একদিন বিকেলে রাজু তার দাদুর পুরনো আলমারি পরিষ্কার করছিল। ধুলো-জমা বই, পুরনো চিঠি আর কিছু অজানা কাগজপত্রের ভিড়ে হঠাৎ সে একটা পুরনো ডায়েরি খুঁজে পেল। ডায়েরিটার পাতাগুলো হলুদ হয়ে গেছে, কিন্তু লেখা এখনো স্পষ্ট।
ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, "যদি তুমি সত্যিই সাহসী হও, তবে এই ডায়েরির শেষ পাতায় যা লেখা আছে, তা অনুসরণ করো।"
কৌতূহলে ভরে রাজু পুরো ডায়েরি পড়ে ফেলল। শেষ পাতায় লেখা ছিল একটা মানচিত্র আর কিছু নির্দেশনা—পুরনো বটগাছের পাশ থেকে ১০ পা পূর্বে, তারপর ৫ পা দক্ষিণে।
পরদিন সকালেই রাজু মানচিত্র অনুযায়ী খুঁজতে গেল। ঠিক যেমন বলা ছিল, সেখানে মাটির নিচে পাথরের একটা ছোট বাক্স পেল। খুলে দেখে সেখানে একটা পুরনো ঘড়ি, কিছু চিঠি, আর একটা নোট—"এই ছিল আমার ছেলেবেলার সবচেয়ে বড় রত্ন। কেউ একদিন খুঁজে পাবে, ভেবেছিলাম। তুমি পেয়েছো—তুমি আমার উত্তরসূরি।"
রাজু বুঝতে পারল, তার দাদু ছোটবেলায় কিছু জিনিস লুকিয়ে রেখে ভবিষ্যতের কারো জন্য রেখে গিয়েছিলেন। ডায়েরিটা শুধু একটা গল্প ছিল না—এটা ছিল দাদু-নাতির একটা অদৃশ্য বন্ধনের স্মৃতি।
একদিন বিকেলে রাজু তার দাদুর পুরনো আলমারি পরিষ্কার করছিল। ধুলো-জমা বই, পুরনো চিঠি আর কিছু অজানা কাগজপত্রের ভিড়ে হঠাৎ সে একটা পুরনো ডায়েরি খুঁজে পেল। ডায়েরিটার পাতাগুলো হলুদ হয়ে গেছে, কিন্তু লেখা এখনো স্পষ্ট।
ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, "যদি তুমি সত্যিই সাহসী হও, তবে এই ডায়েরির শেষ পাতায় যা লেখা আছে, তা অনুসরণ করো।"
কৌতূহলে ভরে রাজু পুরো ডায়েরি পড়ে ফেলল। শেষ পাতায় লেখা ছিল একটা মানচিত্র আর কিছু নির্দেশনা—পুরনো বটগাছের পাশ থেকে ১০ পা পূর্বে, তারপর ৫ পা দক্ষিণে।
পরদিন সকালেই রাজু মানচিত্র অনুযায়ী খুঁজতে গেল। ঠিক যেমন বলা ছিল, সেখানে মাটির নিচে পাথরের একটা ছোট বাক্স পেল। খুলে দেখে সেখানে একটা পুরনো ঘড়ি, কিছু চিঠি, আর একটা নোট—"এই ছিল আমার ছেলেবেলার সবচেয়ে বড় রত্ন। কেউ একদিন খুঁজে পাবে, ভেবেছিলাম। তুমি পেয়েছো—তুমি আমার উত্তরসূরি।"
রাজু বুঝতে পারল, তার দাদু ছোটবেলায় কিছু জিনিস লুকিয়ে রেখে ভবিষ্যতের কারো জন্য রেখে গিয়েছিলেন। ডায়েরিটা শুধু একটা গল্প ছিল না—এটা ছিল দাদু-নাতির একটা অদৃশ্য বন্ধনের স্মৃতি।