• বড় অবেলায় ছেঁড়ে গিয়েছিলে আমায়!
    যখন বুঝতে পেরেছিলে তোমাকে ছাঁড়া আমি ভাল থাকতে পারি না।
    ঠিক তখনই স্বার্থপরের মত ছেঁড়ে গেলে আমায় ।
    অসহায়ের মত কেঁদেছিলাম।
    তবু তুমি ফিরেও তাকাওনি একটিবার!

    জানো!
    আমি জানতাম না তোমার পাশে আমি এতটায় বেমানান । এতটা কুৎশীত লাগে তোমার পাশে দেখতে আমায়!
    যদি জানদাম কখনোই দাঁড়াতাম না তোমার পাশে ।

    আচ্ছা তোমার কি মনে পড়ে? কি কান্নাটায় না করেছিলাম সে দিন!
    যেমন কাঁদে সন্তান হারা মা, সঙ্গহীন নিঃসঙ্গ পাখি
    কিংবা বাবার কাদে সন্তানের লাশ!

    ক্ষুধার্ত কুকুরের মত ছুঁটেছিলাম তোমার পিছু।
    সেই কি নির্মম আচরণ টায় না করলে আমার সাথে!
    এত অবহেলার পরেও আমি ফের ছুঁটে গিয়েছি
    তোমার কাছে; তবু ফিরেছি শূণ্য হাতে!

    আচ্ছা তোমার শত শতবার বলা "ভালোবাসি" কথার
    মাঝেও কি ভালোবাসা ছিলো না?

    জানো, তোমাকে একটা প্রশ্ন করতে ইচ্ছে হয়!
    তুমি এত এতবার উচ্চারণ করেছিলে ভালোবাসি!
    ভালো-ই যদি বাসো আমাকে ছেঁড়ে গেছো ক্যান?
    আমার হয়ে থাকো নি ক্যান?

    - লেখা এবং পাঠ : সাজীদ আহমেদ

    #fpryoupage #foryoupageviralシ#kobieta #kobitapoem #voiceover #বৃহস্পতিবার #কবিতা #কবিতাআবৃত্তি
    বড় অবেলায় ছেঁড়ে গিয়েছিলে আমায়! যখন বুঝতে পেরেছিলে তোমাকে ছাঁড়া আমি ভাল থাকতে পারি না। ঠিক তখনই স্বার্থপরের মত ছেঁড়ে গেলে আমায় । অসহায়ের মত কেঁদেছিলাম। তবু তুমি ফিরেও তাকাওনি একটিবার! জানো! আমি জানতাম না তোমার পাশে আমি এতটায় বেমানান । এতটা কুৎশীত লাগে তোমার পাশে দেখতে আমায়! যদি জানদাম কখনোই দাঁড়াতাম না তোমার পাশে । আচ্ছা তোমার কি মনে পড়ে? কি কান্নাটায় না করেছিলাম সে দিন! যেমন কাঁদে সন্তান হারা মা, সঙ্গহীন নিঃসঙ্গ পাখি কিংবা বাবার কাদে সন্তানের লাশ! ক্ষুধার্ত কুকুরের মত ছুঁটেছিলাম তোমার পিছু। সেই কি নির্মম আচরণ টায় না করলে আমার সাথে! এত অবহেলার পরেও আমি ফের ছুঁটে গিয়েছি তোমার কাছে; তবু ফিরেছি শূণ্য হাতে! আচ্ছা তোমার শত শতবার বলা "ভালোবাসি" কথার মাঝেও কি ভালোবাসা ছিলো না? জানো, তোমাকে একটা প্রশ্ন করতে ইচ্ছে হয়! তুমি এত এতবার উচ্চারণ করেছিলে ভালোবাসি! ভালো-ই যদি বাসো আমাকে ছেঁড়ে গেছো ক্যান? আমার হয়ে থাকো নি ক্যান? - লেখা এবং পাঠ : সাজীদ আহমেদ #fpryoupage #foryoupageviralシ゚ #kobieta #kobitapoem #voiceover #বৃহস্পতিবার #কবিতা #কবিতাআবৃত্তি
    Love
    JonoSathi React
    3
    · 0 Comments ·0 Shares ·74 Views ·0 Reviews
  • যে কোন সম্পর্কে আমার কাছে সবচেয়ে সুন্দর ব্যাপার হলো দুজন মানুষের একসাথে কথোপকথনের মুহূর্তটা। এটা কাব্য, কবিতা, গান, উপন্যাসের প্রিয় লাইন কিংবা খুব প্রেমময়ী কিছু হতে হবে এরকম না। রোজনামচা জীবনের সাধারণ কথোপকথন।

    একে অপরের সম্পর্কে জানা, স্বপ্নগুলো সম্পর্ক জানা, তার একান্তই দুঃখবোধের সাথে পরিচয় হওয়া, ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা, মাস শেষে শূন্য পকেটের যাযাবর জীবন, নিজেদের ভেতরকার দূরুত্ব কিংবা সাধারণ সাংসারিক কথাবার্তা। এই যে প্রেম- ভালোবাসা কিংবা আবেগপূর্ন হাওয়ায় ভাসানো স্বপ্নের বাহিরে আমাদের রোজনামচা জীবনের এই কথাগুলো জানা, বলতে পারা, বুঝতে পারা এগুলোই জীবনের সবচেয়ে কাল্ট মোমেন্টস।

    আমাদের সুখের গল্প কিংবা হাওয়ায় ভাসানো প্রেমময় কথা বলার জন্য অনেক মানুষই থাকে কিংবা জীবনে এরকম অনেকেই আসে। কিন্তু আমাদের জীবনের সমস্যাগুলোর কথা শুনবে, স্বপ্নগুলো সম্পর্কে জানবে এবং আমাদের একান্তই দুঃখবোধের সাথে পরিচয় হয়ে একটুখানি ভরসা হয়ে পাশে থাকবে, আমাদের পরিস্থিতিগুলো কিছুটা আমাদের মতো করে বুঝবে এমন মানুষ আমাদের জীবনে খুব কমই আসে। আর একসময় তারাও বিরক্ত কিংবা ক্লান্ত হয়ে পাশে থাকার বদলে দূরুত্বটাকেই বেছে নেয়।

    মানুষ কথা বলতে চায়, মন খুলে নিজের কথাগুলো কাউকে না কাউকে জানাতে চায়। শুধু কথা বলে জীবনের অর্ধেক সমস্যা সমাধান করা যায়। শুধু প্রয়োজন হয় সেই কথাগুলো মনোযোগ দিয়ে শুনা এবং বুঝতে পারার মতো একটা নির্দিষ্ট মানুষের। মতের অমিল থাকতে পারে, পছন্দের হের- ফের হতে পারে তবুও একসাথে বসে কথা বলে নেওয়াটা গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এরকম একটা মুহূর্ত বাঁচিয়ে রাখার।❤️

    লেখক- মেহেদী হাসান শুভ্র
    #কবিতা–poem
    যে কোন সম্পর্কে আমার কাছে সবচেয়ে সুন্দর ব্যাপার হলো দুজন মানুষের একসাথে কথোপকথনের মুহূর্তটা। এটা কাব্য, কবিতা, গান, উপন্যাসের প্রিয় লাইন কিংবা খুব প্রেমময়ী কিছু হতে হবে এরকম না। রোজনামচা জীবনের সাধারণ কথোপকথন। একে অপরের সম্পর্কে জানা, স্বপ্নগুলো সম্পর্ক জানা, তার একান্তই দুঃখবোধের সাথে পরিচয় হওয়া, ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা, মাস শেষে শূন্য পকেটের যাযাবর জীবন, নিজেদের ভেতরকার দূরুত্ব কিংবা সাধারণ সাংসারিক কথাবার্তা। এই যে প্রেম- ভালোবাসা কিংবা আবেগপূর্ন হাওয়ায় ভাসানো স্বপ্নের বাহিরে আমাদের রোজনামচা জীবনের এই কথাগুলো জানা, বলতে পারা, বুঝতে পারা এগুলোই জীবনের সবচেয়ে কাল্ট মোমেন্টস। আমাদের সুখের গল্প কিংবা হাওয়ায় ভাসানো প্রেমময় কথা বলার জন্য অনেক মানুষই থাকে কিংবা জীবনে এরকম অনেকেই আসে। কিন্তু আমাদের জীবনের সমস্যাগুলোর কথা শুনবে, স্বপ্নগুলো সম্পর্কে জানবে এবং আমাদের একান্তই দুঃখবোধের সাথে পরিচয় হয়ে একটুখানি ভরসা হয়ে পাশে থাকবে, আমাদের পরিস্থিতিগুলো কিছুটা আমাদের মতো করে বুঝবে এমন মানুষ আমাদের জীবনে খুব কমই আসে। আর একসময় তারাও বিরক্ত কিংবা ক্লান্ত হয়ে পাশে থাকার বদলে দূরুত্বটাকেই বেছে নেয়। মানুষ কথা বলতে চায়, মন খুলে নিজের কথাগুলো কাউকে না কাউকে জানাতে চায়। শুধু কথা বলে জীবনের অর্ধেক সমস্যা সমাধান করা যায়। শুধু প্রয়োজন হয় সেই কথাগুলো মনোযোগ দিয়ে শুনা এবং বুঝতে পারার মতো একটা নির্দিষ্ট মানুষের। মতের অমিল থাকতে পারে, পছন্দের হের- ফের হতে পারে তবুও একসাথে বসে কথা বলে নেওয়াটা গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এরকম একটা মুহূর্ত বাঁচিয়ে রাখার।❤️ লেখক- মেহেদী হাসান শুভ্র #কবিতা–poem
    Love
    Like
    7
    · 1 Comments ·0 Shares ·1K Views ·0 Reviews
  • সময় পেলে নিজেকে সময় দিন, মানুষ কে নয়, মানুষের সঙ্গ অনেক খারাপ!🖤
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    #caption #status #fyp #ক্যাপশন #banglacaption #caption #post #PostViral #sad #sadcaption #pictures #fb #sadpost #lifequotes #life #broken #heard #banglacaption #foryoupagе #virals #viralpost2024 #viralposts #fypシ゚viralシ #foryoupost #poem #new #newpost #everyonefollowers #viewersfriendsfollowers #pageviralシ
    সময় পেলে নিজেকে সময় দিন, মানুষ কে নয়, মানুষের সঙ্গ অনেক খারাপ!🖤 . . . . . . . . . #caption #status #fyp #ক্যাপশন #banglacaption #caption #post #PostViral #sad #sadcaption #pictures #fb #sadpost #lifequotes #life #broken #heard #banglacaption #foryoupagе #virals #viralpost2024 #viralposts #fypシ゚viralシ #foryoupost #poem #new #newpost #everyonefollowers #viewersfriendsfollowers #pageviralシ゚
    Love
    Like
    Haha
    13
    · 1 Comments ·0 Shares ·673 Views ·0 Reviews
Jono Sathi – Connecting Bangladesh https://jonosathi.com