Buscar | Jono Sathi - Bangladeshi Social Media Platform

Upgrade to Pro

  • মিথ্যা মামলা দেওয়ার পূর্বে ফোন দিয়ে মামলায় আসামি হিসেবে নাম না দেওয়ার জন্য টাকা নেওয়া হচ্ছে।

    মিথ্যা মামলায় নাম দেওয়ার পর নাম কাটানোর জন্য টাকা নেওয়া হচ্ছে।

    অন্যায়-আপকর্মে জড়িত ছিল না তারপরও চাপে রাখার জন্য কিংবা অর্থনৈতিক সুবিধা আদায়ের জন্য ব্যবসায়ীদের নাম মিথ্যা মামলায় দেওয়া হচ্ছে।

    অপরদিকে টাকা কিংবা ম্যানপাওয়ার সাপ্লাইয়ের বিনিময়ে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের অসংখ্য সন্ত্রাসীকে শেল্টার দেওয়া হচ্ছে।

    রাজনৈতিক দলের কিছু কালপ্রিট নেতাকর্মীদের সমন্বয়ে এই কাজগুলো করা হচ্ছে। একটি রাজনৈতিক দলের আধিপত্য এখানে সবচেয়ে বেশি। আর অধিকাংশ পুলিশ এক্ষেত্রে আগের মতই সঙ্গ দিচ্ছে। রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি তাদের চাটুকার মনোভাবের তেমন কোন পরিবর্তন হয়নি। ভাগ বাটোয়ারা করে কাজ চলছে।

    আর অন্তর্বর্তীকালীন সরকার অসহায়ের মতো বসে বসে এসব নাটক দেখছে।

    সময় থাকতে এসব অন্যায় অপকর্ম, মামলা বাণিজ্য থেকে বেরিয়ে আসুন। জনগণের সামনে মুখোশ উন্মোচিত হলে মুখ দেখানো কঠিন হয়ে পড়বে।
    #Md Sarjis Alam
    মিথ্যা মামলা দেওয়ার পূর্বে ফোন দিয়ে মামলায় আসামি হিসেবে নাম না দেওয়ার জন্য টাকা নেওয়া হচ্ছে। মিথ্যা মামলায় নাম দেওয়ার পর নাম কাটানোর জন্য টাকা নেওয়া হচ্ছে। অন্যায়-আপকর্মে জড়িত ছিল না তারপরও চাপে রাখার জন্য কিংবা অর্থনৈতিক সুবিধা আদায়ের জন্য ব্যবসায়ীদের নাম মিথ্যা মামলায় দেওয়া হচ্ছে। অপরদিকে টাকা কিংবা ম্যানপাওয়ার সাপ্লাইয়ের বিনিময়ে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের অসংখ্য সন্ত্রাসীকে শেল্টার দেওয়া হচ্ছে। রাজনৈতিক দলের কিছু কালপ্রিট নেতাকর্মীদের সমন্বয়ে এই কাজগুলো করা হচ্ছে। একটি রাজনৈতিক দলের আধিপত্য এখানে সবচেয়ে বেশি। আর অধিকাংশ পুলিশ এক্ষেত্রে আগের মতই সঙ্গ দিচ্ছে। রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি তাদের চাটুকার মনোভাবের তেমন কোন পরিবর্তন হয়নি। ভাগ বাটোয়ারা করে কাজ চলছে। আর অন্তর্বর্তীকালীন সরকার অসহায়ের মতো বসে বসে এসব নাটক দেখছে। সময় থাকতে এসব অন্যায় অপকর্ম, মামলা বাণিজ্য থেকে বেরিয়ে আসুন। জনগণের সামনে মুখোশ উন্মোচিত হলে মুখ দেখানো কঠিন হয়ে পড়বে। #Md Sarjis Alam
    Love
    Like
    17
    2 Commentarios ·154 Views ·0 Vista previa
  • "জীবনের আসল সাফল্য তখনই, যখন নিজের শিখর জয় করে অন্যের হাতও টেনে তোলা যায়।
    সবাই চূড়ায় উঠতে চায়, কিন্তু যে হাত বাড়িয়ে অন্যকে তোলে—সেই সত্যিকারের বিজয়ী।
    "জীবনের আসল সাফল্য তখনই, যখন নিজের শিখর জয় করে অন্যের হাতও টেনে তোলা যায়। ❤️❤️❤️ সবাই চূড়ায় উঠতে চায়, কিন্তু যে হাত বাড়িয়ে অন্যকে তোলে—সেই সত্যিকারের বিজয়ী।
    Love
    Like
    5
    ·54 Views ·0 Vista previa
  • আজকের জোকস: হাঁসের সঙ্গে প্রেম করায় শাস্তি মোরগের

    আজকের জোকস: হাঁসের সঙ্গে প্রেম করায় শাস্তি মোরগের
    হাঁসের সঙ্গে প্রেম করায় শাস্তি মোরগ


    এক মোরগ আর হাঁস একে অপরের প্রেমে পড়েছে। কিন্তু স্বজাতির বাইরে প্রেম? এই অপরাধে তাদের সাজাস্বরূপ জেলখানায় পাঠানো হলো। জেলাখানায় মন খারাপ করে মোরগ হাঁসকে জিজ্ঞেস করলো—মোরগ: হাঁস, ওরা কি আমাদের পালক ছেঁটে দেবে?হাঁস: আমি তো জানি না। তুমি বরং ওই কোনায় বসে থাকা ইঁদুর ভায়াকে জিজ্ঞেস করো?মোরগ: ইঁদুর ভায়া, ওরা কি আমাদের পালক ছেঁটে দেবে?

    উত্তর এলো, আমি ইঁদুর না, শজারু


    খাবেন আপনি, বিল দেবে আপনার নাতি

    হোটেলের সাইনবোর্ডে লেখা, যত ইচ্ছা খান, টাকা শোধ করবে আপনার নাতি।

    এক লোক হোটেলের এই সাইনবোর্ড দেখে খুব খুশি হয়ে ইচ্ছেমতো খেলেন। খাওয়ার শেষে ওয়েটার হাজির বিল নিয়ে।ওয়েটার: স্যার, আপনার বিল ৫০০ টাকা।লোকটি: কী বলছেন ভাই? আমার বিল? কিন্তু আপনাদের সাইনবোর্ডে যে লেখা, ‘আপনি যা খাবেন আপনার নাতি তা শোধ করবে।’ওয়েটার: সেটা না হয় তিনিই দেবেন। কিন্তু এই ৫০০ টাকা দিন। এটা আপনার দাদু খেয়ে গিয়েছেন।
    আজকের জোকস: হাঁসের সঙ্গে প্রেম করায় শাস্তি মোরগের আজকের জোকস: হাঁসের সঙ্গে প্রেম করায় শাস্তি মোরগের হাঁসের সঙ্গে প্রেম করায় শাস্তি মোরগ এক মোরগ আর হাঁস একে অপরের প্রেমে পড়েছে। কিন্তু স্বজাতির বাইরে প্রেম? এই অপরাধে তাদের সাজাস্বরূপ জেলখানায় পাঠানো হলো। জেলাখানায় মন খারাপ করে মোরগ হাঁসকে জিজ্ঞেস করলো—মোরগ: হাঁস, ওরা কি আমাদের পালক ছেঁটে দেবে?হাঁস: আমি তো জানি না। তুমি বরং ওই কোনায় বসে থাকা ইঁদুর ভায়াকে জিজ্ঞেস করো?মোরগ: ইঁদুর ভায়া, ওরা কি আমাদের পালক ছেঁটে দেবে? উত্তর এলো, আমি ইঁদুর না, শজারু খাবেন আপনি, বিল দেবে আপনার নাতি হোটেলের সাইনবোর্ডে লেখা, যত ইচ্ছা খান, টাকা শোধ করবে আপনার নাতি। এক লোক হোটেলের এই সাইনবোর্ড দেখে খুব খুশি হয়ে ইচ্ছেমতো খেলেন। খাওয়ার শেষে ওয়েটার হাজির বিল নিয়ে।ওয়েটার: স্যার, আপনার বিল ৫০০ টাকা।লোকটি: কী বলছেন ভাই? আমার বিল? কিন্তু আপনাদের সাইনবোর্ডে যে লেখা, ‘আপনি যা খাবেন আপনার নাতি তা শোধ করবে।’ওয়েটার: সেটা না হয় তিনিই দেবেন। কিন্তু এই ৫০০ টাকা দিন। এটা আপনার দাদু খেয়ে গিয়েছেন।
    Love
    1
    ·29 Views ·0 Vista previa
  • Alhamdulillah for everything
    Alhamdulillah for everything
    ·24 Views ·0 Vista previa
  • আজকের জোকস: ভিক্ষুকের অ্যাসিসটেন্টের বেতন

    আজকের জোকস: ভিক্ষুকের অ্যাসিসটেন্টের বেতন
    ভিক্ষুকের অ্যাসিসটেন্টের বেতন
    একদিন এক ভিক্ষুক রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছিল। এই দেখে এক লোকের খুব দয়া হলো। সে ভিক্ষুকের কাছে গিয়ে বললো—ভদ্রলোক: তুমি যদি ভিক্ষাবৃত্তি ছেড়ে দাও তাহলে তোমাকে আমি মাসে ১০০০ টাকা করে দেব।ভিক্ষুক: তুমি যদি আমার সঙ্গে ভিক্ষা করো তাহলে প্রতি মাসে আমি তোমাকে ৫০০০ টাকা দেব।

    শিক্ষকের বয়স বের করার উপায়
    গণিতের শিক্ষক ছাত্রদের ক্লাস নিচ্ছেন। তিনি বল্টুকে জিজ্ঞাসা করলেন—শিক্ষক: বল্টু বল তো, একটি ট্রেন ঘণ্টায় ৭০ মাইল যায়, তাহলে আমার বয়স কত?বল্টু: এটা কোনো প্রশ্ন হলো নাকি?পলি: স্যার, আমি পারবো।শিক্ষক: তাহলে বল তো দেখি?পলি: আপনার বয়স চল্লিশ।শিক্ষক: হ্যাঁ, কী করে বুঝলি?পলি: আমাদের পাড়ায় একজন আধা পাগল আছে, তার বয়স বিশ। আর আপনি পুরা পাগল, তাই আপনার বয়স চল্লিশ।
    আজকের জোকস: ভিক্ষুকের অ্যাসিসটেন্টের বেতন আজকের জোকস: ভিক্ষুকের অ্যাসিসটেন্টের বেতন ভিক্ষুকের অ্যাসিসটেন্টের বেতন একদিন এক ভিক্ষুক রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছিল। এই দেখে এক লোকের খুব দয়া হলো। সে ভিক্ষুকের কাছে গিয়ে বললো—ভদ্রলোক: তুমি যদি ভিক্ষাবৃত্তি ছেড়ে দাও তাহলে তোমাকে আমি মাসে ১০০০ টাকা করে দেব।ভিক্ষুক: তুমি যদি আমার সঙ্গে ভিক্ষা করো তাহলে প্রতি মাসে আমি তোমাকে ৫০০০ টাকা দেব। শিক্ষকের বয়স বের করার উপায় গণিতের শিক্ষক ছাত্রদের ক্লাস নিচ্ছেন। তিনি বল্টুকে জিজ্ঞাসা করলেন—শিক্ষক: বল্টু বল তো, একটি ট্রেন ঘণ্টায় ৭০ মাইল যায়, তাহলে আমার বয়স কত?বল্টু: এটা কোনো প্রশ্ন হলো নাকি?পলি: স্যার, আমি পারবো।শিক্ষক: তাহলে বল তো দেখি?পলি: আপনার বয়স চল্লিশ।শিক্ষক: হ্যাঁ, কী করে বুঝলি?পলি: আমাদের পাড়ায় একজন আধা পাগল আছে, তার বয়স বিশ। আর আপনি পুরা পাগল, তাই আপনার বয়স চল্লিশ।
    Love
    Like
    6
    ·53 Views ·0 Vista previa
  • Alhamdulillah For Everything
    Alhamdulillah For Everything 🥰
    Love
    2
    ·37 Views ·0 Vista previa
  • মানুষকে আঘাত করা যতটা সহজ,
    ততটাই দুর্লভ হয়—একজন বোঝার মানুষ।
    যে হৃদয় ক্ষতবিক্ষত বহুবার,
    কেন জানি না, সেইখানেই বারবার লাগে আঘাত।

    যেখানে বসে মন খুঁজে পায় শান্তি,
    ঠিক সেখান থেকেই তাকে ওঠাতে হয় জোর করে।
    যে ঠিকানাকে মনে হয়—এইবার বুঝি চিরস্থায়ী,
    সেই ঘরই ভেঙে পড়ে, বিনা নোটিশে।

    জীবনের এইসব নিয়ম বোধহয় লিখে গেছে কালের কালো হরফে—
    যে জীবনকে তুমি দেখেছিলে সহজ সরল চোখে,
    সে জীবনই তোমার খাতায় সাজিয়ে দেয়
    সবচেয়ে কঠিন অংকের প্রশ্নপত্র।

    মানুষকে আঘাত করা যতটা সহজ, ততটাই দুর্লভ হয়—একজন বোঝার মানুষ। যে হৃদয় ক্ষতবিক্ষত বহুবার, কেন জানি না, সেইখানেই বারবার লাগে আঘাত। যেখানে বসে মন খুঁজে পায় শান্তি, ঠিক সেখান থেকেই তাকে ওঠাতে হয় জোর করে। যে ঠিকানাকে মনে হয়—এইবার বুঝি চিরস্থায়ী, সেই ঘরই ভেঙে পড়ে, বিনা নোটিশে। জীবনের এইসব নিয়ম বোধহয় লিখে গেছে কালের কালো হরফে— যে জীবনকে তুমি দেখেছিলে সহজ সরল চোখে, সে জীবনই তোমার খাতায় সাজিয়ে দেয় সবচেয়ে কঠিন অংকের প্রশ্নপত্র।
    Like
    Love
    4
    3 Commentarios ·49 Views ·0 Vista previa
  • হোটেলের রুমে মোমবাতির আলো ছড়িয়ে ছিল এক রূপকথার আবহ । মেহজাবিন জানালার পাশে দাঁড়িয়ে ছিল, বাতাসে তার চুল উড়ছিল , শরীরে হালকা রেশমি শাড়ি । ইমরান কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইলো তার দিকে—এই নারী তার ভালোবাসার, তার জীবনের নতুন গল্পের শুরু

    সে ধীরে ধীরে গিয়ে মেহজাবিনের পেছনে দাঁড়ালো, তার কাঁধে আলতো করে হাত রাখলো । মেহজাবিন একবারে থেমে গেল। ইমরান তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললো,
    “তোমাকে ছুঁতে ভয় লাগে... যেন স্বপ্ন ভেঙে যাবে...” 🫣

    মেহজাবিন ধীরে মুখ ঘুরিয়ে তাকাল তার চোখে—চোখে একরাশ লজ্জা , কিন্তু ততটাই সাহসও
    “স্বপ্ন যদি হও, তাহলে চাই না ঘুম ভাঙুক...”

    ইমরান তার মুখের খুব কাছে গিয়ে থেমে গেল, যেন সময়ও থেমে আছে । হঠাৎ বিদ্যুৎ চমকালো দূরে , আর সেই মুহূর্তে তারা একে অপরের ঠোঁটে ছুঁয়ে গেল —মুখে নয়, মনে আগুন জ্বলে উঠলো ❤️‍।

    রাতটা কাটলো শুধু শরীরের নয়, হৃদয়ের ছোঁয়ায় । ইমরান ও মেহজাবিন বুঝে গেল—এটাই ভালোবাসা, যেখানে প্রত্যেকটা স্পর্শে থাকে সম্মান, প্রত্যেকটা নিঃশ্বাসে থাকে অনুভব
    হোটেলের রুমে মোমবাতির আলো ছড়িয়ে ছিল এক রূপকথার আবহ 🕯️✨। মেহজাবিন জানালার পাশে দাঁড়িয়ে ছিল, বাতাসে তার চুল উড়ছিল 🌬️, শরীরে হালকা রেশমি শাড়ি 🧣। ইমরান কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইলো তার দিকে—এই নারী তার ভালোবাসার, তার জীবনের নতুন গল্পের শুরু ❤️📖। সে ধীরে ধীরে গিয়ে মেহজাবিনের পেছনে দাঁড়ালো, তার কাঁধে আলতো করে হাত রাখলো 🤲। মেহজাবিন একবারে থেমে গেল। ইমরান তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললো, “তোমাকে ছুঁতে ভয় লাগে... যেন স্বপ্ন ভেঙে যাবে...” 🫣💭 মেহজাবিন ধীরে মুখ ঘুরিয়ে তাকাল তার চোখে—চোখে একরাশ লজ্জা 😳, কিন্তু ততটাই সাহসও 🌹। “স্বপ্ন যদি হও, তাহলে চাই না ঘুম ভাঙুক...” 🌙✨ ইমরান তার মুখের খুব কাছে গিয়ে থেমে গেল, যেন সময়ও থেমে আছে ⏳। হঠাৎ বিদ্যুৎ চমকালো দূরে ⚡, আর সেই মুহূর্তে তারা একে অপরের ঠোঁটে ছুঁয়ে গেল 💋—মুখে নয়, মনে আগুন জ্বলে উঠলো 🔥❤️‍। রাতটা কাটলো শুধু শরীরের নয়, হৃদয়ের ছোঁয়ায় 🤍। ইমরান ও মেহজাবিন বুঝে গেল—এটাই ভালোবাসা, যেখানে প্রত্যেকটা স্পর্শে থাকে সম্মান, প্রত্যেকটা নিঃশ্বাসে থাকে অনুভব ✨🤗।
    Love
    2
    ·53 Views ·0 Vista previa
  • #সেক্স_ও_সফলতা_একসাথে_চলে_না। তাই কোন অসংযত পুরুষ কখনোই মহান হতে পারে না"।

    কিছু পুরুষ সফলতার স্বপ্ন দেখে। কিছু পুরুষ সফলতার জন্য পরিশ্রম করে। আবার কিছু পুরুষ শুরু হওয়ার আগেই তাদের সফলতা ধ্বংস করে ফেলে।

    আপনি জানেন কি?
    অনেক পুরুষের সবচেয়ে বড় বিভ্রান্তি হলো সেক্স।

    যে পুরুষ ভোগের পেছনে ছুটে, সে কখনোই লক্ষ্যে পৌঁছাতে পারে না। আর যে পুরুষ নিজের ইচ্ছেকে নিয়ন্ত্রণ করতে পারে, সে-ই সবার চেয়ে এগিয়ে থাকে। কেননা সফলতার জন্য দরকার কঠোর নিয়মানুবর্তিতা। আর যৌন আসক্তি সেই নিয়মানুবর্তিতাকে ধ্বংস করে দেয়।

    তাই আপনি যদি নিজের কামনাকে নিয়ন্ত্রণ না করতে পারেন,
    তাহলে ভবিষ্যতও আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

    ➤ কঠিন সত্যঃ

    1️⃣ ক্ষমতাবান পুরুষ যৌন-বিভ্রান্তি এড়িয়ে চলে, দুর্বল পুরুষ না বলতে পারে না।
    ইতিহাসের সব মহান পুরুষদের একটা বিষয় মিল: তারা ছিল কঠোর নিয়মানুবর্তিতায় অভ্যস্ত।

    আলেকজান্ডার দ্য গ্রেট ৩০ বছরের মধ্যেই পৃথিবী জয় করেছিলেন—তিনি মেয়েদের পেছনে সময় নষ্ট করেননি।

    এলন মাস্ক সপ্তাহে ১০০ ঘণ্টা কাজ করেন—তিনি মেয়েদের সাথে চ্যাট করে সময় নষ্ট করেন না।

    মোহাম্মদ আলী লড়াইয়ের আগে যৌনতা থেকে বিরত থাকতেন—কারণ তিনি জানতেন নিয়ন্ত্রণ মানেই শক্তি।

    কিন্তু আজকের অনেক পুরুষ কী করছে?
    প্রতিদিন ঘন্টার পর ঘন্টা পর্ন ও মাস্টারবেশনে নষ্ট করছে।
    মেয়েদেরকে ইমপ্রেস করতে শেষ টাকা পর্যন্ত খরচ করছে।
    একটা মেয়ের জন্য কাঁদছে, ভবিষ্যত গড়ার চেয়ে।
    অথচ কোনো মহান পুরুষ কখনোই তার কামনার দাস ছিল না।

    2️⃣ যৌনতা আপনার শক্তি, মনোযোগ, ও উদ্যম কেড়ে নেয়।
    প্রতিবার আপনি "রিলিজ" করলে, আপনি কেবল কয়েক সেকেন্ডের আনন্দ হারান না— আপনি হারান:
    টেস্টোস্টেরন (যা আপনাকে শক্তি ও সাফল্য দেয়)
    উদ্যম (জয় পাওয়ার ক্ষুধা)
    মানসিক স্থিরতা (মনোযোগ ধরে রাখার ক্ষমতা)
    তাইতো অনেক পুরুষ যৌনতার পর ক্লান্ত ও অলস অনুভব করে।

    ভাবুন, আপনি যদি প্রতিদিন এভাবে নিজেকে দুর্বল করে ফেলেন— তাহলে আপনি কীভাবে শক্তিশালী হবেন?

    ফলাফল?
    পুরুষেরা আজ: অনুপ্রাণিত না, আর্থিকভাবে বিপর্যস্ত, হতাশাগ্রস্ত ও দিকহীন।

    ☞ শেষ কথা:
    যদি আপনি ধনী, শক্তিশালী ও সফল হতে চান তাহলে প্রথম শিখুন নিজের ভোগের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে।
    .
    #collected #text #everyoneactive #success #fjonosathi
    #সেক্স_ও_সফলতা_একসাথে_চলে_না। তাই কোন অসংযত পুরুষ কখনোই মহান হতে পারে না"।⁉️ কিছু পুরুষ সফলতার স্বপ্ন দেখে। কিছু পুরুষ সফলতার জন্য পরিশ্রম করে। আবার কিছু পুরুষ শুরু হওয়ার আগেই তাদের সফলতা ধ্বংস করে ফেলে। আপনি জানেন কি?❓ অনেক পুরুষের সবচেয়ে বড় বিভ্রান্তি হলো সেক্স।‼️ যে পুরুষ ভোগের পেছনে ছুটে, সে কখনোই লক্ষ্যে পৌঁছাতে পারে না। আর যে পুরুষ নিজের ইচ্ছেকে নিয়ন্ত্রণ করতে পারে, সে-ই সবার চেয়ে এগিয়ে থাকে। কেননা সফলতার জন্য দরকার কঠোর নিয়মানুবর্তিতা। আর যৌন আসক্তি সেই নিয়মানুবর্তিতাকে ধ্বংস করে দেয়। তাই আপনি যদি নিজের কামনাকে নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে ভবিষ্যতও আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না।❗ ➤ কঠিন সত্যঃ🛐 1️⃣ ক্ষমতাবান পুরুষ যৌন-বিভ্রান্তি এড়িয়ে চলে, দুর্বল পুরুষ না বলতে পারে না। ইতিহাসের সব মহান পুরুষদের একটা বিষয় মিল: তারা ছিল কঠোর নিয়মানুবর্তিতায় অভ্যস্ত। আলেকজান্ডার দ্য গ্রেট ৩০ বছরের মধ্যেই পৃথিবী জয় করেছিলেন—তিনি মেয়েদের পেছনে সময় নষ্ট করেননি। এলন মাস্ক সপ্তাহে ১০০ ঘণ্টা কাজ করেন—তিনি মেয়েদের সাথে চ্যাট করে সময় নষ্ট করেন না। মোহাম্মদ আলী লড়াইয়ের আগে যৌনতা থেকে বিরত থাকতেন—কারণ তিনি জানতেন নিয়ন্ত্রণ মানেই শক্তি। কিন্তু আজকের অনেক পুরুষ কী করছে? প্রতিদিন ঘন্টার পর ঘন্টা পর্ন ও মাস্টারবেশনে নষ্ট করছে। মেয়েদেরকে ইমপ্রেস করতে শেষ টাকা পর্যন্ত খরচ করছে। একটা মেয়ের জন্য কাঁদছে, ভবিষ্যত গড়ার চেয়ে। অথচ কোনো মহান পুরুষ কখনোই তার কামনার দাস ছিল না। 2️⃣ যৌনতা আপনার শক্তি, মনোযোগ, ও উদ্যম কেড়ে নেয়। প্রতিবার আপনি "রিলিজ" করলে, আপনি কেবল কয়েক সেকেন্ডের আনন্দ হারান না— আপনি হারান: টেস্টোস্টেরন (যা আপনাকে শক্তি ও সাফল্য দেয়) উদ্যম (জয় পাওয়ার ক্ষুধা) মানসিক স্থিরতা (মনোযোগ ধরে রাখার ক্ষমতা) তাইতো অনেক পুরুষ যৌনতার পর ক্লান্ত ও অলস অনুভব করে। ভাবুন, আপনি যদি প্রতিদিন এভাবে নিজেকে দুর্বল করে ফেলেন— তাহলে আপনি কীভাবে শক্তিশালী হবেন? ফলাফল?⁉️ পুরুষেরা আজ: অনুপ্রাণিত না, আর্থিকভাবে বিপর্যস্ত, হতাশাগ্রস্ত ও দিকহীন। ☞ শেষ কথা: যদি আপনি ধনী, শক্তিশালী ও সফল হতে চান⁉️ তাহলে প্রথম শিখুন নিজের ভোগের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে। . #collected #text #everyoneactive #success #fjonosathi
    Like
    Love
    Wow
    5
    2 Commentarios ·104 Views ·0 Vista previa
  • Always Alhamdulillah
    Always Alhamdulillah
    Like
    Love
    6
    ·56 Views ·0 Vista previa
  • বিয়ের পর স্ত্রীর কাছে আপনিও চাইলে ভালো স্বামী হতে এই কাজ গুলো করে দেখতে পারেনঃ-
    ১.প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করুন যে আল্লাহ আপনাকে জীবন সঙ্গী হিসেবে একজন নারী কে স্ত্রী হিসেবে কিছু সময়ের জন্য দান করেছেন। অনেকেই আপনার মতো আছে যারা এই নিয়ামত থেকে বঞ্চিত। আবার অনেকেই এই নিয়ামতের কদর না করতে পেরে হাত ছাড়া করেছে।
    আর নেক স্ত্রীর জন্য মৃ-ত্যু পর্যন্ত আল্লাহর কাছে অবিরাম দোআ করুন কেননা মনমানসিকতা বারবার পরিবর্তন হতে পারে।
    ২.স্ত্রীকে বুঝার চেষ্টা করুন। তার জ্ঞান, বুদ্ধি মন মানসিকতা, স্বভাব প্রকৃতি, দক্ষতা, গুণাবলী, দোষত্রুটি জেনে নিন।
    একজন মানুষ হিসেবে আপনি ও শতভাগ পারফেক্ট না সেও না।ছোট খাট ভুল গুলো ক্ষমা করে দেন।
    ৩.তাকে আপনার মনের মতো গড়ে তুলার পরিকল্পনা নিন, আর এটা একদিনে হবে না, জোরাজোরি না করে আস্তেধীরে বুঝান।
    ৪.তার জ্ঞান, বুদ্ধি, যোগ্যতা, প্রতিভা, গুণাবলি বিকশিত করুন।তাকে সর্বগুনে ফুলের মতো প্রস্ফুটিত হতে দিন।
    ৫.তার মধ্যে যে দোষত্রুটি রয়েছে সেগুলো একজন সুচিকিৎসকের মতো নিরাময় করুন।কেননা তিনি তো আপনার ই স্ত্রী।
    ৬.তাকে আন্তরিকতার সাথে গভীরভাবে ভালোবাসুন।
    ৭.হাসি মনে, খুশি মনে,মন খুলে কথা বলুন।
    ৮.সবসময় ঝগড়া, মেজাজ খিটমিট, বকাঝকা করবেন না।
    হিতে বিপরীত হবে।
    ৯.মাঝেমধ্যে তাকে নিয়ে তার পছন্দের জায়গায় ঘুরতে নিয়ে যাবেন, চার দেওয়ালে সবসময় বন্দী রাখবেন না।
    ১০.তার বিশ্বাসের জায়গা ঠিক রাখেন আপনি যেটা আশা করেন সেটা নিজে করে তারপর তাকে শিখিয়ে নিবেন।নিজে যা করেন না সেগুলোর আশাকরা বোকামি।
    এভাবেই তার বিশ্বাস,ভালোবাসার জায়গা দখল করে নিন।
    #alhamdulillah__الحمد__لله #Alhamdulillah
    #jonosathi
    বিয়ের পর স্ত্রীর কাছে আপনিও চাইলে ভালো স্বামী হতে এই কাজ গুলো করে দেখতে পারেনঃ- ১.প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করুন যে আল্লাহ আপনাকে জীবন সঙ্গী হিসেবে একজন নারী কে স্ত্রী হিসেবে কিছু সময়ের জন্য দান করেছেন। অনেকেই আপনার মতো আছে যারা এই নিয়ামত থেকে বঞ্চিত। আবার অনেকেই এই নিয়ামতের কদর না করতে পেরে হাত ছাড়া করেছে। আর নেক স্ত্রীর জন্য মৃ-ত্যু পর্যন্ত আল্লাহর কাছে অবিরাম দোআ করুন কেননা মনমানসিকতা বারবার পরিবর্তন হতে পারে। ২.স্ত্রীকে বুঝার চেষ্টা করুন। তার জ্ঞান, বুদ্ধি মন মানসিকতা, স্বভাব প্রকৃতি, দক্ষতা, গুণাবলী, দোষত্রুটি জেনে নিন। একজন মানুষ হিসেবে আপনি ও শতভাগ পারফেক্ট না সেও না।ছোট খাট ভুল গুলো ক্ষমা করে দেন। ৩.তাকে আপনার মনের মতো গড়ে তুলার পরিকল্পনা নিন, আর এটা একদিনে হবে না, জোরাজোরি না করে আস্তেধীরে বুঝান। ৪.তার জ্ঞান, বুদ্ধি, যোগ্যতা, প্রতিভা, গুণাবলি বিকশিত করুন।তাকে সর্বগুনে ফুলের মতো প্রস্ফুটিত হতে দিন। ৫.তার মধ্যে যে দোষত্রুটি রয়েছে সেগুলো একজন সুচিকিৎসকের মতো নিরাময় করুন।কেননা তিনি তো আপনার ই স্ত্রী। ৬.তাকে আন্তরিকতার সাথে গভীরভাবে ভালোবাসুন। ৭.হাসি মনে, খুশি মনে,মন খুলে কথা বলুন। ৮.সবসময় ঝগড়া, মেজাজ খিটমিট, বকাঝকা করবেন না। হিতে বিপরীত হবে। ৯.মাঝেমধ্যে তাকে নিয়ে তার পছন্দের জায়গায় ঘুরতে নিয়ে যাবেন, চার দেওয়ালে সবসময় বন্দী রাখবেন না। ১০.তার বিশ্বাসের জায়গা ঠিক রাখেন আপনি যেটা আশা করেন সেটা নিজে করে তারপর তাকে শিখিয়ে নিবেন।নিজে যা করেন না সেগুলোর আশাকরা বোকামি। এভাবেই তার বিশ্বাস,ভালোবাসার জায়গা দখল করে নিন। #alhamdulillah__الحمد__لله #Alhamdulillah #jonosathi
    Like
    Love
    5
    ·83 Views ·0 Vista previa
  • প্রিয় কোন জিনিস হয়তো বেশিদিন থাকে না। আমার এই প্রিয় মাছটি মারা গেছে দেড় বছর হল,এখনো ওকে ভুলতে পারিনি।
    এভাবে হয়তো আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, তবে আমাকে আল্লাহর নুগতই পাবে —ইনশাআল্লাহ
    প্রিয় কোন জিনিস হয়তো বেশিদিন থাকে না। আমার এই প্রিয় মাছটি মারা গেছে দেড় বছর হল,এখনো ওকে ভুলতে পারিনি। এভাবে হয়তো আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, তবে আমাকে আল্লাহর নুগতই পাবে —ইনশাআল্লাহ
    Like
    Love
    Wow
    6
    1 Commentarios ·85 Views ·0 Vista previa
Resultados de la búsqueda