Upgrade to Pro

  • ইসলাম বা কুরআনকে নিয়ে মক করার মতো ছেলে মাশনূন না।

    মাশনূন জামায়াত বিরোধী রাজনীতি করবে, সেইটা মাশনূনের চয়েজ।

    যে স্ক্রিনশট নিয়ে সবাই ঝাপিয়ে পড়েছে, ঐখানে মাশনূন কুরআনের আয়াত বা ইসলামকে মক করেনি। মক করেছে জামাত শিবিরকে।

    এই অধিকার মাশনূনের আছে।

    যেমন ধরেন আবু ত্বহা আদনান, তারেক মনোয়ার আর কাজী ইব্রাহীমদের ইসলামিক কথা বার্তা নিয়েও আমরা মক করি। তার মানে এই না যে ইসলাম নিয়ে মক করতেছি।

    জামাত শিবিরকে যতবার ডিহিউম্যানাইজ করার চেষ্টা হয়েছে, আমি তার বিরুদ্ধে দাড়াইছি। ভবিষ্যতেও দাঁড়াবো।

    বাট জামাত শিবির নিজেই এখন মাশনূনকে ডিহিউম্যানাইজ করার নোংরামিটা করতেছে। প্রথমে জিন্নাহ টুপি নিয়ে নোংরামি করলো, এখন আবার জামায়াতের ফেসবুক পোস্টের স্ক্রিনশট নিয়ে নোংরামি করতেছে।

    এইসব নোংরামি বন্ধ করেন।

    সমালোচনা নিতে শেখেন। নিজের দলের সমালোচনাকে দলের সমালোচনা হিসেবে পোট্রে করে পারলে উত্তর দেন।

    দলের সমালোচনা করা একটা পোস্টকে ধর্মের সমালোচনা হিসেবে দেখানো কতটা নোংরামি, বোঝেন না?

    আওয়ামীলীগের পেইজ থেকে যখন হাদিস শেয়ার করে, আমরা সবাই মিলেই তো ট্রল করি। ঐটা আওয়ামীলীগকে ট্রল করা হয়, হাদিসকে না।

    জামাতকে মক করলে ইসলামকে মক করা হয় না, এই সহজ কথাটা আপনারাও বুঝেন।

    বুঝেও এমন নোংরামি করার মানে কী?
    #sadiqur Rahman Khan
    ইসলাম বা কুরআনকে নিয়ে মক করার মতো ছেলে মাশনূন না। মাশনূন জামায়াত বিরোধী রাজনীতি করবে, সেইটা মাশনূনের চয়েজ। যে স্ক্রিনশট নিয়ে সবাই ঝাপিয়ে পড়েছে, ঐখানে মাশনূন কুরআনের আয়াত বা ইসলামকে মক করেনি। মক করেছে জামাত শিবিরকে। এই অধিকার মাশনূনের আছে। যেমন ধরেন আবু ত্বহা আদনান, তারেক মনোয়ার আর কাজী ইব্রাহীমদের ইসলামিক কথা বার্তা নিয়েও আমরা মক করি। তার মানে এই না যে ইসলাম নিয়ে মক করতেছি। জামাত শিবিরকে যতবার ডিহিউম্যানাইজ করার চেষ্টা হয়েছে, আমি তার বিরুদ্ধে দাড়াইছি। ভবিষ্যতেও দাঁড়াবো। বাট জামাত শিবির নিজেই এখন মাশনূনকে ডিহিউম্যানাইজ করার নোংরামিটা করতেছে। প্রথমে জিন্নাহ টুপি নিয়ে নোংরামি করলো, এখন আবার জামায়াতের ফেসবুক পোস্টের স্ক্রিনশট নিয়ে নোংরামি করতেছে। এইসব নোংরামি বন্ধ করেন। সমালোচনা নিতে শেখেন। নিজের দলের সমালোচনাকে দলের সমালোচনা হিসেবে পোট্রে করে পারলে উত্তর দেন। দলের সমালোচনা করা একটা পোস্টকে ধর্মের সমালোচনা হিসেবে দেখানো কতটা নোংরামি, বোঝেন না? আওয়ামীলীগের পেইজ থেকে যখন হাদিস শেয়ার করে, আমরা সবাই মিলেই তো ট্রল করি। ঐটা আওয়ামীলীগকে ট্রল করা হয়, হাদিসকে না। জামাতকে মক করলে ইসলামকে মক করা হয় না, এই সহজ কথাটা আপনারাও বুঝেন। বুঝেও এমন নোংরামি করার মানে কী? #sadiqur Rahman Khan
    Like
    1
    ·105 Views ·0 Reviews
  • #jonosathi #viral Md Khalilur Rahman
    #jonosathi #viral [kxkhalilurrahman]
    Love
    1
    1 Comments ·74 Views ·0 Reviews
  • Mayai jorano jabe na manus asbe mishbe abar otithi pakhir moto ure jabe
    Mayai jorano jabe na manus asbe mishbe abar otithi pakhir moto ure jabe
    Love
    1
    ·80 Views ·0 Reviews
  • New move clips
    #action #romantic #short video
    New move clips 😊 #action #romantic #short video
    Love
    Like
    Haha
    Angry
    15
    1 Comments ·258 Views ·0 Reviews
  • Sussan Ley becomes first woman to lead Australia's Liberal Party after election defeat
    https://tinyurl.com/3fz2krzs
    Sussan Ley becomes first woman to lead Australia's Liberal Party after election defeat https://tinyurl.com/3fz2krzs
    TINYURL.COM
    Sussan Ley becomes first woman to lead Australia's Liberal Party after election defeat .
    News Satkhira Bangladesh Rehar News 24
    Love
    Wow
    3
    ·148 Views ·0 Reviews
  • জামাত বিএনপি এনসিপি বুঝি না।

    কোন ধরণের চেতনাবাজির সাথে আমি নাই।

    এই চেতনা দিয়েই আমার এলাকার সবচে নিরীহ, আমার দেখা এখন পর্যন্ত ফেরেশতার মতো মানুষ, হাফিজুর ভাইকে হত্যা করা হয়েছে।

    হাফিজুর ভাই তখন শিবির করতো, আমি তখন নতুন নতুন ছাত্র ইউনিয়নের মিটিং এ যাওয়া শুরু করেছি। ধর্মীয় রাজনীতি মুক্ত দেশের স্বপ্ন দেখতাম।

    বাট হাফিজুর ভাইকে এক মুহূর্তের জন্যও অপছন্দ করতে পারিনি।

    উনার সাথে আমার শেষ দেখা হয়েছিলো রাজশাহী সেন্ট্রাল লাইব্রেরিতে।

    দেখা হওয়ার পর হাতের বই রেখে উনার সাথে আড্ডা দিতে দিতে মালোপাড়ার এদিকে চলে আসলাম।

    হাফিজুর ভাই নতুন একটা ফ্ল্যাট নিসে। এডমিশন কোচিং করানোর জন্য।

    ঘুরে ঘুরে দেখাইলো। উনি রাজশাহী ইউনিভার্সিটির পাবলিক এডমিনে পড়েন তখন।

    কত স্বপ্ন!!

    আমরা খুশি হলাম। যাক, পলিটিকাল ঝগড়া গন্ডগোল করার একটা জায়গা হলো বলে।

    হাফিজুর ভাইকে আমি রাজাকার বলে গালি দিছি অনেকবার।

    বয়স কম।রক্ত গরম। প্রচুর তর্ক করতাম। ভাই আমার সাথে তর্কে কোনদিন জিতেন নাই।ইচ্ছা করেই হাইরা যাইতেন।

    আর হাসতেন।

    সেই হাফিজুর ভাইকে একদিন সকালে পুলিশ তুলে নিয়ে গেল।

    চারদিন পর মৃত ফেরত দিলো।

    ক্যান্সারের রোগী ছিলো। ওষুধটাও খাইতে দেয় নাই। বড় ভাই ওষুধ নিয়ে জেলগেটে গেছিলো। দিতে দেয় নাই।

    আমার আব্বুকে আমি কোনদিন কারো মৃত্যুতে কানতে দেখিনি।

    খুবই শক্ত মানুষ।

    হাফিজুর ভাইয়ের মৃত্যুর পর আব্বুকে আমি কানতে দেখছিলাম। বলছিলো, এতো ভালো একটা মানুষকেও এমনে মাইরা ফেলা যায়? এইটা কোন দেশ না জঙ্গল?

    সবচে দুঃখের ব্যাপার কী জানেন?

    যেই মামলাতে উনাকে তুলে নিয়ে মেরে দেওয়া হয়েছিলো, সেই মামলার রায় হয়েছে। সেই রায়ের কোথাও আমার ভাইটার নাম নাই।

    জাস্ট নিরীহ একটা ছেলেকে তুলে নিয়ে মেরে ফেলেছে।

    কেন? কারণ সে চেতনা ধারণ করে না।

    সেই থেকে এই চেতনা আমি ঘৃণা করি।

    আমি ছোট মানুষ, আইন কম বুঝি, রাজনীতিও কম বুঝি। শুধু এইটুক বুঝি, এই চেতনার স্কুইড গেম আমার দেখা সবচে ভালো মানুষটারে তুলে নিয়ে মেরে ফেলছে।

    এরপর থেকে এই চেতনা আমি ঘৃণা করি ।

    এই বাইনারি আমি ঘৃণা করি।

    আমি মুক্তিযুদ্ধকে ওউন করা মানুষ। ৭১ এর আগের শেখ মুজিব, ৭১ এর জিয়াউর রহমান, খালেদ মোশাররফ, কর্ণেল তাহের, ভাসানীরা আমার হিরো। আমার সবচে প্রিয় বইগুলোর একটার নাম জোছনা ও জননীর গল্প। আমার প্রিয় মুভির নাম শ্যামল ছায়া, আগুনের পরশমনি।

    আমি গণহত্যার পক্ষে থাকা সবার বিচার চাই। আমি গণহত্যার পক্ষে থাকা কারো রাজনীতি করতে দেওয়ার পক্ষেও না।

    বাট আমি এই চেতনা ব্যবসার বিরুদ্ধে।

    যেই চেতনা আমার ২১ বছরের নিরীহ ভাইটাকে রাজাকার বলে আমার কাছে থেকে নিয়ে গেছে, সেই চেতনার ব্যবসাকে আমি আজীবন ঘৃণা করে যাবো।

    সে আমার যত কাছের মানুষই সেই চেতনার ব্যবসা করুক না কেন!!
    #Sadiqur Rahman Khan
    জামাত বিএনপি এনসিপি বুঝি না। কোন ধরণের চেতনাবাজির সাথে আমি নাই। এই চেতনা দিয়েই আমার এলাকার সবচে নিরীহ, আমার দেখা এখন পর্যন্ত ফেরেশতার মতো মানুষ, হাফিজুর ভাইকে হত্যা করা হয়েছে। হাফিজুর ভাই তখন শিবির করতো, আমি তখন নতুন নতুন ছাত্র ইউনিয়নের মিটিং এ যাওয়া শুরু করেছি। ধর্মীয় রাজনীতি মুক্ত দেশের স্বপ্ন দেখতাম। বাট হাফিজুর ভাইকে এক মুহূর্তের জন্যও অপছন্দ করতে পারিনি। উনার সাথে আমার শেষ দেখা হয়েছিলো রাজশাহী সেন্ট্রাল লাইব্রেরিতে। দেখা হওয়ার পর হাতের বই রেখে উনার সাথে আড্ডা দিতে দিতে মালোপাড়ার এদিকে চলে আসলাম। হাফিজুর ভাই নতুন একটা ফ্ল্যাট নিসে। এডমিশন কোচিং করানোর জন্য। ঘুরে ঘুরে দেখাইলো। উনি রাজশাহী ইউনিভার্সিটির পাবলিক এডমিনে পড়েন তখন। কত স্বপ্ন!! আমরা খুশি হলাম। যাক, পলিটিকাল ঝগড়া গন্ডগোল করার একটা জায়গা হলো বলে। হাফিজুর ভাইকে আমি রাজাকার বলে গালি দিছি অনেকবার। বয়স কম।রক্ত গরম। প্রচুর তর্ক করতাম। ভাই আমার সাথে তর্কে কোনদিন জিতেন নাই।ইচ্ছা করেই হাইরা যাইতেন। আর হাসতেন। সেই হাফিজুর ভাইকে একদিন সকালে পুলিশ তুলে নিয়ে গেল। চারদিন পর মৃত ফেরত দিলো। ক্যান্সারের রোগী ছিলো। ওষুধটাও খাইতে দেয় নাই। বড় ভাই ওষুধ নিয়ে জেলগেটে গেছিলো। দিতে দেয় নাই। আমার আব্বুকে আমি কোনদিন কারো মৃত্যুতে কানতে দেখিনি। খুবই শক্ত মানুষ। হাফিজুর ভাইয়ের মৃত্যুর পর আব্বুকে আমি কানতে দেখছিলাম। বলছিলো, এতো ভালো একটা মানুষকেও এমনে মাইরা ফেলা যায়? এইটা কোন দেশ না জঙ্গল? সবচে দুঃখের ব্যাপার কী জানেন? যেই মামলাতে উনাকে তুলে নিয়ে মেরে দেওয়া হয়েছিলো, সেই মামলার রায় হয়েছে। সেই রায়ের কোথাও আমার ভাইটার নাম নাই। জাস্ট নিরীহ একটা ছেলেকে তুলে নিয়ে মেরে ফেলেছে। কেন? কারণ সে চেতনা ধারণ করে না। সেই থেকে এই চেতনা আমি ঘৃণা করি। আমি ছোট মানুষ, আইন কম বুঝি, রাজনীতিও কম বুঝি। শুধু এইটুক বুঝি, এই চেতনার স্কুইড গেম আমার দেখা সবচে ভালো মানুষটারে তুলে নিয়ে মেরে ফেলছে। এরপর থেকে এই চেতনা আমি ঘৃণা করি । এই বাইনারি আমি ঘৃণা করি। আমি মুক্তিযুদ্ধকে ওউন করা মানুষ। ৭১ এর আগের শেখ মুজিব, ৭১ এর জিয়াউর রহমান, খালেদ মোশাররফ, কর্ণেল তাহের, ভাসানীরা আমার হিরো। আমার সবচে প্রিয় বইগুলোর একটার নাম জোছনা ও জননীর গল্প। আমার প্রিয় মুভির নাম শ্যামল ছায়া, আগুনের পরশমনি। আমি গণহত্যার পক্ষে থাকা সবার বিচার চাই। আমি গণহত্যার পক্ষে থাকা কারো রাজনীতি করতে দেওয়ার পক্ষেও না। বাট আমি এই চেতনা ব্যবসার বিরুদ্ধে। যেই চেতনা আমার ২১ বছরের নিরীহ ভাইটাকে রাজাকার বলে আমার কাছে থেকে নিয়ে গেছে, সেই চেতনার ব্যবসাকে আমি আজীবন ঘৃণা করে যাবো। সে আমার যত কাছের মানুষই সেই চেতনার ব্যবসা করুক না কেন!! #Sadiqur Rahman Khan
    Love
    Like
    12
    1 Comments ·539 Views ·0 Reviews
  • আল-আকসার করুণ চিত্র হৃদয় বিদারক। নিরীহ মানুষের রক্তে রঞ্জিত পবিত্র ভূমি আজ ন্যায়বিচারের আকুল আর্তনাদ করছে। এই কবিতাটি তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা, যাঁরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন।
    আসুন আমরা একসাথে আওয়াজ তুলি—শান্তির জন্য, ন্যায়ের জন্য।
    #আবাবিলেরআহ্বান — মোঃ সাগর আলী"

    #SavePalestine #FreeAlAqsa #PoetryForPeace #JusticeForPalestine #PrayForGaza #PeaceNotWar #StandForHumanity #মোঃসাগরআলী #কবিতা @highlight Muhammad Yunus Elias Hossain Cristiano Ronaldo Ariful Islam Arif
    আল-আকসার করুণ চিত্র হৃদয় বিদারক। নিরীহ মানুষের রক্তে রঞ্জিত পবিত্র ভূমি আজ ন্যায়বিচারের আকুল আর্তনাদ করছে। এই কবিতাটি তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা, যাঁরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। আসুন আমরা একসাথে আওয়াজ তুলি—শান্তির জন্য, ন্যায়ের জন্য। #আবাবিলেরআহ্বান — মোঃ সাগর আলী" #SavePalestine #FreeAlAqsa #PoetryForPeace #JusticeForPalestine #PrayForGaza #PeaceNotWar #StandForHumanity #মোঃসাগরআলী #কবিতা @highlight Muhammad Yunus Elias Hossain Cristiano Ronaldo Ariful Islam Arif
    Like
    Love
    4
    ·135 Views ·0 Reviews
  • Op man
    Op man
    Like
    Love
    2
    ·168 Views ·0 Reviews
  • তাহমিদ ভাইয়ের বাবার অবস্থা ভালো না।

    প্রচুর ব্লিডিং হচ্ছে।

    শাহাদাত এখনও বাসাতেই আছে। এখন পর্যন্ত ওর গায়ে ফুলের টোকাও পড়ে নাই।

    তাহমিদ ভাইয়ের বাবার উপরের হামলা এক অর্থে আমাদের উপর হামলাও।

    আমার খালি এটুকু মনে থাকবে, ধানমন্ডি ৩২ ভেঙে আর আওয়ামীলীগের বিরোধিতা করে একটা ছেলে ক্রমাগত ফাইট করে গেছে।

    ৩ মাস ধরে সরকারের কাছে প্রোটেকশন চাইয়া গেছে।

    সরকার কিছুই করে নাই। জাস্ট কিচ্ছু না।

    যখন তাহমিদ ভাইয়ের বাবা রক্তাক্ত হচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে আমাদের জুলাই এর ঠিকাদাররা স্লোগানে স্লোগানে মুখরিত করছিলো চারপাশ।

    মানে আমি আপনি মরলেও সর্বোচ্চ দুইটা স্লোগান পাবেন।

    এর বেশি কিছু পাবেন না।

    হাসিনার বাংলাদেশে মানুষের চে চেতনার দাম বেশি ছিলো।

    আমরা চাইছিলাম এমন এক বাংলাদেশ, যেই বাংলাদেশে চেতনার চে মানুষের দাম হবে বেশি। ৫ আগস্টের পর আমাদের আশা ছিলো এমন এক বাংলাদেশের, যেই বাংলাদেশে কথার দেশপ্রেমের চে কাজের দেশপ্রেমটা বেশি দেখবো।

    হলো না।

    নেতারা এসে ফেসবুকে বলছেন, ৪৭ আমার, ৭১ আমার, ২৪ আমার।

    একেবারে দেশপ্রেমের নহর বইয়ে দিতেছেন।

    অথচ ঠিক ঐ সময়ে তাদেরই একজন কমরেড রক্তাক্ত হচ্ছে, তারা প্রোটেকশন দিচ্ছেন না।

    তাই জুলাই এর নয় মাস পরেও তাহমিদ ভাইয়ের বাবা হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে।

    সন্ত্রাসী শাহাদত নিজের বাসায় বসে আরাম কেদারায় আরাম করছেন।

    ইউনূস আশার বাণী শোনাচ্ছেন, সারা বিশ্ব নাকি আমাদের দিকে তাকাই আছে।

    আর ছাত্রনেতারা এরে ওরে রাজাকার ট্যাগ দিতেছেন।

    ওদিকে বিপ্লবীরা মরতেছে।

    হাসিনার সময়েও মরেছে।

    এখনও মরেছে।

    তাহমিদ ভাইয়ের এই ঘটনা আমাদের বুঝাইয়া দেয়, এই বিপ্লব বেহাত হইছে। হেলাল হাফিজ লিখেছিলেন,

    কথা ছিলো, একটা পতাকা পেলে,
    আর লিখবো না দুঃখের কবিতা।

    আমরা স্বাধীন হয়েছিলাম, এরপর সেই স্বাধীনতা এমন কিছু মানুষের হাতে তুলে দিয়েছি, যারা আমাদের রক্ত জানের নিরাপত্তাটাও দিতেছে না। তাদের নিরাপত্তা ঠিক আছে, তাদের ক্ষমতা ঠিক আছে, শুধু আমাদের বেলায় সরকার পারতেছে না।

    তাই এ দেশে জুলাই আসে,জুলাই যায়।

    নেতাদের অবস্থা পরিবর্তন হলেও তাহমিদ ভাইয়ের মতো আমরা সাধারণ মানুষদের ভাগ্যের কোন পরিবর্তন হয় না!!
    #Sadiqur Rahman Khan
    তাহমিদ ভাইয়ের বাবার অবস্থা ভালো না। প্রচুর ব্লিডিং হচ্ছে। শাহাদাত এখনও বাসাতেই আছে। এখন পর্যন্ত ওর গায়ে ফুলের টোকাও পড়ে নাই। তাহমিদ ভাইয়ের বাবার উপরের হামলা এক অর্থে আমাদের উপর হামলাও। আমার খালি এটুকু মনে থাকবে, ধানমন্ডি ৩২ ভেঙে আর আওয়ামীলীগের বিরোধিতা করে একটা ছেলে ক্রমাগত ফাইট করে গেছে। ৩ মাস ধরে সরকারের কাছে প্রোটেকশন চাইয়া গেছে। সরকার কিছুই করে নাই। জাস্ট কিচ্ছু না। যখন তাহমিদ ভাইয়ের বাবা রক্তাক্ত হচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে আমাদের জুলাই এর ঠিকাদাররা স্লোগানে স্লোগানে মুখরিত করছিলো চারপাশ। মানে আমি আপনি মরলেও সর্বোচ্চ দুইটা স্লোগান পাবেন। এর বেশি কিছু পাবেন না। হাসিনার বাংলাদেশে মানুষের চে চেতনার দাম বেশি ছিলো। আমরা চাইছিলাম এমন এক বাংলাদেশ, যেই বাংলাদেশে চেতনার চে মানুষের দাম হবে বেশি। ৫ আগস্টের পর আমাদের আশা ছিলো এমন এক বাংলাদেশের, যেই বাংলাদেশে কথার দেশপ্রেমের চে কাজের দেশপ্রেমটা বেশি দেখবো। হলো না। নেতারা এসে ফেসবুকে বলছেন, ৪৭ আমার, ৭১ আমার, ২৪ আমার। একেবারে দেশপ্রেমের নহর বইয়ে দিতেছেন। অথচ ঠিক ঐ সময়ে তাদেরই একজন কমরেড রক্তাক্ত হচ্ছে, তারা প্রোটেকশন দিচ্ছেন না। তাই জুলাই এর নয় মাস পরেও তাহমিদ ভাইয়ের বাবা হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। সন্ত্রাসী শাহাদত নিজের বাসায় বসে আরাম কেদারায় আরাম করছেন। ইউনূস আশার বাণী শোনাচ্ছেন, সারা বিশ্ব নাকি আমাদের দিকে তাকাই আছে। আর ছাত্রনেতারা এরে ওরে রাজাকার ট্যাগ দিতেছেন। ওদিকে বিপ্লবীরা মরতেছে। হাসিনার সময়েও মরেছে। এখনও মরেছে। তাহমিদ ভাইয়ের এই ঘটনা আমাদের বুঝাইয়া দেয়, এই বিপ্লব বেহাত হইছে। হেলাল হাফিজ লিখেছিলেন, কথা ছিলো, একটা পতাকা পেলে, আর লিখবো না দুঃখের কবিতা। আমরা স্বাধীন হয়েছিলাম, এরপর সেই স্বাধীনতা এমন কিছু মানুষের হাতে তুলে দিয়েছি, যারা আমাদের রক্ত জানের নিরাপত্তাটাও দিতেছে না। তাদের নিরাপত্তা ঠিক আছে, তাদের ক্ষমতা ঠিক আছে, শুধু আমাদের বেলায় সরকার পারতেছে না। তাই এ দেশে জুলাই আসে,জুলাই যায়। নেতাদের অবস্থা পরিবর্তন হলেও তাহমিদ ভাইয়ের মতো আমরা সাধারণ মানুষদের ভাগ্যের কোন পরিবর্তন হয় না!! #Sadiqur Rahman Khan
    Love
    Like
    13
    ·696 Views ·0 Reviews
  • আমার লিস্টের এক নিব্বি একটু আগে পোস্ট দিছে, বিজ্ঞানের সবচে বড় ব্যর্থতা হলো, বিজ্ঞান বেঈমান চেনার কোন যন্ত্র আবিষ্কার করতে পারেনি।

    প্রথমে মনে হচ্ছিলো, আহারে বেচারি, এত কম বয়সে প্রেমে ছ্যাকা খাইলো?

    বাট এখন মনে হচ্ছে, আইডিটা জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদের হলেও হতে পারে!!
    #Sadiqur Rahman Khan
    আমার লিস্টের এক নিব্বি একটু আগে পোস্ট দিছে, বিজ্ঞানের সবচে বড় ব্যর্থতা হলো, বিজ্ঞান বেঈমান চেনার কোন যন্ত্র আবিষ্কার করতে পারেনি। প্রথমে মনে হচ্ছিলো, আহারে বেচারি, এত কম বয়সে প্রেমে ছ্যাকা খাইলো? বাট এখন মনে হচ্ছে, আইডিটা জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদের হলেও হতে পারে!! #Sadiqur Rahman Khan
    Love
    Like
    Angry
    Haha
    Wow
    21
    ·591 Views ·0 Reviews
  • এটা আমার Attitude নয়।
    এটা আমার style man
    এটা আমার Attitude নয়। এটা আমার style man
    Like
    Love
    4
    1 Comments ·106 Views ·0 Reviews
  • বাংলাদেশের জাতীয় সঙ্গীত কী হবে, সেটা নিয়ে একেক দলের উত্তর একেক রকম হবে।

    আওয়ামীলীগ অবশ্যই আমার সোনার বাংলার পক্ষেই থাকবে।

    বিএনপির এক ভাগ থাকবে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশের পক্ষে, আরেকভাগ থাকবে আমার সোনার বাংলার পক্ষেই।

    জামায়াত এক্সিসটিং কোন গান চাইবে না। এরা নিজেরাই নতুন গান লিখবে। গানটা হতে পারে এমন,

    তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা,
    ও সে গোলাম আজমের তৈরি সে দেশ, ষড়যন্ত্র দিয়ে ভরা....

    এনসিপি কী চাইবে জানি না। তবে যেটাই চাক, ফেসবুকে আইসা শুরু করবে ক্রেডিট নিয়ে কামড়িকামড়ি।

    তবে বাংলাদেশ নিজে যদি কথা বলতে পারতো, তাঌলৃ বাংলাদেশ এই চারটা গানের কোনটাই চুজ করতো না। বরং বাংলাদেশ জাতীয় সঙ্গীত হিসেবে চুজ করতো ঐ বিখ্যাত গানটা,

    আমায় বেবিওয়ালায় খাইসে রে, সামনে বসাইয়া,
    বারে বারে বেরেক মারে, বারে বারে বেরেক মারে,
    নরম জায়গা পাইয়া গো,
    সামনে বসাইয়া......

    এই দেশটাকে যে যেভাবে যখন পেরেছে সামনে বসাইয়া খাইসে।

    এই দেশের জন্য এরচে পারফেক্ট জাতীয় সঙ্গীত আর কী হতে পারে?
    #Sadiqur Rahman Khan
    বাংলাদেশের জাতীয় সঙ্গীত কী হবে, সেটা নিয়ে একেক দলের উত্তর একেক রকম হবে। আওয়ামীলীগ অবশ্যই আমার সোনার বাংলার পক্ষেই থাকবে। বিএনপির এক ভাগ থাকবে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশের পক্ষে, আরেকভাগ থাকবে আমার সোনার বাংলার পক্ষেই। জামায়াত এক্সিসটিং কোন গান চাইবে না। এরা নিজেরাই নতুন গান লিখবে। গানটা হতে পারে এমন, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে গোলাম আজমের তৈরি সে দেশ, ষড়যন্ত্র দিয়ে ভরা.... এনসিপি কী চাইবে জানি না। তবে যেটাই চাক, ফেসবুকে আইসা শুরু করবে ক্রেডিট নিয়ে কামড়িকামড়ি। তবে বাংলাদেশ নিজে যদি কথা বলতে পারতো, তাঌলৃ বাংলাদেশ এই চারটা গানের কোনটাই চুজ করতো না। বরং বাংলাদেশ জাতীয় সঙ্গীত হিসেবে চুজ করতো ঐ বিখ্যাত গানটা, আমায় বেবিওয়ালায় খাইসে রে, সামনে বসাইয়া, বারে বারে বেরেক মারে, বারে বারে বেরেক মারে, নরম জায়গা পাইয়া গো, সামনে বসাইয়া...... এই দেশটাকে যে যেভাবে যখন পেরেছে সামনে বসাইয়া খাইসে। এই দেশের জন্য এরচে পারফেক্ট জাতীয় সঙ্গীত আর কী হতে পারে? #Sadiqur Rahman Khan
    Love
    Like
    Wow
    22
    ·563 Views ·0 Reviews
More Results
Jono Sathi - Bangladeshi Social Media Platform https://jonosathi.com