Upgrade to Pro

ছোট্ট রাজু প্রতিদিন স্কুলে হেঁটে যেত। তার পায়ে ছিল না কোনো জুতো। সবার পায়ে জুতো দেখে সে মাঝে মাঝে চুপচাপ বসে থাকত।

একদিন স্কুলে “জুতার দান কর্মসূচি” হলো। সবাইকে বলা হলো, যার দরকার সে যেন নাম লেখায়।
রাজু নাম লেখাতে চায়নি। সে বলল,
"আমার দরকার নেই, বাবার জুতোটা এখনো আছে। যদিও বড়, কিন্তু তাতেই চলে।"

শিক্ষক অবাক হয়ে জিজ্ঞেস করলেন,
"তুমি বাবার জুতো পরো?"
রাজু বলল,
"হ্যাঁ স্যার, বাবা তো এখন আর নেই… কিন্তু তাঁর জুতোটা পায়ে দিয়ে হাঁটলে মনে হয়, উনি আমার সাথে আছেন।"

পুরো ক্লাস নিঃশব্দ হয়ে যায়।

শেষ কথা:
"জিনিসের নয়, মুল্যটা অনুভবের। কিছু সম্পর্ক হারিয়ে গেলেও ছায়ার মতো থেকে যায় আমাদের জীবনে…"

#jonosathi #FatherLove #EmotionalStoryবাংলা #জীবনেরগল্প #বাবারস্মৃতি #মনছোঁয়া #Mohammadpolash
ছোট্ট রাজু প্রতিদিন স্কুলে হেঁটে যেত। তার পায়ে ছিল না কোনো জুতো। সবার পায়ে জুতো দেখে সে মাঝে মাঝে চুপচাপ বসে থাকত। একদিন স্কুলে “জুতার দান কর্মসূচি” হলো। সবাইকে বলা হলো, যার দরকার সে যেন নাম লেখায়। রাজু নাম লেখাতে চায়নি। সে বলল, "আমার দরকার নেই, বাবার জুতোটা এখনো আছে। যদিও বড়, কিন্তু তাতেই চলে।" শিক্ষক অবাক হয়ে জিজ্ঞেস করলেন, "তুমি বাবার জুতো পরো?" রাজু বলল, "হ্যাঁ স্যার, বাবা তো এখন আর নেই… কিন্তু তাঁর জুতোটা পায়ে দিয়ে হাঁটলে মনে হয়, উনি আমার সাথে আছেন।" পুরো ক্লাস নিঃশব্দ হয়ে যায়। শেষ কথা: "জিনিসের নয়, মুল্যটা অনুভবের। কিছু সম্পর্ক হারিয়ে গেলেও ছায়ার মতো থেকে যায় আমাদের জীবনে…" #jonosathi #FatherLove #EmotionalStoryবাংলা #জীবনেরগল্প #বাবারস্মৃতি #মনছোঁয়া #Mohammadpolash
Love
Like
6
·60 Views ·0 Reviews