Pesquisar | Jono Sathi - Bangladeshi Social Media Platform

Atualizar para Plus


  • এনসিপিই খালি ভিডিও করতেছে।
    অন্যান্য দল লাইভ করতেছে না কেন?
    আপনারা কি নতুন বৌ যে মাথায় ঘোমটা দিয়ে বসে থাকার জন্য গেছেন?

    শিবিরের সিবগাতুল্লাহ ভাই হচ্ছে টার্কিশ হিরোর মতো দেখতে। অন্তত উনার ভিডিও করে পেইজে ছাড়লেও তো রাত্রিজাগা দুষ্টু মেয়েরা এই রাত বিরাতে একটু শান্তি পায়।

    আপ বাংলাদেশের ভিডিও দেখেছি। এবি পার্টির দেখলাম।

    এর বাইরে আর কোন প্ল্যাটফর্মের কেউই ভিডিও করতেছে না।

    শিবির সভাপতি মাঠে নামার ঘোষণা দিছেন।

    সাদিক কায়েম নেতাকর্মীদের যমুনায় যাওয়ার আহ্বান জানাইছেন।

    তো আপনাদের ভিডিও কই?

    এনসিপি ক্রেডিট নিয়া গেল বলে কান্নাকাটি করা বাদ দেন, নিজেদের ক্রেডিট নেওয়া কবে শিখবেন আপনারা?
    #Sadiqur Rahman Khan
    এনসিপিই খালি ভিডিও করতেছে। অন্যান্য দল লাইভ করতেছে না কেন? আপনারা কি নতুন বৌ যে মাথায় ঘোমটা দিয়ে বসে থাকার জন্য গেছেন? শিবিরের সিবগাতুল্লাহ ভাই হচ্ছে টার্কিশ হিরোর মতো দেখতে। অন্তত উনার ভিডিও করে পেইজে ছাড়লেও তো রাত্রিজাগা দুষ্টু মেয়েরা এই রাত বিরাতে একটু শান্তি পায়। আপ বাংলাদেশের ভিডিও দেখেছি। এবি পার্টির দেখলাম। এর বাইরে আর কোন প্ল্যাটফর্মের কেউই ভিডিও করতেছে না। শিবির সভাপতি মাঠে নামার ঘোষণা দিছেন। সাদিক কায়েম নেতাকর্মীদের যমুনায় যাওয়ার আহ্বান জানাইছেন। তো আপনাদের ভিডিও কই? এনসিপি ক্রেডিট নিয়া গেল বলে কান্নাকাটি করা বাদ দেন, নিজেদের ক্রেডিট নেওয়া কবে শিখবেন আপনারা? #Sadiqur Rahman Khan
    Love
    Like
    9
    ·113 Visualizações ·0 Anterior

  • হাসনাত আব্দুল্লাহ যমুনায়।

    শরিফ ওসমান হাদি যমুনায়।

    আলী আহসান জোনায়েদ যমুনায়।

    নাহিদ ইসলাম যমুনায় যাবেন কিছুক্ষনের মধ্যে।

    জুলাই অভ্যুথানের আরেক নেপথ্য নায়ক সিবগাতুল্লাহ সিবগাও চলে যাবেন অল্প সময়ের মধ্যে।

    আমরা চাই, বিএনপি আর ছাত্রদলও যমুনায় আসুক।

    সাদিক কায়েম আসুক। শিবির আসুক।

    আসিফ মাহমুদ সরকারের ভেতর থেকেই চাপ তৈরি করুক।

    অভ্যুথানের পক্ষের বাম সংগঠনগুলো আসুক।

    ইসলামি আন্দোলন আর হেফাজতে ইসলামও আসুক।

    সবাই মিলেই আওয়ামীলীগ নিষিদ্ধের রোডম্যাপ নির্ধারণ করেন।

    করে ইন্টেরিমের কাছে থেকে সেই দাবি আদায় করে নিয়ে যান।

    সারাদিন ফেসবুকে জুলাই এসেছে, জুলাই এসেছে বললেই জুলাই আসবে না।

    আবারও সবাই জুলাই এর মতো এক হলেই কেবল সত্যি সত্যি জুলাই নেমে আসবে।

    ছাত্র জনতা আবারও এক হওয়ার জন্য প্রস্তুত।

    নেতাদেরও কি এখনও যমুনার পথ ধরার সময় আসেনি?
    #Sadiqur Rahman Khan
    হাসনাত আব্দুল্লাহ যমুনায়। শরিফ ওসমান হাদি যমুনায়। আলী আহসান জোনায়েদ যমুনায়। নাহিদ ইসলাম যমুনায় যাবেন কিছুক্ষনের মধ্যে। জুলাই অভ্যুথানের আরেক নেপথ্য নায়ক সিবগাতুল্লাহ সিবগাও চলে যাবেন অল্প সময়ের মধ্যে। আমরা চাই, বিএনপি আর ছাত্রদলও যমুনায় আসুক। সাদিক কায়েম আসুক। শিবির আসুক। আসিফ মাহমুদ সরকারের ভেতর থেকেই চাপ তৈরি করুক। অভ্যুথানের পক্ষের বাম সংগঠনগুলো আসুক। ইসলামি আন্দোলন আর হেফাজতে ইসলামও আসুক। সবাই মিলেই আওয়ামীলীগ নিষিদ্ধের রোডম্যাপ নির্ধারণ করেন। করে ইন্টেরিমের কাছে থেকে সেই দাবি আদায় করে নিয়ে যান। সারাদিন ফেসবুকে জুলাই এসেছে, জুলাই এসেছে বললেই জুলাই আসবে না। আবারও সবাই জুলাই এর মতো এক হলেই কেবল সত্যি সত্যি জুলাই নেমে আসবে। ছাত্র জনতা আবারও এক হওয়ার জন্য প্রস্তুত। নেতাদেরও কি এখনও যমুনার পথ ধরার সময় আসেনি? #Sadiqur Rahman Khan
    Love
    Like
    11
    ·111 Visualizações ·0 Anterior

  • মাহফুজ আজকেই লিখলো ক্রেডিটবাজি না করতে।

    অথচ এনসিপি অলরেডি ক্রেডিটবাজি শুরু করে দিয়েছে। এইটা ভীষণ লজ্জাজনক।

    জুলাই ততক্ষণই জিন্দা ছিলো, যতক্ষণ কেউ এর ক্রেডিট দাবি করে নাই।

    ক্রেডিট দাবি করার সাথে সাথে জুলাই দুর্বল হয়ে গেছে।

    আজ যদি এনসিপি ইউনূসের বাসভবনের সামনে প্রোগ্রাম দিতো, কজন যাইতো?

    হাসনাত আব্দুল্লাহ দলের বাইরে গিয়েই আন্দোলনের ডাক দিয়েছিলেন। আমরা সেইটাকে সাপোর্ট দিয়েছি। সবাইকে বলেছি যাওয়ার জন্য।

    আমরা কি তবে এনসিপির কর্মী সমর্থক?

    না তো।

    তাহলে ফেসবুকে এনসিপি কেন লিখতেছে যমুনার সামনে এনসিপির নেতাকর্মীদের অবস্থান?

    অথচ এখানে ইনকিলাব মঞ্চ আছে, আপ বাংলাদেশ আছে, অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন আছে, জুলাই ঐক্যের সকল সংগঠন আছে।

    এনসিপির এই ছোটলোকিটা আল্লাহর ওয়াস্তে বন্ধ করেন।

    আজ সবাইকে এনসিপির নেতাকর্মী বলে মজা পাইতেছেন তো? কাল সকালে দেখবেন কেউ নাই। তখন?

    আল্লাহর ওয়াস্তে এই আন্দোলনটাকে ব্যানার মুক্ত রাখেন। সবাইকে ধারণ করেন। জুলাই এর মতো। আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে পারা কোন ক্রেডিটের বিষয় না। বরং আওয়ামীলীগকে এতোদিনেও নিষিদ্ধ না করতে পারা আমাদের জন্য লজ্জার।

    এবার যখন সুযোগ এসেছে, সেই লজ্জার দায়টা শোধ করেন।

    আগামীকাল থেকে বরং স্কুলের পোলাপাইনকে ডাকেন, মা বাবাকে ডাকেন, PUSAB কে ডাকেন, ছাত্রদলকে ডাকেন, ছাত্রশিবিরকে ডাকেন।

    ৩২ নাম্বার ভাঙার দিন যেভাবে সবাই মিলে এক হয়েছিলাম, আওয়ামীলীগ নিষিদ্ধের প্রশ্নেও সেভাবেই সবাইকে আবার এক হতে হবে।

    বহুদিন পর আবার জুলাইকে জিন্দা করার সুযোগ তৈরি হয়েছে।

    ক্রেডিটবাজির নোংরামি করে যদি এই সুযোগ হারান, তাহলে জুলাই এর সবচে বড় গাদ্দার হবেন আপনারা, কথাটা মাথায় রাইখেন।
    #Sadiqur Rahman Khan
    মাহফুজ আজকেই লিখলো ক্রেডিটবাজি না করতে। অথচ এনসিপি অলরেডি ক্রেডিটবাজি শুরু করে দিয়েছে। এইটা ভীষণ লজ্জাজনক। জুলাই ততক্ষণই জিন্দা ছিলো, যতক্ষণ কেউ এর ক্রেডিট দাবি করে নাই। ক্রেডিট দাবি করার সাথে সাথে জুলাই দুর্বল হয়ে গেছে। আজ যদি এনসিপি ইউনূসের বাসভবনের সামনে প্রোগ্রাম দিতো, কজন যাইতো? হাসনাত আব্দুল্লাহ দলের বাইরে গিয়েই আন্দোলনের ডাক দিয়েছিলেন। আমরা সেইটাকে সাপোর্ট দিয়েছি। সবাইকে বলেছি যাওয়ার জন্য। আমরা কি তবে এনসিপির কর্মী সমর্থক? না তো। তাহলে ফেসবুকে এনসিপি কেন লিখতেছে যমুনার সামনে এনসিপির নেতাকর্মীদের অবস্থান? অথচ এখানে ইনকিলাব মঞ্চ আছে, আপ বাংলাদেশ আছে, অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন আছে, জুলাই ঐক্যের সকল সংগঠন আছে। এনসিপির এই ছোটলোকিটা আল্লাহর ওয়াস্তে বন্ধ করেন। আজ সবাইকে এনসিপির নেতাকর্মী বলে মজা পাইতেছেন তো? কাল সকালে দেখবেন কেউ নাই। তখন? আল্লাহর ওয়াস্তে এই আন্দোলনটাকে ব্যানার মুক্ত রাখেন। সবাইকে ধারণ করেন। জুলাই এর মতো। আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে পারা কোন ক্রেডিটের বিষয় না। বরং আওয়ামীলীগকে এতোদিনেও নিষিদ্ধ না করতে পারা আমাদের জন্য লজ্জার। এবার যখন সুযোগ এসেছে, সেই লজ্জার দায়টা শোধ করেন। আগামীকাল থেকে বরং স্কুলের পোলাপাইনকে ডাকেন, মা বাবাকে ডাকেন, PUSAB কে ডাকেন, ছাত্রদলকে ডাকেন, ছাত্রশিবিরকে ডাকেন। ৩২ নাম্বার ভাঙার দিন যেভাবে সবাই মিলে এক হয়েছিলাম, আওয়ামীলীগ নিষিদ্ধের প্রশ্নেও সেভাবেই সবাইকে আবার এক হতে হবে। বহুদিন পর আবার জুলাইকে জিন্দা করার সুযোগ তৈরি হয়েছে। ক্রেডিটবাজির নোংরামি করে যদি এই সুযোগ হারান, তাহলে জুলাই এর সবচে বড় গাদ্দার হবেন আপনারা, কথাটা মাথায় রাইখেন। #Sadiqur Rahman Khan
    Love
    Like
    7
    ·107 Visualizações ·0 Anterior
  • spiderman edit
    #jonosathi
    #vairal
    #viral
    #reel
    spiderman edit #jonosathi #vairal #viral #reel
    Love
    Like
    4
    2 Comentários ·104 Visualizações ·0 Anterior
  • #LoveWithMusic #RomanticVibes #MusicalLove #LoveBeats #FeelTheLove #LyricsOfLove #HeartbeatMelody #LoveSongsForever #MelodyForMyLove #TuneOfHeart
    #LoveWithMusic #RomanticVibes #MusicalLove #LoveBeats #FeelTheLove #LyricsOfLove #HeartbeatMelody #LoveSongsForever #MelodyForMyLove #TuneOfHeart
    Love
    3
    ·86 Visualizações ·0 Anterior
  • Mane buji na
    Mane buji na
    Like
    2
    ·49 Visualizações ·0 Anterior
  • BORBAAD(part-1)-(বরবাদ) ful move | Megastar Shakib Khan, Jisshu, Idhika | Eid Film 2025 | Gangstar5
    Movies Link:https://tinyurl.com/3syp5kmy
    Borbaad

    #Borbaad #BorbaadFullmove #MegastarShakibKhan #RomanceAndViolence #ReleaseOnEidulFitr2025 #ShahreenAkterSumi
    BORBAAD(part-1)-(বরবাদ) ful move | Megastar Shakib Khan, Jisshu, Idhika | Eid Film 2025 | Gangstar5 Movies Link:https://tinyurl.com/3syp5kmy Borbaad #Borbaad #BorbaadFullmove #MegastarShakibKhan #RomanceAndViolence #ReleaseOnEidulFitr2025 #ShahreenAkterSumi
    Love
    Like
    5
    ·41 Visualizações ·0 Anterior
  • ইউনূসকে ঘেরাও করেন।

    যে যেখানে আছেন, চলে যান।

    আজ আমাদের ইমাম চেনার দিন। আজ আমাদের গাদ্দার চেনার দিনও।

    আওয়ামীলীগের ফায়সালা ইউনূসকে করতেই হবে।

    আব্দুল হামিদকে পালাইয়া যাইতে দেওয়া তিন উপদেষ্টা আর চুপ্পুর ফায়সালাও ইউনূসকে করতে হবে।

    হয় ইউনূস আওয়ামীলীগ নিষিদ্ধের স্পষ্ট ঘোষণা দেবে।

    নাহয় এই সকল দফা এক দফা হয়ে ইউনূসের পদত্যাগে যাইয়া ঠেকবে।

    আমাদের ভাইয়ের রক্তের শোধ আমরা নিবোই।

    রাত বাড়ছে। হাজার বছরের পুরনো সেই রাত।

    ইনকিলাব জিন্দাবাদ।
    #Sadiqur Rahman Khan
    ইউনূসকে ঘেরাও করেন। যে যেখানে আছেন, চলে যান। আজ আমাদের ইমাম চেনার দিন। আজ আমাদের গাদ্দার চেনার দিনও। আওয়ামীলীগের ফায়সালা ইউনূসকে করতেই হবে। আব্দুল হামিদকে পালাইয়া যাইতে দেওয়া তিন উপদেষ্টা আর চুপ্পুর ফায়সালাও ইউনূসকে করতে হবে। হয় ইউনূস আওয়ামীলীগ নিষিদ্ধের স্পষ্ট ঘোষণা দেবে। নাহয় এই সকল দফা এক দফা হয়ে ইউনূসের পদত্যাগে যাইয়া ঠেকবে। আমাদের ভাইয়ের রক্তের শোধ আমরা নিবোই। রাত বাড়ছে। হাজার বছরের পুরনো সেই রাত। ইনকিলাব জিন্দাবাদ। #Sadiqur Rahman Khan
    Love
    Like
    48
    6 Comentários ·400 Visualizações ·1 Anterior
  • https://youtube.com/shorts/qHTvG0URQRw?si=WvvNsWC4087MaNNP

    Jono Sathi
    https://youtube.com/shorts/qHTvG0URQRw?si=WvvNsWC4087MaNNP [Jonosathi]
    Love
    Sad
    3
    ·150 Visualizações ·0 Anterior
  • Sad post করলে ভাবে ছ্যাঁকা খাইছি আর romantic post করলে ভাবে প্রেম করছি। তাহলে এখন আমার কী post করা উচিত।
    Sad post করলে ভাবে ছ্যাঁকা খাইছি আর romantic post করলে ভাবে প্রেম করছি। তাহলে এখন আমার কী post করা উচিত।🤔
    Like
    Sad
    5
    ·89 Visualizações ·0 Anterior
  • রাত ১০ টা থেকে ইউনূসের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন হাসনাত আব্দুল্লাহ।

    কোন যদি কিন্তু তবে ছাড়াই ফুল সাপোর্ট থাকলো।

    ঢাকায় যারা যারা আছেন, চলে যান।

    দেখেন আব্দুল হামিদকে আসিফ নজরুল যাইতে দিছে, বশির যাইতে দিসে নাকি জাহাঙ্গীর যাইতে দিছে, আমি জানি না।

    জানতে চাইও না।

    মাহফুজ আলমের কোন কথাই আর বিশ্বাস করি না। সে ট্রাইবুনাল ট্রাইবুনাল খেলতে চাইতেছে, খেলুক। এতোদিন তো ঐ করে আসছে।

    এই স্টেটের হেড হিসেবে আওয়ামীলীগ নিষিদ্ধ না হওয়ার একমাত্র এবং প্রধান দায়ভার ডক্টর ইউনূসের।

    সো, অমুক উপদেষ্টা, তমুক উপদেষ্টার কাছে না যাইয়া হাসনাত যে ইউনূসের বাসার সামনে বসে পড়ার সিদ্ধান্ত নিসে, এইটা বেস্ট সিদ্ধান্ত।

    আইন উপদেষ্টা কী বলে, স্বরাষ্ট্র উপদেষ্টা কী বলে আমরা জানতে চাই না।

    আমরা চাই, প্রধান উপদেষ্টা নিজের মুখে বলুক সে আওয়ামীলীগ নিষিদ্ধ করবে কি করবে কি না।

    ইউনূস নিজে যদি রাজি থাকে নিষিদ্ধে, এরপর যেই যেই উপদেষ্টা রাজি হবে না, তারে তারে টাইনা নামানো হবে।

    বাট ইউনূস নিজেই যদি আওয়ামীলীগ নিষিদ্ধ করতে না চায়, তাহলে ইউনূসকেও অবশ্যই দায়িত্ব থেকে যাইতে হবে।

    এইটা ক্লিয়ার কথা। কোন ভংচং নাই।

    হাসনাত আব্দুল্লাহ আবেগী মানুষ। সম্ভবত আজকের এই অবস্থান কর্মসূচিতে এনসিপি নিজেও সমর্থন দেবে না।

    বাট সাধারণ মানুষ আজ রাত দশটায় হাসনাতের পাশে থাকবে বলেই আমার বিশ্বাস।

    এক মহা ক্ষমতাধর মানুষের বিরুদ্ধে যাইয়া হাসনাত একাই ভালো আওয়ামীলীগের ফেরত আসা ঠেকাইয়া দিছিলেন।

    আজ আবারও উনি আরেক মহা ক্ষমতাধর মানুষের বিরুদ্ধে একাই দাঁড়াইতে যাইতেছেন।

    এই লড়াইয়ে আমরা যেন উনার পাশে থাকি।

    মহান আল্লাহ তাআলা আমাদের সহায় হোন।
    #Sadiqur Rahman Khan
    রাত ১০ টা থেকে ইউনূসের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন হাসনাত আব্দুল্লাহ। কোন যদি কিন্তু তবে ছাড়াই ফুল সাপোর্ট থাকলো। ঢাকায় যারা যারা আছেন, চলে যান। দেখেন আব্দুল হামিদকে আসিফ নজরুল যাইতে দিছে, বশির যাইতে দিসে নাকি জাহাঙ্গীর যাইতে দিছে, আমি জানি না। জানতে চাইও না। মাহফুজ আলমের কোন কথাই আর বিশ্বাস করি না। সে ট্রাইবুনাল ট্রাইবুনাল খেলতে চাইতেছে, খেলুক। এতোদিন তো ঐ করে আসছে। এই স্টেটের হেড হিসেবে আওয়ামীলীগ নিষিদ্ধ না হওয়ার একমাত্র এবং প্রধান দায়ভার ডক্টর ইউনূসের। সো, অমুক উপদেষ্টা, তমুক উপদেষ্টার কাছে না যাইয়া হাসনাত যে ইউনূসের বাসার সামনে বসে পড়ার সিদ্ধান্ত নিসে, এইটা বেস্ট সিদ্ধান্ত। আইন উপদেষ্টা কী বলে, স্বরাষ্ট্র উপদেষ্টা কী বলে আমরা জানতে চাই না। আমরা চাই, প্রধান উপদেষ্টা নিজের মুখে বলুক সে আওয়ামীলীগ নিষিদ্ধ করবে কি করবে কি না। ইউনূস নিজে যদি রাজি থাকে নিষিদ্ধে, এরপর যেই যেই উপদেষ্টা রাজি হবে না, তারে তারে টাইনা নামানো হবে। বাট ইউনূস নিজেই যদি আওয়ামীলীগ নিষিদ্ধ করতে না চায়, তাহলে ইউনূসকেও অবশ্যই দায়িত্ব থেকে যাইতে হবে। এইটা ক্লিয়ার কথা। কোন ভংচং নাই। হাসনাত আব্দুল্লাহ আবেগী মানুষ। সম্ভবত আজকের এই অবস্থান কর্মসূচিতে এনসিপি নিজেও সমর্থন দেবে না। বাট সাধারণ মানুষ আজ রাত দশটায় হাসনাতের পাশে থাকবে বলেই আমার বিশ্বাস। এক মহা ক্ষমতাধর মানুষের বিরুদ্ধে যাইয়া হাসনাত একাই ভালো আওয়ামীলীগের ফেরত আসা ঠেকাইয়া দিছিলেন। আজ আবারও উনি আরেক মহা ক্ষমতাধর মানুষের বিরুদ্ধে একাই দাঁড়াইতে যাইতেছেন। এই লড়াইয়ে আমরা যেন উনার পাশে থাকি। মহান আল্লাহ তাআলা আমাদের সহায় হোন। #Sadiqur Rahman Khan
    Love
    Like
    Haha
    18
    1 Comentários ·316 Visualizações ·0 Anterior
  • Camera man #camera
    Camera man #camera
    Like
    Love
    2
    ·74 Visualizações ·0 Anterior
Páginas impulsionada