Yorumlar
· Views
·0 önizleme
Site içinde arama yapın
Yeni insanlarla keşfedin, yeni bağlantılar oluşturmak ve yeni arkadaşlar edinmek
-
-
আমার ধারণা, ইউনূস সরকার এগুলো করতেছে আওয়ামীলীগের সাথে সমঝোতার অংশ হিসেবে।
এরা ডিসিশন নিছে আওয়ামীলীগ নিষিদ্ধ করবে না।
আর আওয়ামীলীগ নিষিদ্ধ না করলে ১০ বছর হোক আর ২০ বছর পরেই হোক, আওয়ামীলীগ ব্যাক করবেই।
তখন এরা এই আব্দুল হামিদ, ওবায়দুল কাদের, শিরিন শারমিনদের সেইফ এক্সিট দেওয়ার বিনিময়ে নিজেরাও সেইফ এক্সিট নিয়ে ভেগে যাবে।
একদিকে প্রচুর লেনদেন হচ্ছে, বর্তমান সিকিউরড হলো। ভবিষ্যতও সিকিউরড হয়ে যাইতেছে।
#Sadiqur Rahman Khan
মাঝখান থেকে সাধারণ মানুষ অতীতেও মরেছে, ভবিষ্যতেও মরবে।
এই সরকার আওয়ামীলীগ নিষিদ্ধ করবে না।
সরকারের উচ্চ পর্যায়ের সাথে আওয়ামীলীগের সেটলমেন্ট ছাড়া আব্দুল হামিদ এতো সহজে বের হতে পারতো না।
নির্বাচন বিলম্বিত করার জন্য সংস্কার আর বিচারের কথা বলা হইতেছে। বাট আসলে সংস্কার বা বিচার কোনটাই করা হচ্ছে না।
নাকি আওয়ামীলীগকে পুনর্বাসন করার জন্য আর সেইফ এক্সিট দেওয়ার জন্যই মূলত বিলম্বটা করা হচ্ছে, এখন এই প্রশ্নটা করার সময় হয়েছে।আমার ধারণা, ইউনূস সরকার এগুলো করতেছে আওয়ামীলীগের সাথে সমঝোতার অংশ হিসেবে। এরা ডিসিশন নিছে আওয়ামীলীগ নিষিদ্ধ করবে না। আর আওয়ামীলীগ নিষিদ্ধ না করলে ১০ বছর হোক আর ২০ বছর পরেই হোক, আওয়ামীলীগ ব্যাক করবেই। তখন এরা এই আব্দুল হামিদ, ওবায়দুল কাদের, শিরিন শারমিনদের সেইফ এক্সিট দেওয়ার বিনিময়ে নিজেরাও সেইফ এক্সিট নিয়ে ভেগে যাবে। একদিকে প্রচুর লেনদেন হচ্ছে, বর্তমান সিকিউরড হলো। ভবিষ্যতও সিকিউরড হয়ে যাইতেছে। #Sadiqur Rahman Khan মাঝখান থেকে সাধারণ মানুষ অতীতেও মরেছে, ভবিষ্যতেও মরবে। এই সরকার আওয়ামীলীগ নিষিদ্ধ করবে না। সরকারের উচ্চ পর্যায়ের সাথে আওয়ামীলীগের সেটলমেন্ট ছাড়া আব্দুল হামিদ এতো সহজে বের হতে পারতো না। নির্বাচন বিলম্বিত করার জন্য সংস্কার আর বিচারের কথা বলা হইতেছে। বাট আসলে সংস্কার বা বিচার কোনটাই করা হচ্ছে না। নাকি আওয়ামীলীগকে পুনর্বাসন করার জন্য আর সেইফ এক্সিট দেওয়ার জন্যই মূলত বিলম্বটা করা হচ্ছে, এখন এই প্রশ্নটা করার সময় হয়েছে।2 Yorumlar ·178 Views ·0 önizleme -
প্রেম, আবেগ আর সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত নাটক “মেঘর বৃষ্টি” এক মেঘলা অনুভবের নাম। নাটকটি আমাদের জীবনের সেই অনুভূতিগুলোর কথা মনে করিয়ে দেয়, যেগুলো সময়ের সঙ্গে অনেক সময় ভুল বোঝাবুঝির ভিড়ে হারিয়ে যায়।
চরিত্রগুলোর অভিনয় ছিল প্রাণবন্ত ও মন ছুঁয়ে যাওয়ার মতো। বিশেষ করে প্রধান চরিত্র দু’টির মধ্যকার আবেগ ও দ্বন্দ্ব দর্শকদের হৃদয়ে দাগ কাটে।
নাটকটির চিত্রনাট্য ও সংলাপে ছিল একধরনের কাব্যিকতা, যা একে সাধারণ প্রেমকাহিনির থেকে আলাদা করে তোলে।
যারা ভালোবাসা, বিচ্ছেদ ও মিলনের গল্প ভালোবাসেন, তাদের জন্য “মেঘর বৃষ্টি” হতে পারে এক মন ছুঁয়ে যাওয়া অভিজ্ঞতা।
যারা এই নাটকটি দেখতে চান, কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে
#natok #Bangladesh #natureloversপ্রেম, আবেগ আর সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত নাটক “মেঘর বৃষ্টি” এক মেঘলা অনুভবের নাম। নাটকটি আমাদের জীবনের সেই অনুভূতিগুলোর কথা মনে করিয়ে দেয়, যেগুলো সময়ের সঙ্গে অনেক সময় ভুল বোঝাবুঝির ভিড়ে হারিয়ে যায়। চরিত্রগুলোর অভিনয় ছিল প্রাণবন্ত ও মন ছুঁয়ে যাওয়ার মতো। বিশেষ করে প্রধান চরিত্র দু’টির মধ্যকার আবেগ ও দ্বন্দ্ব দর্শকদের হৃদয়ে দাগ কাটে। নাটকটির চিত্রনাট্য ও সংলাপে ছিল একধরনের কাব্যিকতা, যা একে সাধারণ প্রেমকাহিনির থেকে আলাদা করে তোলে। যারা ভালোবাসা, বিচ্ছেদ ও মিলনের গল্প ভালোবাসেন, তাদের জন্য “মেঘর বৃষ্টি” হতে পারে এক মন ছুঁয়ে যাওয়া অভিজ্ঞতা। যারা এই নাটকটি দেখতে চান, কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে #natok #Bangladesh #naturelovers1 Yorumlar ·100 Views ·0 önizleme -
#সেক্স_ও_সফলতা_একসাথে_চলে_না। তাই কোন অসংযত পুরুষ কখনোই মহান হতে পারে না"।
কিছু পুরুষ সফলতার স্বপ্ন দেখে। কিছু পুরুষ সফলতার জন্য পরিশ্রম করে। আবার কিছু পুরুষ শুরু হওয়ার আগেই তাদের সফলতা ধ্বংস করে ফেলে।
আপনি জানেন কি?
অনেক পুরুষের সবচেয়ে বড় বিভ্রান্তি হলো সেক্স।
যে পুরুষ ভোগের পেছনে ছুটে, সে কখনোই লক্ষ্যে পৌঁছাতে পারে না। আর যে পুরুষ নিজের ইচ্ছেকে নিয়ন্ত্রণ করতে পারে, সে-ই সবার চেয়ে এগিয়ে থাকে। কেননা সফলতার জন্য দরকার কঠোর নিয়মানুবর্তিতা। আর যৌন আসক্তি সেই নিয়মানুবর্তিতাকে ধ্বংস করে দেয়।
তাই আপনি যদি নিজের কামনাকে নিয়ন্ত্রণ না করতে পারেন,
তাহলে ভবিষ্যতও আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না।
➤ কঠিন সত্যঃ
1️⃣ ক্ষমতাবান পুরুষ যৌন-বিভ্রান্তি এড়িয়ে চলে, দুর্বল পুরুষ না বলতে পারে না।
ইতিহাসের সব মহান পুরুষদের একটা বিষয় মিল: তারা ছিল কঠোর নিয়মানুবর্তিতায় অভ্যস্ত।
আলেকজান্ডার দ্য গ্রেট ৩০ বছরের মধ্যেই পৃথিবী জয় করেছিলেন—তিনি মেয়েদের পেছনে সময় নষ্ট করেননি।
এলন মাস্ক সপ্তাহে ১০০ ঘণ্টা কাজ করেন—তিনি মেয়েদের সাথে চ্যাট করে সময় নষ্ট করেন না।
মোহাম্মদ আলী লড়াইয়ের আগে যৌনতা থেকে বিরত থাকতেন—কারণ তিনি জানতেন নিয়ন্ত্রণ মানেই শক্তি।
কিন্তু আজকের অনেক পুরুষ কী করছে?
প্রতিদিন ঘন্টার পর ঘন্টা পর্ন ও মাস্টারবেশনে নষ্ট করছে।
মেয়েদেরকে ইমপ্রেস করতে শেষ টাকা পর্যন্ত খরচ করছে।
একটা মেয়ের জন্য কাঁদছে, ভবিষ্যত গড়ার চেয়ে।
অথচ কোনো মহান পুরুষ কখনোই তার কামনার দাস ছিল না।
2️⃣ যৌনতা আপনার শক্তি, মনোযোগ, ও উদ্যম কেড়ে নেয়।
প্রতিবার আপনি "রিলিজ" করলে, আপনি কেবল কয়েক সেকেন্ডের আনন্দ হারান না— আপনি হারান:
টেস্টোস্টেরন (যা আপনাকে শক্তি ও সাফল্য দেয়)
উদ্যম (জয় পাওয়ার ক্ষুধা)
মানসিক স্থিরতা (মনোযোগ ধরে রাখার ক্ষমতা)
তাইতো অনেক পুরুষ যৌনতার পর ক্লান্ত ও অলস অনুভব করে।
ভাবুন, আপনি যদি প্রতিদিন এভাবে নিজেকে দুর্বল করে ফেলেন— তাহলে আপনি কীভাবে শক্তিশালী হবেন?
ফলাফল?
পুরুষেরা আজ: অনুপ্রাণিত না, আর্থিকভাবে বিপর্যস্ত, হতাশাগ্রস্ত ও দিকহীন।
☞ শেষ কথা:
যদি আপনি ধনী, শক্তিশালী ও সফল হতে চান তাহলে প্রথম শিখুন নিজের ভোগের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে।
.
#collected #text #everyoneactive #success #fjonosathi#সেক্স_ও_সফলতা_একসাথে_চলে_না। তাই কোন অসংযত পুরুষ কখনোই মহান হতে পারে না"।⁉️ কিছু পুরুষ সফলতার স্বপ্ন দেখে। কিছু পুরুষ সফলতার জন্য পরিশ্রম করে। আবার কিছু পুরুষ শুরু হওয়ার আগেই তাদের সফলতা ধ্বংস করে ফেলে। আপনি জানেন কি?❓ অনেক পুরুষের সবচেয়ে বড় বিভ্রান্তি হলো সেক্স।‼️ যে পুরুষ ভোগের পেছনে ছুটে, সে কখনোই লক্ষ্যে পৌঁছাতে পারে না। আর যে পুরুষ নিজের ইচ্ছেকে নিয়ন্ত্রণ করতে পারে, সে-ই সবার চেয়ে এগিয়ে থাকে। কেননা সফলতার জন্য দরকার কঠোর নিয়মানুবর্তিতা। আর যৌন আসক্তি সেই নিয়মানুবর্তিতাকে ধ্বংস করে দেয়। তাই আপনি যদি নিজের কামনাকে নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে ভবিষ্যতও আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না।❗ ➤ কঠিন সত্যঃ🛐 1️⃣ ক্ষমতাবান পুরুষ যৌন-বিভ্রান্তি এড়িয়ে চলে, দুর্বল পুরুষ না বলতে পারে না। ইতিহাসের সব মহান পুরুষদের একটা বিষয় মিল: তারা ছিল কঠোর নিয়মানুবর্তিতায় অভ্যস্ত। আলেকজান্ডার দ্য গ্রেট ৩০ বছরের মধ্যেই পৃথিবী জয় করেছিলেন—তিনি মেয়েদের পেছনে সময় নষ্ট করেননি। এলন মাস্ক সপ্তাহে ১০০ ঘণ্টা কাজ করেন—তিনি মেয়েদের সাথে চ্যাট করে সময় নষ্ট করেন না। মোহাম্মদ আলী লড়াইয়ের আগে যৌনতা থেকে বিরত থাকতেন—কারণ তিনি জানতেন নিয়ন্ত্রণ মানেই শক্তি। কিন্তু আজকের অনেক পুরুষ কী করছে? প্রতিদিন ঘন্টার পর ঘন্টা পর্ন ও মাস্টারবেশনে নষ্ট করছে। মেয়েদেরকে ইমপ্রেস করতে শেষ টাকা পর্যন্ত খরচ করছে। একটা মেয়ের জন্য কাঁদছে, ভবিষ্যত গড়ার চেয়ে। অথচ কোনো মহান পুরুষ কখনোই তার কামনার দাস ছিল না। 2️⃣ যৌনতা আপনার শক্তি, মনোযোগ, ও উদ্যম কেড়ে নেয়। প্রতিবার আপনি "রিলিজ" করলে, আপনি কেবল কয়েক সেকেন্ডের আনন্দ হারান না— আপনি হারান: টেস্টোস্টেরন (যা আপনাকে শক্তি ও সাফল্য দেয়) উদ্যম (জয় পাওয়ার ক্ষুধা) মানসিক স্থিরতা (মনোযোগ ধরে রাখার ক্ষমতা) তাইতো অনেক পুরুষ যৌনতার পর ক্লান্ত ও অলস অনুভব করে। ভাবুন, আপনি যদি প্রতিদিন এভাবে নিজেকে দুর্বল করে ফেলেন— তাহলে আপনি কীভাবে শক্তিশালী হবেন? ফলাফল?⁉️ পুরুষেরা আজ: অনুপ্রাণিত না, আর্থিকভাবে বিপর্যস্ত, হতাশাগ্রস্ত ও দিকহীন। ☞ শেষ কথা: যদি আপনি ধনী, শক্তিশালী ও সফল হতে চান⁉️ তাহলে প্রথম শিখুন নিজের ভোগের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে। . #collected #text #everyoneactive #success #fjonosathi2 Yorumlar ·103 Views ·0 önizleme -
আবার উত্তপ্ত উপমহাদেশ। ২০২৫ সালের ৭ মে ভারতের চালানো 'অপারেশন সিন্দুর' মিশনে পাকিস্তানের একাধিক অঞ্চলে মিসাইল হামলার পর রীতিমতো যুদ্ধাবস্থার সৃষ্টি হয়েছে। পাকিস্তান পাল্টা জবাবে ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে। দুই দেশের সীমান্তজুড়ে ছড়িয়ে পড়েছে রক্ত, ধ্বংস এবং চরম উদ্বেগ।
এই সাম্প্রতিক উত্তেজনা নতুন নয় বরং তা বহন করছে এক দীর্ঘ ও সংঘাতপূর্ণ ইতিহাসের ধারাবাহিকতা। ভারত-পাকিস্তান দ্বন্দ্ব শুরু হয়েছিল ১৯৪৭ সালের দেশভাগ থেকেই। এরপর ১৯৪৮, ১৯৬৫ ও ১৯৭১ সালে তিনটি যুদ্ধ, এবং ১৯৯৯ সালের কারগিল সংঘাত-প্রতিটি ঘটনা দুদেশের মধ্যে বৈরিতার দেয়াল আরও পোক্ত করেছে।
১৯৮৬ সালে ভারতের 'অপারেশন ব্রাস ট্যাক্স' সামরিক মহড়া এবং পাকিস্তানের প্রতিক্রিয়া প্রথমবারের মতো পরমাণু যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করে। তবে শেষ মুহূর্তে কূটনৈতিক উদ্যোগে যুদ্ধ এড়ানো সম্ভব হয়।
১৯৯৯ সালে কারগিল যুদ্ধ, ২০০৩ সালে ভারতের সংসদে সন্ত্রাসী হামলার পর 'অপারেশন পরাক্রম', ২০১৬ সালের উরি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলার প্রতিক্রিয়ায় বালাকোট বিমান হামলা-প্রতিটি ঘটনাই নিয়ে এসেছে যুদ্ধের মতো উত্তেজনা, কিন্তু শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমেই সমাধান হয়েছে।
২০২৫ সালে শুরু হওয়া এই সর্বশেষ সংঘাত নিয়ে আবারও উদ্বেগে দক্ষিণ এশিয়া। বিশেষ করে গত মাসে কাশ্মীরের প্যাহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকেই বিশ্লেষকরা সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কা প্রকাশ করেছিলেন।
এখন প্রশ্ন উঠছে-এই সংঘর্ষ কি আরেকটি পূর্ণাঙ্গ যুদ্ধে পরিণত হবে, নাকি অতীতের মতোই শেষ মুহূর্তে শান্তির বার্তা আসবে? ইতিহাস বলে, যতবার উত্তেজনা তুঙ্গে উঠেছে, ততবারই আন্তর্জাতিক চাপ বা কূটনৈতিক প্রক্রিয়া দুদেশকে যুদ্ধ এড়াতে বাধ্য করেছে।
কিন্তু পারমাণবিক অস্ত্রধারী দুটি দেশের মধ্যে আরেকটি যুদ্ধের দাম চুকাতে হতে পারে পুরো বিশ্বেরই।আবার উত্তপ্ত উপমহাদেশ। ২০২৫ সালের ৭ মে ভারতের চালানো 'অপারেশন সিন্দুর' মিশনে পাকিস্তানের একাধিক অঞ্চলে মিসাইল হামলার পর রীতিমতো যুদ্ধাবস্থার সৃষ্টি হয়েছে। পাকিস্তান পাল্টা জবাবে ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে। দুই দেশের সীমান্তজুড়ে ছড়িয়ে পড়েছে রক্ত, ধ্বংস এবং চরম উদ্বেগ। এই সাম্প্রতিক উত্তেজনা নতুন নয় বরং তা বহন করছে এক দীর্ঘ ও সংঘাতপূর্ণ ইতিহাসের ধারাবাহিকতা। ভারত-পাকিস্তান দ্বন্দ্ব শুরু হয়েছিল ১৯৪৭ সালের দেশভাগ থেকেই। এরপর ১৯৪৮, ১৯৬৫ ও ১৯৭১ সালে তিনটি যুদ্ধ, এবং ১৯৯৯ সালের কারগিল সংঘাত-প্রতিটি ঘটনা দুদেশের মধ্যে বৈরিতার দেয়াল আরও পোক্ত করেছে। ১৯৮৬ সালে ভারতের 'অপারেশন ব্রাস ট্যাক্স' সামরিক মহড়া এবং পাকিস্তানের প্রতিক্রিয়া প্রথমবারের মতো পরমাণু যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করে। তবে শেষ মুহূর্তে কূটনৈতিক উদ্যোগে যুদ্ধ এড়ানো সম্ভব হয়। ১৯৯৯ সালে কারগিল যুদ্ধ, ২০০৩ সালে ভারতের সংসদে সন্ত্রাসী হামলার পর 'অপারেশন পরাক্রম', ২০১৬ সালের উরি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলার প্রতিক্রিয়ায় বালাকোট বিমান হামলা-প্রতিটি ঘটনাই নিয়ে এসেছে যুদ্ধের মতো উত্তেজনা, কিন্তু শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমেই সমাধান হয়েছে। ২০২৫ সালে শুরু হওয়া এই সর্বশেষ সংঘাত নিয়ে আবারও উদ্বেগে দক্ষিণ এশিয়া। বিশেষ করে গত মাসে কাশ্মীরের প্যাহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকেই বিশ্লেষকরা সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কা প্রকাশ করেছিলেন। এখন প্রশ্ন উঠছে-এই সংঘর্ষ কি আরেকটি পূর্ণাঙ্গ যুদ্ধে পরিণত হবে, নাকি অতীতের মতোই শেষ মুহূর্তে শান্তির বার্তা আসবে? ইতিহাস বলে, যতবার উত্তেজনা তুঙ্গে উঠেছে, ততবারই আন্তর্জাতিক চাপ বা কূটনৈতিক প্রক্রিয়া দুদেশকে যুদ্ধ এড়াতে বাধ্য করেছে। কিন্তু পারমাণবিক অস্ত্রধারী দুটি দেশের মধ্যে আরেকটি যুদ্ধের দাম চুকাতে হতে পারে পুরো বিশ্বেরই।·63 Views ·0 önizleme -
আপনার ব্র্যান্ডের প্রচারে জনসাথী এখন আপনার সাথেই!
আমাদের জনসাথী প্ল্যাটফর্মে প্রতিদিন লাখ লাখ ব্যবহারকারীর সরাসরি অংশগ্রহণ ও আগ্রহ আমাদের গর্বিত করে।
এখন থেকে আপনার পণ্য, সেবা বা ব্র্যান্ডকে জনসাথে তুলে ধরার সুযোগ পাচ্ছেন আপনিও।
আপনি যদি চান:
আপনার ব্র্যান্ডকে দেশের লক্ষ লক্ষ মানুষের সামনে তুলে ধরতে,
নির্দিষ্ট টার্গেট অডিয়েন্সকে পৌঁছাতে,
সম্পূর্ণ ডিজিটাল ও স্বচ্ছ প্রমোশন প্ল্যাটফর্মে কাজ করতে-
তাহলে জনসাথী হতে পারে আপনার সেরা সঙ্গী।
ব্র্যান্ড প্রমোশন করতে আগ্রহী হলে এখনই ইনবক্স করুন অথবা অফিসিয়াল যোগাযোগ মাধ্যম ব্যবহার করুন।
আমাদের টিম আপনাকে বিস্তারিত গাইডলাইন ও প্যাকেজ সম্পর্কে জানাবে।
দেশি ব্র্যান্ড হোক দেশীয় প্ল্যাটফর্মে পরিচিত – জনসাথী
- জনসাথী টিমআপনার ব্র্যান্ডের প্রচারে জনসাথী এখন আপনার সাথেই! আমাদের জনসাথী প্ল্যাটফর্মে প্রতিদিন লাখ লাখ ব্যবহারকারীর সরাসরি অংশগ্রহণ ও আগ্রহ আমাদের গর্বিত করে। এখন থেকে আপনার পণ্য, সেবা বা ব্র্যান্ডকে জনসাথে তুলে ধরার সুযোগ পাচ্ছেন আপনিও। আপনি যদি চান: আপনার ব্র্যান্ডকে দেশের লক্ষ লক্ষ মানুষের সামনে তুলে ধরতে, নির্দিষ্ট টার্গেট অডিয়েন্সকে পৌঁছাতে, সম্পূর্ণ ডিজিটাল ও স্বচ্ছ প্রমোশন প্ল্যাটফর্মে কাজ করতে- তাহলে জনসাথী হতে পারে আপনার সেরা সঙ্গী। ব্র্যান্ড প্রমোশন করতে আগ্রহী হলে এখনই ইনবক্স করুন অথবা অফিসিয়াল যোগাযোগ মাধ্যম ব্যবহার করুন। আমাদের টিম আপনাকে বিস্তারিত গাইডলাইন ও প্যাকেজ সম্পর্কে জানাবে। দেশি ব্র্যান্ড হোক দেশীয় প্ল্যাটফর্মে পরিচিত – জনসাথী - জনসাথী টিম·46 Views ·0 önizleme -
বিয়ের পর স্ত্রীর কাছে আপনিও চাইলে ভালো স্বামী হতে এই কাজ গুলো করে দেখতে পারেনঃ-
১.প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করুন যে আল্লাহ আপনাকে জীবন সঙ্গী হিসেবে একজন নারী কে স্ত্রী হিসেবে কিছু সময়ের জন্য দান করেছেন। অনেকেই আপনার মতো আছে যারা এই নিয়ামত থেকে বঞ্চিত। আবার অনেকেই এই নিয়ামতের কদর না করতে পেরে হাত ছাড়া করেছে।
আর নেক স্ত্রীর জন্য মৃ-ত্যু পর্যন্ত আল্লাহর কাছে অবিরাম দোআ করুন কেননা মনমানসিকতা বারবার পরিবর্তন হতে পারে।
২.স্ত্রীকে বুঝার চেষ্টা করুন। তার জ্ঞান, বুদ্ধি মন মানসিকতা, স্বভাব প্রকৃতি, দক্ষতা, গুণাবলী, দোষত্রুটি জেনে নিন।
একজন মানুষ হিসেবে আপনি ও শতভাগ পারফেক্ট না সেও না।ছোট খাট ভুল গুলো ক্ষমা করে দেন।
৩.তাকে আপনার মনের মতো গড়ে তুলার পরিকল্পনা নিন, আর এটা একদিনে হবে না, জোরাজোরি না করে আস্তেধীরে বুঝান।
৪.তার জ্ঞান, বুদ্ধি, যোগ্যতা, প্রতিভা, গুণাবলি বিকশিত করুন।তাকে সর্বগুনে ফুলের মতো প্রস্ফুটিত হতে দিন।
৫.তার মধ্যে যে দোষত্রুটি রয়েছে সেগুলো একজন সুচিকিৎসকের মতো নিরাময় করুন।কেননা তিনি তো আপনার ই স্ত্রী।
৬.তাকে আন্তরিকতার সাথে গভীরভাবে ভালোবাসুন।
৭.হাসি মনে, খুশি মনে,মন খুলে কথা বলুন।
৮.সবসময় ঝগড়া, মেজাজ খিটমিট, বকাঝকা করবেন না।
হিতে বিপরীত হবে।
৯.মাঝেমধ্যে তাকে নিয়ে তার পছন্দের জায়গায় ঘুরতে নিয়ে যাবেন, চার দেওয়ালে সবসময় বন্দী রাখবেন না।
১০.তার বিশ্বাসের জায়গা ঠিক রাখেন আপনি যেটা আশা করেন সেটা নিজে করে তারপর তাকে শিখিয়ে নিবেন।নিজে যা করেন না সেগুলোর আশাকরা বোকামি।
এভাবেই তার বিশ্বাস,ভালোবাসার জায়গা দখল করে নিন।
#alhamdulillah__الحمد__لله #Alhamdulillah
#jonosathiবিয়ের পর স্ত্রীর কাছে আপনিও চাইলে ভালো স্বামী হতে এই কাজ গুলো করে দেখতে পারেনঃ- ১.প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করুন যে আল্লাহ আপনাকে জীবন সঙ্গী হিসেবে একজন নারী কে স্ত্রী হিসেবে কিছু সময়ের জন্য দান করেছেন। অনেকেই আপনার মতো আছে যারা এই নিয়ামত থেকে বঞ্চিত। আবার অনেকেই এই নিয়ামতের কদর না করতে পেরে হাত ছাড়া করেছে। আর নেক স্ত্রীর জন্য মৃ-ত্যু পর্যন্ত আল্লাহর কাছে অবিরাম দোআ করুন কেননা মনমানসিকতা বারবার পরিবর্তন হতে পারে। ২.স্ত্রীকে বুঝার চেষ্টা করুন। তার জ্ঞান, বুদ্ধি মন মানসিকতা, স্বভাব প্রকৃতি, দক্ষতা, গুণাবলী, দোষত্রুটি জেনে নিন। একজন মানুষ হিসেবে আপনি ও শতভাগ পারফেক্ট না সেও না।ছোট খাট ভুল গুলো ক্ষমা করে দেন। ৩.তাকে আপনার মনের মতো গড়ে তুলার পরিকল্পনা নিন, আর এটা একদিনে হবে না, জোরাজোরি না করে আস্তেধীরে বুঝান। ৪.তার জ্ঞান, বুদ্ধি, যোগ্যতা, প্রতিভা, গুণাবলি বিকশিত করুন।তাকে সর্বগুনে ফুলের মতো প্রস্ফুটিত হতে দিন। ৫.তার মধ্যে যে দোষত্রুটি রয়েছে সেগুলো একজন সুচিকিৎসকের মতো নিরাময় করুন।কেননা তিনি তো আপনার ই স্ত্রী। ৬.তাকে আন্তরিকতার সাথে গভীরভাবে ভালোবাসুন। ৭.হাসি মনে, খুশি মনে,মন খুলে কথা বলুন। ৮.সবসময় ঝগড়া, মেজাজ খিটমিট, বকাঝকা করবেন না। হিতে বিপরীত হবে। ৯.মাঝেমধ্যে তাকে নিয়ে তার পছন্দের জায়গায় ঘুরতে নিয়ে যাবেন, চার দেওয়ালে সবসময় বন্দী রাখবেন না। ১০.তার বিশ্বাসের জায়গা ঠিক রাখেন আপনি যেটা আশা করেন সেটা নিজে করে তারপর তাকে শিখিয়ে নিবেন।নিজে যা করেন না সেগুলোর আশাকরা বোকামি। এভাবেই তার বিশ্বাস,ভালোবাসার জায়গা দখল করে নিন। #alhamdulillah__الحمد__لله #Alhamdulillah #jonosathi·81 Views ·0 önizleme -
ছেলে কিন্তু আগের মতো থাকবে না!
'ছেলে আর আগের মতো নেই' অনেক মা ছেলেকে বিয়ে দেয়ার পরে এভাবে চিন্তা করেন। আবার অনেকে তো এই ভয়ে সময় হয়ে গেলেও ছেলের বিয়ে দিতে গড়িমসি করেন। মনের মধ্যে এক অজানা আতঙ্ক-ছেলে বুঝি আর আমার থাকল না। একজন মা যখন এভাবে চিন্তা করেন, তার তো বুকটা চিরে যাবার কথা।
কিন্তু সম্মানিতা মা, আপনি আরেকটু ভিন্নভাবে চিন্তা করতে পারেন। ছেলের বিয়ের পরও সে আগের মতোই থাকবে, এটা একটা ভুল প্রত্যাশা হয়ে যায় না? সে কীভাবে আগের মতো থাকবে? এখন তাকে নতুন একটি নারীর সাথে সম্পর্ক বজায় রেখে চলতে হয়, নতুন আরেকটি পরিবারের সাথে সংযোগ স্থাপন করতে হয়। স্ত্রীর হক আদায়ে সচেষ্ট থাকতে হয়। পরিবারে যখন সন্তান আসে, সেই সন্তানের অভিভাবকত্ব করতে হয়। নতুন নতুন অনেকগুলো সম্পর্কের সাথে বোঝাপড়া করতে হয়। বাস্তবিকই, সে তো আর আগের মতো নেই। হাজারো দায়িত্ব তার কাঁধে।
এটা তো আনন্দের একটা বিষয় যে, আপনার ছেলে একটি মেয়ের দায়িত্ব নিতে শিখেছে। এ তো গর্ব করার মতো বিষয় যে, আমার ছেলে আরও একটি পরিবারের সাথে ভারসাম্য বজায় রেখে চলতে পারছে।
ছেলের এই পথচলায় আপনি একজন সাহায্যকারী হতে পারেন। বিবাহিত জীবনে ছেলের পদক্ষেপকে সাফল্যমণ্ডিত করতে আপনার উৎসাহ, উদ্দীপনা, অনুপ্রেরণা নিঃসন্দেহে আপনার সন্তানের জন্য সবচেয়ে বড় উপহার।
বই : অন্দরমহলছেলে কিন্তু আগের মতো থাকবে না! 'ছেলে আর আগের মতো নেই' অনেক মা ছেলেকে বিয়ে দেয়ার পরে এভাবে চিন্তা করেন। আবার অনেকে তো এই ভয়ে সময় হয়ে গেলেও ছেলের বিয়ে দিতে গড়িমসি করেন। মনের মধ্যে এক অজানা আতঙ্ক-ছেলে বুঝি আর আমার থাকল না। একজন মা যখন এভাবে চিন্তা করেন, তার তো বুকটা চিরে যাবার কথা। কিন্তু সম্মানিতা মা, আপনি আরেকটু ভিন্নভাবে চিন্তা করতে পারেন। ছেলের বিয়ের পরও সে আগের মতোই থাকবে, এটা একটা ভুল প্রত্যাশা হয়ে যায় না? সে কীভাবে আগের মতো থাকবে? এখন তাকে নতুন একটি নারীর সাথে সম্পর্ক বজায় রেখে চলতে হয়, নতুন আরেকটি পরিবারের সাথে সংযোগ স্থাপন করতে হয়। স্ত্রীর হক আদায়ে সচেষ্ট থাকতে হয়। পরিবারে যখন সন্তান আসে, সেই সন্তানের অভিভাবকত্ব করতে হয়। নতুন নতুন অনেকগুলো সম্পর্কের সাথে বোঝাপড়া করতে হয়। বাস্তবিকই, সে তো আর আগের মতো নেই। হাজারো দায়িত্ব তার কাঁধে। এটা তো আনন্দের একটা বিষয় যে, আপনার ছেলে একটি মেয়ের দায়িত্ব নিতে শিখেছে। এ তো গর্ব করার মতো বিষয় যে, আমার ছেলে আরও একটি পরিবারের সাথে ভারসাম্য বজায় রেখে চলতে পারছে। ছেলের এই পথচলায় আপনি একজন সাহায্যকারী হতে পারেন। বিবাহিত জীবনে ছেলের পদক্ষেপকে সাফল্যমণ্ডিত করতে আপনার উৎসাহ, উদ্দীপনা, অনুপ্রেরণা নিঃসন্দেহে আপনার সন্তানের জন্য সবচেয়ে বড় উপহার। বই : অন্দরমহল·80 Views ·0 önizleme -
মহামারি না অসচেতনতা!
রাত ২:৩৭ মিনিট।
ঘুম ভেঙে গেছে রাবেয়ার।
চোখ খোলার আগে হাত চলে গেছে কনুইতে।
চুলকাচ্ছে।
চুলকাতে চুলকাতে এবার হাত গেছে আঙুলের ফাঁকে, পেটের পাশে, এমনকি কোমরের নিচে…
“আল্লাহ! এই কীসের চুলকানি!”
ঘুমের মধ্যে পাশেই ঘুমানো ছোট বোনও উঠে পড়েছে।
তারও একই জ্বালা।
এটা শুধু রাবেয়া না—এটা এখন দেশের শতশত মানুষের গল্প।
এই চুলকানির নাম স্ক্যাবিস (Scabies)।
⸻
স্ক্যাবিস কী?
একটা ক্ষুদ্র কীট – নাম Sarcoptes scabiei।
চামড়ার নিচে সুড়ঙ্গ খোঁড়ে।
সেই সুড়ঙ্গেই ডিম পাড়ে।
চুলকানি আর জ্বালাপোড়ার রাজত্ব গড়ে তোলে।
⸻
চেনার উপায়?
• রাত বাড়ার সাথে সাথে চুলকানি বেড়ে যায়।
• আঙুলের ফাঁকে, কনুইয়ে, কোমরে, বুকের নিচে ছোট ছোট ফুসকুড়ি দেখা যায়।
• একই বিছানায় থাকা অন্যেরও চুলকানি শুরু হয়।
• চুলকাতে চুলকাতে ঘুম হারাম হয়ে যায়।
⸻
কেন এমন হচ্ছে এখন?
• প্রচণ্ড গরম ও ঘাম
• একই বিছানা, তোয়ালে, বালিশ ব্যবহার
• অপ্রয়োজনীয় স্টেরয়েড মলম
• একজনের থেকে আরেকজনের গায়ে গায়ে ছড়িয়ে পড়ছে প্রতিদিন
⸻
কি করবেন?
১. একজন না, পুরো পরিবারকে একসাথে চিকিৎসা নিতে হবে।
২. সঠিক ডাক্তার অতিরিক্ত নির্দেশিত মলম ব্যবহার করতে হবে।
৩. জামা-কাপড়, চাদর, তোয়ালে গরম পানিতে ধুয়ে ৩ দিন রোদে শুকাতে হবে।
৪. তোয়ালে, বালিশ, কম্বল শেয়ার নয়।
৫. রোগ লুকাবেন না—লজ্জা না, সচেতনতা জরুরি।
⸻
চুলকানি মানেই এলার্জি না—
চুলকানি মানেই ঘরোয়া মলম না—
চুলকানি মানেই হতে পারে স্ক্যাবিস!
তাই এখনই একসাথে রুখে দাঁড়ান।
নয়তো চুলকাতে চুলকাতে আপনি নিজেও…
রাত ২:৩৭-এ ঘুম ভাঙার তালিকায় ঢুকে যাবেন।
—
©ডা.তোফায়েল আহমেদমহামারি না অসচেতনতা! রাত ২:৩৭ মিনিট। ঘুম ভেঙে গেছে রাবেয়ার। চোখ খোলার আগে হাত চলে গেছে কনুইতে। চুলকাচ্ছে। চুলকাতে চুলকাতে এবার হাত গেছে আঙুলের ফাঁকে, পেটের পাশে, এমনকি কোমরের নিচে… “আল্লাহ! এই কীসের চুলকানি!” ঘুমের মধ্যে পাশেই ঘুমানো ছোট বোনও উঠে পড়েছে। তারও একই জ্বালা। এটা শুধু রাবেয়া না—এটা এখন দেশের শতশত মানুষের গল্প। এই চুলকানির নাম স্ক্যাবিস (Scabies)। ⸻ স্ক্যাবিস কী? একটা ক্ষুদ্র কীট – নাম Sarcoptes scabiei। চামড়ার নিচে সুড়ঙ্গ খোঁড়ে। সেই সুড়ঙ্গেই ডিম পাড়ে। চুলকানি আর জ্বালাপোড়ার রাজত্ব গড়ে তোলে। ⸻ চেনার উপায়? • রাত বাড়ার সাথে সাথে চুলকানি বেড়ে যায়। • আঙুলের ফাঁকে, কনুইয়ে, কোমরে, বুকের নিচে ছোট ছোট ফুসকুড়ি দেখা যায়। • একই বিছানায় থাকা অন্যেরও চুলকানি শুরু হয়। • চুলকাতে চুলকাতে ঘুম হারাম হয়ে যায়। ⸻ কেন এমন হচ্ছে এখন? • প্রচণ্ড গরম ও ঘাম • একই বিছানা, তোয়ালে, বালিশ ব্যবহার • অপ্রয়োজনীয় স্টেরয়েড মলম • একজনের থেকে আরেকজনের গায়ে গায়ে ছড়িয়ে পড়ছে প্রতিদিন ⸻ কি করবেন? ১. একজন না, পুরো পরিবারকে একসাথে চিকিৎসা নিতে হবে। ২. সঠিক ডাক্তার অতিরিক্ত নির্দেশিত মলম ব্যবহার করতে হবে। ৩. জামা-কাপড়, চাদর, তোয়ালে গরম পানিতে ধুয়ে ৩ দিন রোদে শুকাতে হবে। ৪. তোয়ালে, বালিশ, কম্বল শেয়ার নয়। ৫. রোগ লুকাবেন না—লজ্জা না, সচেতনতা জরুরি। ⸻ চুলকানি মানেই এলার্জি না— চুলকানি মানেই ঘরোয়া মলম না— চুলকানি মানেই হতে পারে স্ক্যাবিস! তাই এখনই একসাথে রুখে দাঁড়ান। নয়তো চুলকাতে চুলকাতে আপনি নিজেও… রাত ২:৩৭-এ ঘুম ভাঙার তালিকায় ঢুকে যাবেন। — ©ডা.তোফায়েল আহমেদ·53 Views ·0 önizleme
Arama Sonuçları