আইভির গ্রেফতার আর হামিদের পলানো একই সুত্রে গাথা। অনেকেই বলতেছেন আইভিকে কেন গ্রেপ্তার করা হলো? এখন ক্যান গ্রেপ্তার করা হইলো। হামিদরে কেন যাইতে দিলো।
এইটা আমার অনুমান, আপনারা মিলায়ে নিয়েন।
হামিদকে যাইতে দিছে ডিপ স্টেটের একটা অংশ। লক্ষ্য ছিলো হামিদের নেতৃত্বে পরিশুদ্ধ আওয়ামী লীগ তৈরি করা। হামিদ যাইতেছিলো ইন্ডিয়ান আর হাসিনার ব্রিফ নিতে। এইটারে ঠেকাইছে ডিপ স্টেটের আরেক অংশ। হামিদ ফিরা আসতো। কিন্তু তার ফিরা আসাটা অসম্ভব করে দিলো ডিপ স্টেটের আরেকটা অংশ৷ পরিশুদ্ধ আওয়ামী লীগ বানানোর কফিনে শেষ পেরেক আইভিকে গ্রেফতার। আইভি হইতো পরিশুদ্ধ আওয়ামী লীগের সেকেন্ড ম্যান।
রেজাল্ট পরিশুদ্ধ আওয়ামী লীগের হো মা সা। গ্রেইট গোয়িং। ডিপ স্টেইটে প্রো রেভ্যুলেশনারীদের কন্ট্রোল, কমান্ড আর ইফিশিয়েন্সি বাড়ছে।
মিলিছে এইবার সবকিছু? খাপে খাপ মমতাজের বাপ?
ইনকিলাব জিন্দাবাদ।
#Pinaki Bhattacharya
আইভির গ্রেফতার আর হামিদের পলানো একই সুত্রে গাথা। অনেকেই বলতেছেন আইভিকে কেন গ্রেপ্তার করা হলো? এখন ক্যান গ্রেপ্তার করা হইলো। হামিদরে কেন যাইতে দিলো।
এইটা আমার অনুমান, আপনারা মিলায়ে নিয়েন।
হামিদকে যাইতে দিছে ডিপ স্টেটের একটা অংশ। লক্ষ্য ছিলো হামিদের নেতৃত্বে পরিশুদ্ধ আওয়ামী লীগ তৈরি করা। হামিদ যাইতেছিলো ইন্ডিয়ান আর হাসিনার ব্রিফ নিতে। এইটারে ঠেকাইছে ডিপ স্টেটের আরেক অংশ। হামিদ ফিরা আসতো। কিন্তু তার ফিরা আসাটা অসম্ভব করে দিলো ডিপ স্টেটের আরেকটা অংশ৷ পরিশুদ্ধ আওয়ামী লীগ বানানোর কফিনে শেষ পেরেক আইভিকে গ্রেফতার। আইভি হইতো পরিশুদ্ধ আওয়ামী লীগের সেকেন্ড ম্যান।
রেজাল্ট পরিশুদ্ধ আওয়ামী লীগের হো মা সা। গ্রেইট গোয়িং। ডিপ স্টেইটে প্রো রেভ্যুলেশনারীদের কন্ট্রোল, কমান্ড আর ইফিশিয়েন্সি বাড়ছে।
মিলিছে এইবার সবকিছু? খাপে খাপ মমতাজের বাপ?
ইনকিলাব জিন্দাবাদ।
#Pinaki Bhattacharya