• ২০১৭ সালে উত্তর কোরিয়া যখন পারমাণবিক পরীক্ষা চালায়, তখন 6.3 মাত্রার ভূকম্পন রেকর্ড করা হয়। এটি ছিল বিস্ফোরণঘটিত কৃত্রিম ভূকম্পন। আজকেও ইরানের সেমনানে ৫.১ মাত্রার ভুকম্পন হয়েছে। সেমনান ইরানের মিসাইল টেস্ট এরিয়া।

    এটি ইরানের প্রধান মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র, যা সাফির (Safir) ও সিমোরঘ (Simorgh) লঞ্চ ভেহিকলের মাধ্যমে স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ব্যবহৃত হয়।

    এই কেন্দ্র থেকেই ইরান বেশ কয়েকবার ব্যালিস্টিক মিসাইল ও মহাকাশ যান উৎক্ষেপণ করেছে।

    সেমনান মরুভূমি অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে ব্যালিস্টিক মিসাইল ও রকেট পরীক্ষা চালানো নিরাপদ।

    ১০০ কিলোটনের পারমানবিক বোমার ভূগর্ভস্থ বিস্ফোরণ হলে সাধারণত ৫ মাত্রার ভুকম্পন অনুভুত হয়।

    মিলাইলাম আরকি। এইটা প্রাকৃতিক ভুমিকম্প না ও হতে পারে।
    ২০১৭ সালে উত্তর কোরিয়া যখন পারমাণবিক পরীক্ষা চালায়, তখন 6.3 মাত্রার ভূকম্পন রেকর্ড করা হয়। এটি ছিল বিস্ফোরণঘটিত কৃত্রিম ভূকম্পন। আজকেও ইরানের সেমনানে ৫.১ মাত্রার ভুকম্পন হয়েছে। সেমনান ইরানের মিসাইল টেস্ট এরিয়া। এটি ইরানের প্রধান মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র, যা সাফির (Safir) ও সিমোরঘ (Simorgh) লঞ্চ ভেহিকলের মাধ্যমে স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ব্যবহৃত হয়। এই কেন্দ্র থেকেই ইরান বেশ কয়েকবার ব্যালিস্টিক মিসাইল ও মহাকাশ যান উৎক্ষেপণ করেছে। সেমনান মরুভূমি অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে ব্যালিস্টিক মিসাইল ও রকেট পরীক্ষা চালানো নিরাপদ। ১০০ কিলোটনের পারমানবিক বোমার ভূগর্ভস্থ বিস্ফোরণ হলে সাধারণত ৫ মাত্রার ভুকম্পন অনুভুত হয়। মিলাইলাম আরকি। এইটা প্রাকৃতিক ভুমিকম্প না ও হতে পারে।
    Love
    JonoSathi React
    Like
    8
    · 0 মন্তব্য ·0 শেয়ার ·3 দেখেছে ·0 রিভিউ
  • আমার বাড়ি ভোলা তজুমদ্দিন আমি লাইভে আসার একটাই কারণ গত রাত দুইটা ৩০ মিনিটের সময় মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালের সামনে আমার জামাই ফারহান তিন লঞ্চ থেকে পড়ে যায় তাৎক্ষণিক আমরা প্রশাসনের সহযোগিতায় অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু এখনো কোনো খোঁজ পায়নি
    আমার বাড়ি ভোলা তজুমদ্দিন আমি লাইভে আসার একটাই কারণ গত রাত দুইটা ৩০ মিনিটের সময় মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালের সামনে আমার জামাই ফারহান তিন লঞ্চ থেকে পড়ে যায় তাৎক্ষণিক আমরা প্রশাসনের সহযোগিতায় অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু এখনো কোনো খোঁজ পায়নি
    Love
    JonoSathi React
    4
    · 0 মন্তব্য ·0 শেয়ার ·2 দেখেছে ·0 রিভিউ
  • ঈদ শেষে স্বস্তিতেই ঢাকা ফিরছেন মানুষ, এখনো গ্রামে যাচ্ছেন অনেকে

    পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হয় গত ৫ জুন। টানা ১০ দিনের ছুটি শেষ হবে ১৪ জুন। তবে শেষ মুহূর্তের ঝামেলা এড়াতে এর আগেই কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। এদিকে সড়ক-মহাসড়কে নেই তেমন কোনো যানজটের দুর্ভোগ। বাস, ট্রেন ও লঞ্চ প্রতিটি গণপরিবহনেই যাত্রী বোঝাই করে রাজধানীতে প্রবেশ করতে দেখা গেছে।

    অন্যদিকে, ঈদের পঞ্চম দিন পরেও ঢাকা ছাড়তে দেখা গেছে অনেকেই। যারা ঈদের আগে গ্রামে যেতে পারেননি। তাদের গ্রামে আত্মীয়-স্বজনের বাড়ি বেড়াতে যেতে দেখা গেছে।

    সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঈদ শেষে গ্রাম থেকে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মব্যস্ত মানুষ। তাই ঈদের তিন দিন পর বুধবার রাজধানীর বিভিন্ন বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে ছিল ঢাকামুখী মানুষের ভিড়। তবে যানবাহনের অতিরিক্ত ভিড় না থাকায় স্বস্তিতেই ঢাকা ফিরতে দেখা গেছে তাদের। এ ছাড়া ঢাকার প্রবেশমুখ গাবতলী, আব্দুল্লাহপুর, যাত্রাবাড়ী চৌরাস্তা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেও যান চলাচল ছিল স্বাভাবিক। তবে এবার ঈদ পরবর্তী ছুটি লম্বা হওয়ায় এখনো চাপ বাড়েনি। সড়কপথে তেমন যানজট না থাকায় দূরপাল্লার বাসগুলো সময়মতোই টার্মিনালে পৌঁছাতে দেখা গেছে।

    #virel #love #romantic Jono Sathi #foryou #tranding
    ঈদ শেষে স্বস্তিতেই ঢাকা ফিরছেন মানুষ, এখনো গ্রামে যাচ্ছেন অনেকে পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হয় গত ৫ জুন। টানা ১০ দিনের ছুটি শেষ হবে ১৪ জুন। তবে শেষ মুহূর্তের ঝামেলা এড়াতে এর আগেই কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। এদিকে সড়ক-মহাসড়কে নেই তেমন কোনো যানজটের দুর্ভোগ। বাস, ট্রেন ও লঞ্চ প্রতিটি গণপরিবহনেই যাত্রী বোঝাই করে রাজধানীতে প্রবেশ করতে দেখা গেছে। অন্যদিকে, ঈদের পঞ্চম দিন পরেও ঢাকা ছাড়তে দেখা গেছে অনেকেই। যারা ঈদের আগে গ্রামে যেতে পারেননি। তাদের গ্রামে আত্মীয়-স্বজনের বাড়ি বেড়াতে যেতে দেখা গেছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঈদ শেষে গ্রাম থেকে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মব্যস্ত মানুষ। তাই ঈদের তিন দিন পর বুধবার রাজধানীর বিভিন্ন বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে ছিল ঢাকামুখী মানুষের ভিড়। তবে যানবাহনের অতিরিক্ত ভিড় না থাকায় স্বস্তিতেই ঢাকা ফিরতে দেখা গেছে তাদের। এ ছাড়া ঢাকার প্রবেশমুখ গাবতলী, আব্দুল্লাহপুর, যাত্রাবাড়ী চৌরাস্তা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেও যান চলাচল ছিল স্বাভাবিক। তবে এবার ঈদ পরবর্তী ছুটি লম্বা হওয়ায় এখনো চাপ বাড়েনি। সড়কপথে তেমন যানজট না থাকায় দূরপাল্লার বাসগুলো সময়মতোই টার্মিনালে পৌঁছাতে দেখা গেছে। #virel #love #romantic [Jonosathi] #foryou #tranding
    Love
    JonoSathi React
    Like
    7
    · 1 মন্তব্য ·0 শেয়ার ·44 দেখেছে ·0 রিভিউ
  • আপনারা যারা এই জনসাথী ওয়েবসাইটটি লঞ্চ করেছেন ।
    তারা এটার একটি এপ বানান তাহলে অনেক ভালো হবে 🔥🥰
    আপনারা যারা এই জনসাথী ওয়েবসাইটটি লঞ্চ করেছেন । তারা এটার একটি এপ বানান তাহলে অনেক ভালো হবে 🔥🥰
    Love
    Sad
    Angry
    5
    · 0 মন্তব্য ·0 শেয়ার ·120 দেখেছে ·0 রিভিউ
Jono Sathi – Connecting Bangladesh https://jonosathi.com