    JonoSathi React
    4
    ·4 Views ·0 Reviews
  • সরকারি চাকরিজীবীরা পেলেন ‘বিশেষ সুবিধা’, অন্যরা পেলেন কী

    গতবারের তুলনায় এবার পবিত্র ঈদুল আজহায় ১৩ লাখ পশু কম কোরবানি হয়েছে। সব মিলিয়ে এবার ৩৩ লাখ ১০ হাজারের বেশি কোরবানির পশু অবিক্রীত রয়েছে।

    এই চিত্র নিশ্চিতভাবেই আমাদের বর্তমান অর্থনৈতিক বাস্তবতার প্রতিফলন। এবার এত পশু কেন অবিক্রীত থেকে গেল, তার ব্যাখ্যা হিসেবে কাউকে কাউকে বলতে শুনছি, ৫ আগস্টে রাজনৈতিক পালাবদলের কারণে আওয়ামী লীগের চিহ্নিত অনেকেই কোরবানি দেননি। কিন্তু এটাও বাস্তবতা যে গত ১০ মাসে আওয়ামী লীগের দখলে থাকা হাটবাজার, সেতু থেকে শুরু করে জলমহাল, বালুমহাল, টেন্ডারবাজি, ফুটপাত—সবকিছুর দখল চলে গেছে বিএনপির নেতা–কর্মীদের কাছে। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন দল এনসিপির নেতা–কর্মীসহ গণ অধিকার পরিষদের অনেক নেতা–কর্মীর বিরুদ্ধেও দুর্নীতি-কেলেঙ্কারি এবং সরকারি কাজে ভাগ–বাঁটোয়ারা, তদবির বাণিজ্যের অভিযোগ উঠেছে। জামায়াতে ইসলামীসহ কয়েকটি ধর্মভিত্তিক দলের অর্থনৈতিক ভিত্তি আগে থেকেই শক্তিশালী। গত ১০ মাসে তাদের কর্মকাণ্ড নির্বিঘ্নেই পরিচালিত হয়েছে। ফলে রাজনীতিকে আশ্রয় করে নতুন অর্থনৈতিক শ্রেণি দৃশ্যমানভাবেই উপস্থিত। এরপরও কেন এ বছর এত পশু অবিক্রীত থাকল?

    এ প্রশ্নের উত্তরের জন্য আমাদের অর্থনীতির দিকে ফিরে তাকাতে হবে। শেখ হাসিনা যে ক্রোনি ক্যাপিটালিজম প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলাতন্ত্র, আইনশৃঙ্খলা ও নিরাপত্তার সঙ্গে যুক্ত একটি কুলীন গোষ্ঠীই সবকিছুর নিয়ন্ত্রক হয়ে উঠেছিল। নাগরিকেরা সেখানে ছিলেন নিছক কর-ভ্যাট-রাজস্বের জোগানদার। ফলে একদিকে ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীর হাতে সম্পদের বড় অংশটা পুঞ্জিভূত হয়েছে আর অন্যদিকে পাল্লা দিয়ে মানুষের দারিদ্র্য বেড়েছে।

    চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার স্বৈরশাসনের পতন নিঃসন্দেহে অনন্য এক অর্জন। সব শ্রেণি–পেশার মানুষ পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে নেমে এসেছিলেন রাস্তায়। কিন্তু অভ্যুত্থান বিশাল জনপ্রত্যাশা তৈরি করেছিল তার একটা বড় জায়গা ছিল, সাধারণ মানুষ ভেবেছিলেন যে তাঁদের ঘাড়ের ওপর সিন্দাবাদের ভূতের মতো চেপে বসা ক্রোনিতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা ও আমলাতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন আসবে। সরকারি সেবা তাঁরা বিনা ঘুষে, বিনা হয়রানিতে পাবেন। পদে পদে চাঁদা দিয়ে, নেতা, পাতিনেতা বা উপনেতাদের খাজনা দিয়ে তাঁদের টিকে থাকার লাইসেন্স কিনতে হবে না।

    অন্তর্বর্তী সরকারের বয়স ১০ মাস পেরিয়েছে। সরকারপ্রধানের কাছ থেকে নির্বাচনের যে সম্ভাব্য সময়সীমা জানা গেছে, তাতে সরকারের কার্যকাল অর্ধেকটা পেরিয়েছে। কিন্তু এ সময়টাতে বন্দোবস্ত, অন্তর্ভুক্তিমূলকতা, বহুত্ববাদ বা সংস্কারের মতো কঠিন শব্দগুলো শোনা গেলেও যেসব পরিবর্তন হলে নাগরিকেরা রাষ্ট্রের কাছে সরাসরি ভোগান্তি, হয়রানি, ঘুষ ছাড়া সেবা পেতে পারেন, সেই উদ্যোগগুলো মোটেই দৃশ্যমান নেই।

    #virel #love #romantic Jono Sathi #foryou #tranding
    সরকারি চাকরিজীবীরা পেলেন ‘বিশেষ সুবিধা’, অন্যরা পেলেন কী গতবারের তুলনায় এবার পবিত্র ঈদুল আজহায় ১৩ লাখ পশু কম কোরবানি হয়েছে। সব মিলিয়ে এবার ৩৩ লাখ ১০ হাজারের বেশি কোরবানির পশু অবিক্রীত রয়েছে। এই চিত্র নিশ্চিতভাবেই আমাদের বর্তমান অর্থনৈতিক বাস্তবতার প্রতিফলন। এবার এত পশু কেন অবিক্রীত থেকে গেল, তার ব্যাখ্যা হিসেবে কাউকে কাউকে বলতে শুনছি, ৫ আগস্টে রাজনৈতিক পালাবদলের কারণে আওয়ামী লীগের চিহ্নিত অনেকেই কোরবানি দেননি। কিন্তু এটাও বাস্তবতা যে গত ১০ মাসে আওয়ামী লীগের দখলে থাকা হাটবাজার, সেতু থেকে শুরু করে জলমহাল, বালুমহাল, টেন্ডারবাজি, ফুটপাত—সবকিছুর দখল চলে গেছে বিএনপির নেতা–কর্মীদের কাছে। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন দল এনসিপির নেতা–কর্মীসহ গণ অধিকার পরিষদের অনেক নেতা–কর্মীর বিরুদ্ধেও দুর্নীতি-কেলেঙ্কারি এবং সরকারি কাজে ভাগ–বাঁটোয়ারা, তদবির বাণিজ্যের অভিযোগ উঠেছে। জামায়াতে ইসলামীসহ কয়েকটি ধর্মভিত্তিক দলের অর্থনৈতিক ভিত্তি আগে থেকেই শক্তিশালী। গত ১০ মাসে তাদের কর্মকাণ্ড নির্বিঘ্নেই পরিচালিত হয়েছে। ফলে রাজনীতিকে আশ্রয় করে নতুন অর্থনৈতিক শ্রেণি দৃশ্যমানভাবেই উপস্থিত। এরপরও কেন এ বছর এত পশু অবিক্রীত থাকল? এ প্রশ্নের উত্তরের জন্য আমাদের অর্থনীতির দিকে ফিরে তাকাতে হবে। শেখ হাসিনা যে ক্রোনি ক্যাপিটালিজম প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলাতন্ত্র, আইনশৃঙ্খলা ও নিরাপত্তার সঙ্গে যুক্ত একটি কুলীন গোষ্ঠীই সবকিছুর নিয়ন্ত্রক হয়ে উঠেছিল। নাগরিকেরা সেখানে ছিলেন নিছক কর-ভ্যাট-রাজস্বের জোগানদার। ফলে একদিকে ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীর হাতে সম্পদের বড় অংশটা পুঞ্জিভূত হয়েছে আর অন্যদিকে পাল্লা দিয়ে মানুষের দারিদ্র্য বেড়েছে। চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার স্বৈরশাসনের পতন নিঃসন্দেহে অনন্য এক অর্জন। সব শ্রেণি–পেশার মানুষ পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে নেমে এসেছিলেন রাস্তায়। কিন্তু অভ্যুত্থান বিশাল জনপ্রত্যাশা তৈরি করেছিল তার একটা বড় জায়গা ছিল, সাধারণ মানুষ ভেবেছিলেন যে তাঁদের ঘাড়ের ওপর সিন্দাবাদের ভূতের মতো চেপে বসা ক্রোনিতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা ও আমলাতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন আসবে। সরকারি সেবা তাঁরা বিনা ঘুষে, বিনা হয়রানিতে পাবেন। পদে পদে চাঁদা দিয়ে, নেতা, পাতিনেতা বা উপনেতাদের খাজনা দিয়ে তাঁদের টিকে থাকার লাইসেন্স কিনতে হবে না। অন্তর্বর্তী সরকারের বয়স ১০ মাস পেরিয়েছে। সরকারপ্রধানের কাছ থেকে নির্বাচনের যে সম্ভাব্য সময়সীমা জানা গেছে, তাতে সরকারের কার্যকাল অর্ধেকটা পেরিয়েছে। কিন্তু এ সময়টাতে বন্দোবস্ত, অন্তর্ভুক্তিমূলকতা, বহুত্ববাদ বা সংস্কারের মতো কঠিন শব্দগুলো শোনা গেলেও যেসব পরিবর্তন হলে নাগরিকেরা রাষ্ট্রের কাছে সরাসরি ভোগান্তি, হয়রানি, ঘুষ ছাড়া সেবা পেতে পারেন, সেই উদ্যোগগুলো মোটেই দৃশ্যমান নেই। #virel #love #romantic [Jonosathi] #foryou #tranding
    MEDIA.PROTHOMALO.COM
    ·5 Views ·0 Reviews
  • সরকারি চাকরিজীবীরা পেলেন ‘বিশেষ সুবিধা’, অন্যরা পেলেন কী

    গতবারের তুলনায় এবার পবিত্র ঈদুল আজহায় ১৩ লাখ পশু কম কোরবানি হয়েছে। সব মিলিয়ে এবার ৩৩ লাখ ১০ হাজারের বেশি কোরবানির পশু অবিক্রীত রয়েছে।

    এই চিত্র নিশ্চিতভাবেই আমাদের বর্তমান অর্থনৈতিক বাস্তবতার প্রতিফলন। এবার এত পশু কেন অবিক্রীত থেকে গেল, তার ব্যাখ্যা হিসেবে কাউকে কাউকে বলতে শুনছি, ৫ আগস্টে রাজনৈতিক পালাবদলের কারণে আওয়ামী লীগের চিহ্নিত অনেকেই কোরবানি দেননি। কিন্তু এটাও বাস্তবতা যে গত ১০ মাসে আওয়ামী লীগের দখলে থাকা হাটবাজার, সেতু থেকে শুরু করে জলমহাল, বালুমহাল, টেন্ডারবাজি, ফুটপাত—সবকিছুর দখল চলে গেছে বিএনপির নেতা–কর্মীদের কাছে। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন দল এনসিপির নেতা–কর্মীসহ গণ অধিকার পরিষদের অনেক নেতা–কর্মীর বিরুদ্ধেও দুর্নীতি-কেলেঙ্কারি এবং সরকারি কাজে ভাগ–বাঁটোয়ারা, তদবির বাণিজ্যের অভিযোগ উঠেছে। জামায়াতে ইসলামীসহ কয়েকটি ধর্মভিত্তিক দলের অর্থনৈতিক ভিত্তি আগে থেকেই শক্তিশালী। গত ১০ মাসে তাদের কর্মকাণ্ড নির্বিঘ্নেই পরিচালিত হয়েছে। ফলে রাজনীতিকে আশ্রয় করে নতুন অর্থনৈতিক শ্রেণি দৃশ্যমানভাবেই উপস্থিত। এরপরও কেন এ বছর এত পশু অবিক্রীত থাকল?

    এ প্রশ্নের উত্তরের জন্য আমাদের অর্থনীতির দিকে ফিরে তাকাতে হবে। শেখ হাসিনা যে ক্রোনি ক্যাপিটালিজম প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলাতন্ত্র, আইনশৃঙ্খলা ও নিরাপত্তার সঙ্গে যুক্ত একটি কুলীন গোষ্ঠীই সবকিছুর নিয়ন্ত্রক হয়ে উঠেছিল। নাগরিকেরা সেখানে ছিলেন নিছক কর-ভ্যাট-রাজস্বের জোগানদার। ফলে একদিকে ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীর হাতে সম্পদের বড় অংশটা পুঞ্জিভূত হয়েছে আর অন্যদিকে পাল্লা দিয়ে মানুষের দারিদ্র্য বেড়েছে।

    চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার স্বৈরশাসনের পতন নিঃসন্দেহে অনন্য এক অর্জন। সব শ্রেণি–পেশার মানুষ পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে নেমে এসেছিলেন রাস্তায়। কিন্তু অভ্যুত্থান বিশাল জনপ্রত্যাশা তৈরি করেছিল তার একটা বড় জায়গা ছিল, সাধারণ মানুষ ভেবেছিলেন যে তাঁদের ঘাড়ের ওপর সিন্দাবাদের ভূতের মতো চেপে বসা ক্রোনিতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা ও আমলাতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন আসবে। সরকারি সেবা তাঁরা বিনা ঘুষে, বিনা হয়রানিতে পাবেন। পদে পদে চাঁদা দিয়ে, নেতা, পাতিনেতা বা উপনেতাদের খাজনা দিয়ে তাঁদের টিকে থাকার লাইসেন্স কিনতে হবে না।

    অন্তর্বর্তী সরকারের বয়স ১০ মাস পেরিয়েছে। সরকারপ্রধানের কাছ থেকে নির্বাচনের যে সম্ভাব্য সময়সীমা জানা গেছে, তাতে সরকারের কার্যকাল অর্ধেকটা পেরিয়েছে। কিন্তু এ সময়টাতে বন্দোবস্ত, অন্তর্ভুক্তিমূলকতা, বহুত্ববাদ বা সংস্কারের মতো কঠিন শব্দগুলো শোনা গেলেও যেসব পরিবর্তন হলে নাগরিকেরা রাষ্ট্রের কাছে সরাসরি ভোগান্তি, হয়রানি, ঘুষ ছাড়া সেবা পেতে পারেন, সেই উদ্যোগগুলো মোটেই দৃশ্যমান নেই।
    #virel #love #romantic Jono Sathi #foryou #tranding
    সরকারি চাকরিজীবীরা পেলেন ‘বিশেষ সুবিধা’, অন্যরা পেলেন কী গতবারের তুলনায় এবার পবিত্র ঈদুল আজহায় ১৩ লাখ পশু কম কোরবানি হয়েছে। সব মিলিয়ে এবার ৩৩ লাখ ১০ হাজারের বেশি কোরবানির পশু অবিক্রীত রয়েছে। এই চিত্র নিশ্চিতভাবেই আমাদের বর্তমান অর্থনৈতিক বাস্তবতার প্রতিফলন। এবার এত পশু কেন অবিক্রীত থেকে গেল, তার ব্যাখ্যা হিসেবে কাউকে কাউকে বলতে শুনছি, ৫ আগস্টে রাজনৈতিক পালাবদলের কারণে আওয়ামী লীগের চিহ্নিত অনেকেই কোরবানি দেননি। কিন্তু এটাও বাস্তবতা যে গত ১০ মাসে আওয়ামী লীগের দখলে থাকা হাটবাজার, সেতু থেকে শুরু করে জলমহাল, বালুমহাল, টেন্ডারবাজি, ফুটপাত—সবকিছুর দখল চলে গেছে বিএনপির নেতা–কর্মীদের কাছে। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন দল এনসিপির নেতা–কর্মীসহ গণ অধিকার পরিষদের অনেক নেতা–কর্মীর বিরুদ্ধেও দুর্নীতি-কেলেঙ্কারি এবং সরকারি কাজে ভাগ–বাঁটোয়ারা, তদবির বাণিজ্যের অভিযোগ উঠেছে। জামায়াতে ইসলামীসহ কয়েকটি ধর্মভিত্তিক দলের অর্থনৈতিক ভিত্তি আগে থেকেই শক্তিশালী। গত ১০ মাসে তাদের কর্মকাণ্ড নির্বিঘ্নেই পরিচালিত হয়েছে। ফলে রাজনীতিকে আশ্রয় করে নতুন অর্থনৈতিক শ্রেণি দৃশ্যমানভাবেই উপস্থিত। এরপরও কেন এ বছর এত পশু অবিক্রীত থাকল? এ প্রশ্নের উত্তরের জন্য আমাদের অর্থনীতির দিকে ফিরে তাকাতে হবে। শেখ হাসিনা যে ক্রোনি ক্যাপিটালিজম প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলাতন্ত্র, আইনশৃঙ্খলা ও নিরাপত্তার সঙ্গে যুক্ত একটি কুলীন গোষ্ঠীই সবকিছুর নিয়ন্ত্রক হয়ে উঠেছিল। নাগরিকেরা সেখানে ছিলেন নিছক কর-ভ্যাট-রাজস্বের জোগানদার। ফলে একদিকে ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীর হাতে সম্পদের বড় অংশটা পুঞ্জিভূত হয়েছে আর অন্যদিকে পাল্লা দিয়ে মানুষের দারিদ্র্য বেড়েছে। চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার স্বৈরশাসনের পতন নিঃসন্দেহে অনন্য এক অর্জন। সব শ্রেণি–পেশার মানুষ পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে নেমে এসেছিলেন রাস্তায়। কিন্তু অভ্যুত্থান বিশাল জনপ্রত্যাশা তৈরি করেছিল তার একটা বড় জায়গা ছিল, সাধারণ মানুষ ভেবেছিলেন যে তাঁদের ঘাড়ের ওপর সিন্দাবাদের ভূতের মতো চেপে বসা ক্রোনিতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা ও আমলাতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন আসবে। সরকারি সেবা তাঁরা বিনা ঘুষে, বিনা হয়রানিতে পাবেন। পদে পদে চাঁদা দিয়ে, নেতা, পাতিনেতা বা উপনেতাদের খাজনা দিয়ে তাঁদের টিকে থাকার লাইসেন্স কিনতে হবে না। অন্তর্বর্তী সরকারের বয়স ১০ মাস পেরিয়েছে। সরকারপ্রধানের কাছ থেকে নির্বাচনের যে সম্ভাব্য সময়সীমা জানা গেছে, তাতে সরকারের কার্যকাল অর্ধেকটা পেরিয়েছে। কিন্তু এ সময়টাতে বন্দোবস্ত, অন্তর্ভুক্তিমূলকতা, বহুত্ববাদ বা সংস্কারের মতো কঠিন শব্দগুলো শোনা গেলেও যেসব পরিবর্তন হলে নাগরিকেরা রাষ্ট্রের কাছে সরাসরি ভোগান্তি, হয়রানি, ঘুষ ছাড়া সেবা পেতে পারেন, সেই উদ্যোগগুলো মোটেই দৃশ্যমান নেই। #virel #love #romantic [Jonosathi] #foryou #tranding
    MEDIA.PROTHOMALO.COM
    ·4 Views ·0 Reviews
More Results
Jono Sathi – Connecting Bangladesh https://jonosathi.com