অতীত ভুলতে কিংবা অবসরে বিনোদন নিতে যারা সম্পর্কে জড়ায়, তারা বিপদজনক! এরা নিজের সুবিধা আর স্বার্থ ছাড়া দ্বিতীয় কিছু ভাবে না। নিজে ভালো থাকতে দিনের পর দিন অন্য কারো সময় এবং অনুভূতি ব্যয় করিয়ে তাকে প্রচন্ড নিঃসঙ্গ করে দেয়াই এদের কাজ।
ওরা ভালোবাসে না, ভালোবাসার ভান করে মাত্র। অবসরে নিজের নিঃসঙ্গতা দূর করতে এরা মানুষের আবেগ এবং বিশ্বাস নিয়ে খেলা করে।
খেয়াল করে দেখবেন,
এরা নিজের সুবিধা অনুযায়ী সময় দেয়। আপনার মন খারাপ, একাকিত্ব কিংবা প্রয়োজনে এদের নাগাল পাবেন না কখনোই। আপনার অনুভূতি, সময়কে ব্যবহার করে যখন এরা আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে, তখন আপনাকে এভোয়েড করা শুরু করবে।
প্রচন্ড লেভেলের মাইন্ড গেইম খেলে এরা। নিজের কোনো প্রকার দোষ না রেখে, সম্পর্ক থেকে অনায়াসে বের হতে এরা ব্যস্ততা আর পরিস্থিতির অজুহাতের নাম করে এড়িয়ে চলে, যাতে আপনি নিজেই সম্পর্ক থেকে সরে যান। অতীত ভুলতে কিংবা অবসরে সময় কাটাতে এসব মানুষ ঠিক এমন মানুষদের বেছে নেয়, যারা প্রতিশোধ নিবে না কখনোই।
একটু ইমোশনাল, স্রেফ ভালোবাসা লোভী, সরল, এবং শান্ত স্বভাবের মানুষগুলোই তাদের পছন্দের কাতারে থাকে। এরা চালাক-চতুর মানুষ একদমই পছন্দ করে না। নিজের দিকটা ঠিকঠাক সামলে রেখে, এরা সম্পর্কে ভাসমান অবস্থায় থাকে। যেকোনো মূহুর্তে এরা সম্পর্ক থেকে নিজেকে বের করে নিয়ে আসার ক্ষমতা রাখে।
এসব ভণ্ড মানুষগুলো ঠিক যেমন চায়, তেমন না হলে এরা সম্পর্ক রাখে না। সম্পর্কে যদি সিরিয়াস হয়ে যান, যদি সত্যি ভালোবেসে ফেলেন, তবে যেকোনো উপায়েই তারা সম্পর্ক থেকে সরে দাঁড়াবে। এরা চায়, ঠিক এদের মতোই জাস্ট টাইম পাস করে এমন মানুষ।
সিরিয়াস হয়ে গেলে বাস্তবতা, পরিস্থিতি, আর পরিবারের অজুহাত দিয়ে এরা সম্পর্ক থেকে মূহুর্তেই সরে দাঁড়ায়। আপনার প্রয়োজন ফুরিয়ে গেলে এরা ছুটে নতুন কোনো টার্গেটে, নতুন কারো কাছে।
এরা কারো জীবনে স্থায়ী হয়ে আসে না। একজনের কাছে যতটুকু ভালো থাকে, ঠিক অন্য আরেকজনের সাথে আরও বেশি ভালো থাকার জন্য এরা মূহুর্তেই সম্পর্কের ইতি টানে। এরা ভাসমান, এদের বিশ্বাস করে নিজের ধ্বংস নিজে ডেকে আনার কোনো মানে নেই।
.
.
.
#jonosathi # jonosathiviral # jonosatipoint
অতীত ভুলতে কিংবা অবসরে বিনোদন নিতে যারা সম্পর্কে জড়ায়, তারা বিপদজনক! এরা নিজের সুবিধা আর স্বার্থ ছাড়া দ্বিতীয় কিছু ভাবে না। নিজে ভালো থাকতে দিনের পর দিন অন্য কারো সময় এবং অনুভূতি ব্যয় করিয়ে তাকে প্রচন্ড নিঃসঙ্গ করে দেয়াই এদের কাজ।
ওরা ভালোবাসে না, ভালোবাসার ভান করে মাত্র। অবসরে নিজের নিঃসঙ্গতা দূর করতে এরা মানুষের আবেগ এবং বিশ্বাস নিয়ে খেলা করে।
খেয়াল করে দেখবেন,
এরা নিজের সুবিধা অনুযায়ী সময় দেয়। আপনার মন খারাপ, একাকিত্ব কিংবা প্রয়োজনে এদের নাগাল পাবেন না কখনোই। আপনার অনুভূতি, সময়কে ব্যবহার করে যখন এরা আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে, তখন আপনাকে এভোয়েড করা শুরু করবে।
প্রচন্ড লেভেলের মাইন্ড গেইম খেলে এরা। নিজের কোনো প্রকার দোষ না রেখে, সম্পর্ক থেকে অনায়াসে বের হতে এরা ব্যস্ততা আর পরিস্থিতির অজুহাতের নাম করে এড়িয়ে চলে, যাতে আপনি নিজেই সম্পর্ক থেকে সরে যান। অতীত ভুলতে কিংবা অবসরে সময় কাটাতে এসব মানুষ ঠিক এমন মানুষদের বেছে নেয়, যারা প্রতিশোধ নিবে না কখনোই।
একটু ইমোশনাল, স্রেফ ভালোবাসা লোভী, সরল, এবং শান্ত স্বভাবের মানুষগুলোই তাদের পছন্দের কাতারে থাকে। এরা চালাক-চতুর মানুষ একদমই পছন্দ করে না। নিজের দিকটা ঠিকঠাক সামলে রেখে, এরা সম্পর্কে ভাসমান অবস্থায় থাকে। যেকোনো মূহুর্তে এরা সম্পর্ক থেকে নিজেকে বের করে নিয়ে আসার ক্ষমতা রাখে।
এসব ভণ্ড মানুষগুলো ঠিক যেমন চায়, তেমন না হলে এরা সম্পর্ক রাখে না। সম্পর্কে যদি সিরিয়াস হয়ে যান, যদি সত্যি ভালোবেসে ফেলেন, তবে যেকোনো উপায়েই তারা সম্পর্ক থেকে সরে দাঁড়াবে। এরা চায়, ঠিক এদের মতোই জাস্ট টাইম পাস করে এমন মানুষ।
সিরিয়াস হয়ে গেলে বাস্তবতা, পরিস্থিতি, আর পরিবারের অজুহাত দিয়ে এরা সম্পর্ক থেকে মূহুর্তেই সরে দাঁড়ায়। আপনার প্রয়োজন ফুরিয়ে গেলে এরা ছুটে নতুন কোনো টার্গেটে, নতুন কারো কাছে।
এরা কারো জীবনে স্থায়ী হয়ে আসে না। একজনের কাছে যতটুকু ভালো থাকে, ঠিক অন্য আরেকজনের সাথে আরও বেশি ভালো থাকার জন্য এরা মূহুর্তেই সম্পর্কের ইতি টানে। এরা ভাসমান, এদের বিশ্বাস করে নিজের ধ্বংস নিজে ডেকে আনার কোনো মানে নেই।
.
.
.
#jonosathi # jonosathiviral # jonosatipoint