• শাহবাগে অবস্থান করার পাশাপাশি আগামীকাল বিকেল ৩.০০টায় সারাদেশের বিভাগীয় শহর ও আন্দোলনের স্পটগুলোতে তিনদফা দাবিতে গণজমায়েত করবে জুলাই ঐক্য
    শাহবাগে অবস্থান করার পাশাপাশি আগামীকাল বিকেল ৩.০০টায় সারাদেশের বিভাগীয় শহর ও আন্দোলনের স্পটগুলোতে তিনদফা দাবিতে গণজমায়েত করবে জুলাই ঐক্য
    Love
    Like
    Haha
    Angry
    ৩৪
    · ৩ Comments ·০ Shares ·১K Views ·০ Reviews
  • সরকার এখন বলতেছে, লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করবে।

    এতোদিন তাইলে গুরুত্বের সাথে বিবেচনা করলো না কেন?

    বিবেচনা, আলোচনা অনেক হইছে, এইবার নিষিদ্ধ করেন।

    নির্বাহী আদেশে নিষিদ্ধ হোক। বিচারের মাধ্যমে নিষিদ্ধ হোক। নির্বাচিত সরকার এসে সাংবিধানিকভাবেও নিষিদ্ধ করুক।

    আওয়ামীলীগের চ্যাপ্টার ক্লোজ করতেই হবে। তিনদিক থেকেই।

    বিকেল থেকে শাহবাগ আর উত্তরা ব্লক করার ঘোষণা দিয়েছে জুলাই ঐক্য।

    যমুনায় বানানো মঞ্চটা ভেঙে দেন। মঞ্চ বানালেই সেই মঞ্চ দখলের রাজনীতি শুরু হবে, যা আমরা চাই না। জুলাইতে কোন মঞ্চ লাগে নাই,এখনও লাগবে না।

    বিএনপি আর বাম দলগুলোকে আহ্বান জানাই, এই আন্দোলনে একাত্মতা পোষণ করুন। অন্তত আওয়ামীলীগ প্রশ্নে জুলাই এর ঐক্যটা ধরে রাখেন।

    সরকার বা আসিফ নজরুলদের আশ্বাসে আন্দোলন উইথড্র করা যাবে না। এবার আন্দোলন উইথড্র করলে পরেরবার কাউকে ডাকলেও আর পাবেন না।

    সরকার আপনাদেরকে এবারের মতো বাড়ি পাঠাতে পারলে এরপর আর কখনোই এমন চাপ তৈরি করতে পারবেন না।

    প্রধান উপদেষ্টা বলতেছেন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে সিদ্ধান্ত নেবেন। উনার এই বক্তব্যের নিন্দা জানাই। দেশটা তো রাজনৈতিক দলগুলোর না। জনগণের মতামত নিয়ে কনফিউশন থাকলে গণভোট দেন, মানুষ আবারও আওয়ামীলীগের বিরুদ্ধে তাদের মতামত দেবে।

    বাট রাজনৈতিক দলগুলোর মতামতের কাছে আমাদের জীবন কেন বর্গা দিচ্ছেন?
    #Sadiqur Rahaman Khan
    সরকার এখন বলতেছে, লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করবে। এতোদিন তাইলে গুরুত্বের সাথে বিবেচনা করলো না কেন? বিবেচনা, আলোচনা অনেক হইছে, এইবার নিষিদ্ধ করেন। নির্বাহী আদেশে নিষিদ্ধ হোক। বিচারের মাধ্যমে নিষিদ্ধ হোক। নির্বাচিত সরকার এসে সাংবিধানিকভাবেও নিষিদ্ধ করুক। আওয়ামীলীগের চ্যাপ্টার ক্লোজ করতেই হবে। তিনদিক থেকেই। বিকেল থেকে শাহবাগ আর উত্তরা ব্লক করার ঘোষণা দিয়েছে জুলাই ঐক্য। যমুনায় বানানো মঞ্চটা ভেঙে দেন। মঞ্চ বানালেই সেই মঞ্চ দখলের রাজনীতি শুরু হবে, যা আমরা চাই না। জুলাইতে কোন মঞ্চ লাগে নাই,এখনও লাগবে না। বিএনপি আর বাম দলগুলোকে আহ্বান জানাই, এই আন্দোলনে একাত্মতা পোষণ করুন। অন্তত আওয়ামীলীগ প্রশ্নে জুলাই এর ঐক্যটা ধরে রাখেন। সরকার বা আসিফ নজরুলদের আশ্বাসে আন্দোলন উইথড্র করা যাবে না। এবার আন্দোলন উইথড্র করলে পরেরবার কাউকে ডাকলেও আর পাবেন না। সরকার আপনাদেরকে এবারের মতো বাড়ি পাঠাতে পারলে এরপর আর কখনোই এমন চাপ তৈরি করতে পারবেন না। প্রধান উপদেষ্টা বলতেছেন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে সিদ্ধান্ত নেবেন। উনার এই বক্তব্যের নিন্দা জানাই। দেশটা তো রাজনৈতিক দলগুলোর না। জনগণের মতামত নিয়ে কনফিউশন থাকলে গণভোট দেন, মানুষ আবারও আওয়ামীলীগের বিরুদ্ধে তাদের মতামত দেবে। বাট রাজনৈতিক দলগুলোর মতামতের কাছে আমাদের জীবন কেন বর্গা দিচ্ছেন? #Sadiqur Rahaman Khan
    Love
    Like
    ৪৬
    · ১ Comments ·০ Shares ·১K Views ·০ Reviews

  • মাহফুজ আজকেই লিখলো ক্রেডিটবাজি না করতে।

    অথচ এনসিপি অলরেডি ক্রেডিটবাজি শুরু করে দিয়েছে। এইটা ভীষণ লজ্জাজনক।

    জুলাই ততক্ষণই জিন্দা ছিলো, যতক্ষণ কেউ এর ক্রেডিট দাবি করে নাই।

    ক্রেডিট দাবি করার সাথে সাথে জুলাই দুর্বল হয়ে গেছে।

    আজ যদি এনসিপি ইউনূসের বাসভবনের সামনে প্রোগ্রাম দিতো, কজন যাইতো?

    হাসনাত আব্দুল্লাহ দলের বাইরে গিয়েই আন্দোলনের ডাক দিয়েছিলেন। আমরা সেইটাকে সাপোর্ট দিয়েছি। সবাইকে বলেছি যাওয়ার জন্য।

    আমরা কি তবে এনসিপির কর্মী সমর্থক?

    না তো।

    তাহলে ফেসবুকে এনসিপি কেন লিখতেছে যমুনার সামনে এনসিপির নেতাকর্মীদের অবস্থান?

    অথচ এখানে ইনকিলাব মঞ্চ আছে, আপ বাংলাদেশ আছে, অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন আছে, জুলাই ঐক্যের সকল সংগঠন আছে।

    এনসিপির এই ছোটলোকিটা আল্লাহর ওয়াস্তে বন্ধ করেন।

    আজ সবাইকে এনসিপির নেতাকর্মী বলে মজা পাইতেছেন তো? কাল সকালে দেখবেন কেউ নাই। তখন?

    আল্লাহর ওয়াস্তে এই আন্দোলনটাকে ব্যানার মুক্ত রাখেন। সবাইকে ধারণ করেন। জুলাই এর মতো। আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে পারা কোন ক্রেডিটের বিষয় না। বরং আওয়ামীলীগকে এতোদিনেও নিষিদ্ধ না করতে পারা আমাদের জন্য লজ্জার।

    এবার যখন সুযোগ এসেছে, সেই লজ্জার দায়টা শোধ করেন।

    আগামীকাল থেকে বরং স্কুলের পোলাপাইনকে ডাকেন, মা বাবাকে ডাকেন, PUSAB কে ডাকেন, ছাত্রদলকে ডাকেন, ছাত্রশিবিরকে ডাকেন।

    ৩২ নাম্বার ভাঙার দিন যেভাবে সবাই মিলে এক হয়েছিলাম, আওয়ামীলীগ নিষিদ্ধের প্রশ্নেও সেভাবেই সবাইকে আবার এক হতে হবে।

    বহুদিন পর আবার জুলাইকে জিন্দা করার সুযোগ তৈরি হয়েছে।

    ক্রেডিটবাজির নোংরামি করে যদি এই সুযোগ হারান, তাহলে জুলাই এর সবচে বড় গাদ্দার হবেন আপনারা, কথাটা মাথায় রাইখেন।
    #Sadiqur Rahman Khan
    মাহফুজ আজকেই লিখলো ক্রেডিটবাজি না করতে। অথচ এনসিপি অলরেডি ক্রেডিটবাজি শুরু করে দিয়েছে। এইটা ভীষণ লজ্জাজনক। জুলাই ততক্ষণই জিন্দা ছিলো, যতক্ষণ কেউ এর ক্রেডিট দাবি করে নাই। ক্রেডিট দাবি করার সাথে সাথে জুলাই দুর্বল হয়ে গেছে। আজ যদি এনসিপি ইউনূসের বাসভবনের সামনে প্রোগ্রাম দিতো, কজন যাইতো? হাসনাত আব্দুল্লাহ দলের বাইরে গিয়েই আন্দোলনের ডাক দিয়েছিলেন। আমরা সেইটাকে সাপোর্ট দিয়েছি। সবাইকে বলেছি যাওয়ার জন্য। আমরা কি তবে এনসিপির কর্মী সমর্থক? না তো। তাহলে ফেসবুকে এনসিপি কেন লিখতেছে যমুনার সামনে এনসিপির নেতাকর্মীদের অবস্থান? অথচ এখানে ইনকিলাব মঞ্চ আছে, আপ বাংলাদেশ আছে, অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন আছে, জুলাই ঐক্যের সকল সংগঠন আছে। এনসিপির এই ছোটলোকিটা আল্লাহর ওয়াস্তে বন্ধ করেন। আজ সবাইকে এনসিপির নেতাকর্মী বলে মজা পাইতেছেন তো? কাল সকালে দেখবেন কেউ নাই। তখন? আল্লাহর ওয়াস্তে এই আন্দোলনটাকে ব্যানার মুক্ত রাখেন। সবাইকে ধারণ করেন। জুলাই এর মতো। আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে পারা কোন ক্রেডিটের বিষয় না। বরং আওয়ামীলীগকে এতোদিনেও নিষিদ্ধ না করতে পারা আমাদের জন্য লজ্জার। এবার যখন সুযোগ এসেছে, সেই লজ্জার দায়টা শোধ করেন। আগামীকাল থেকে বরং স্কুলের পোলাপাইনকে ডাকেন, মা বাবাকে ডাকেন, PUSAB কে ডাকেন, ছাত্রদলকে ডাকেন, ছাত্রশিবিরকে ডাকেন। ৩২ নাম্বার ভাঙার দিন যেভাবে সবাই মিলে এক হয়েছিলাম, আওয়ামীলীগ নিষিদ্ধের প্রশ্নেও সেভাবেই সবাইকে আবার এক হতে হবে। বহুদিন পর আবার জুলাইকে জিন্দা করার সুযোগ তৈরি হয়েছে। ক্রেডিটবাজির নোংরামি করে যদি এই সুযোগ হারান, তাহলে জুলাই এর সবচে বড় গাদ্দার হবেন আপনারা, কথাটা মাথায় রাইখেন। #Sadiqur Rahman Khan
    Love
    Like
    Haha
    Sad
    ৪৭
    · ৩ Comments ·০ Shares ·৯৯২ Views ·০ Reviews
Jono Sathi – Connecting Bangladesh https://jonosathi.com